বাংলাদেশে চালু হওয়া উবারে গাড়ি ভাড়া দিয়ে প্রতি মাসে ঘরে বসে টাকা আয় করতে পারবেন। ২০১৬ সালের নভেম্বর মাসে বাংলাদেশে উবার চালু হওয়ার পর থেকে প্রতিনিয়ত উবারের গাড়ী, ড্রাইভার এবং যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তুলনামূলক সহজ এবং অধিক আয়ের জন্য সবাই উবারের দিকে ঝুঁকছে।
সত্যিকার অর্থে আপনার যদি নিজের গাড়ি থাকে এবং নিজেই গাড়ি চালাতে পারেন, তবে উবার থেকে আপনি প্রতি মাসে ২০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। আর আপনি যদি শুধু গাড়ি উবারে দিতে চান, এক্ষেত্রে আয়ের পরিমাণ অর্ধেক হয়ে যেতে পারে।
যদিও উবার বলে থাকে গাড়ি ভাড়া দিয়ে প্রতি সপ্তাহে ২০ হাজার টাকা আয় করা সম্ভব। তাদের সে আয়ের ব্যাখ্যা কিছুক্ষণ পরেই দিব। তার আগে আপনি জেনে নিন কিভাবে উবারে ড্রাইভার হিসাবে জয়েন করবেন এবং উবার থেকে আয় করবেন। উবার সম্পর্কে কিছুটা ধারণা থাকলে উবারে গাড়ি ভাড়া দিয়ে আয় করার বিষয়টি দ্রুত পরিষ্কার হয়ে যাবে। যাইহোক ভূমিকা বড় না করে মূল আলোচনায় চলে যাওয়া যাক।
উবারে গাড়ি ভাড়া দিলে কত আয় হয়
উবার থেকে আয় নিয়ে অনলাইন কিংবা ইউটিউবে অনেক চোখ ধাঁধানো ভিডিও বা লেখা পাবেন। বাস্তবে আসলে ততটা আয় হয় না। কেননা ২০১৯ সালের পর থেকে উবারের নীতিমালার পরিবর্তনের কারণে গাড়ির মালিকদের আয়ের হার অনেক কমে গিয়েছে।
তবে এটাও সত্য আপনার গাড়ির চাকা যতক্ষণ ঘুরবে, আপনার টাকাও ততক্ষণ আসতে থাকবে। আর এজন্য উবারে ভাড়া দেয়া গড়ি যদি আপনি নিজে ড্রাইভিং করেন, তাহলে আয়ের পরিমাণ ৭০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। যাইহোক আসুন এবার শুধু গাড়ি ভাড়া দিয়ে কি সপ্তাহে ২০ হাজার টাকা আয় করা সম্ভব তা নিয়ে আলোচনা করা যাক। প্রথমে আপনার প্রতিমাসের বাধ্যতামূলক খরচের তালিকাটা দেখে নিন।
- উবার কোম্পানিকে কমিশন দিতে হবে আপনার আয়ের ২৫% টাকা।
- ড্রাইভারকে বেতন দিতে হবে কমপক্ষে ১৫ হাজার টাকা।
- ড্রাইভারের খাবার এবং গাড়ির গ্যাস খরচ বাবদ প্রতিমাসে কমপক্ষে ৪ হাজার টাকা।
- মেরামত এবং পরিষ্কার খরচ আনুমানিক ১ হাজার টাকা।
এখন আপনি যদি প্রতি সপ্তাহে ২০ হাজার টাকা আয় করেন, তবে মাসে ৮০ হাজার টাকা আসে। তো এই ৮০ হাজার থেকে যদি কমিশনসহ উপরে উল্লেখিত খরচ বাদ দেই, তাহলে আপনার লাভ হয় ৪০ হাজার টাকা। সুতরাং একথা পরিষ্কার উবারে গাড়ি ভাড়া দিয়ে আপনি নিজেই যদি ঐ গাড়ি চালান, তাহলে লাভের পরিমাণ বেশী হবে। লাভ ক্ষতির হিসাব অনেক হল এবার চলুন উবারে গাড়ি ভাড়া দেয়ার নিয়ম কানুন জানা যাক।
উবারে গাড়ি ভাড়া দেয়ার শর্ত
উবারে গাড়ি ভাড়া দিতে হলে, আপনার গাড়ির কিছু শর্ত পূরণ করতে হবে। এসব শর্ত পূরণ করতে না পারলে আপনার গাড়ি উবার গ্রহণ করবে না। প্রথমে জেনে নিন আপনার গাড়ির শর্ত সূমহ?
- গাড়ির মডেলের দিক দিয়ে সর্বনিম্ন ১৯৯১ হতে হবে। আর ২০০৫ এর পরের মডেল হলে উবার সেগুলোকে উবার প্রিমিয়াম হিসাবে ধরে।
- মিনিভান, এসইউভি, হ্যাচব্যাক বা সেডান এই ধরণের গাড়ি উবার গ্রহণ করে থাকে।
- আপনার গাড়িটির রঙ এবং বডি অবশ্যই ভাল থাকতে হবে।
উপরে উল্লেখিত শর্ত পূরণ হলে তারপর আপনার গাড়ির কাগজ-পত্রের দিকে নজর দিতে হবে। প্রথমে বলে রাখা ভাল আপনি নিজে যদি গাড়ি চালাতে চান তবে নিচের কাগজ-পত্রের পাশাপাশি আপনার জাতীয় পরিচয়পত্র এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গাড়ির জন্য প্রয়োজনীয় কাগজ-পত্র গুলো হল:
- গাড়ি রেজিস্ট্রেশনের কাগজ
- ট্যাক্স টোকেন
- ফিটনেস সার্টিফিকেট
- গাড়ির ইনস্যুরেন্স
উবারে গাড়ি ভাড়া দেয়ার নিয়ম
উবারে গাড়ি ভাড়া দিতে হলে তাদের ওয়েবসাইটের সাইন আপে ক্লিক করে কিংবা প্লে-স্টোরে থাকা উবার ড্রাইভার অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য প্রথমে আপনাকে ইমেইল, নাম, ফোন, পাসওয়ার্ড এবং শহরের নাম দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে।
এবার রেজিস্ট্রেশনের দ্বিতীয় ধাপ পূরণ করার জন্য আপনার গাড়ির ব্রান্ড, মডেল এবং লাইসেন্স নাম্বার দিতে হবে। দ্বিতীয় ধাপ শেষ হওয়ার পর পরবর্তীত ধাপে আপনাকে উপরে উল্লেখিত কাগজগুলোর ছবি তুলে আপলোড দিতে হবে।
রেজিস্ট্রেশনের কাজ শেষ, এখন আপনার অ্যাকাউন্টে একজন ড্রাইভারকে রেজিস্ট্রেশন করুন। আর প্রতিমাসে আয় করতে থাকুন। আপনার প্রতি মাসের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এছাড়া আপনি অ্যাপেও প্রতিদিনের হিসাব নিকাশ দেখতে পারবেন।
আরেকটি কথা আপনি গাড়ি ভাড়া দেয়ার এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি উবারের অফিসে গিয়েও করতে পারবেন। তবে তাদের অফিসে গিয়ে করতে গেলে অবশ্যই উপরে উল্লেখিত কাগজ-পত্র এবং আপনার পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে।
উবার অফিসের ঠিকানা
ঠিকানা-১: ১৫৬, কামাল আতা তুর্ক এভিনিউ, ঢাকা-১২১২। ফোন: 01674-286410
ঠিকানা-২: ৩৬, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর-১২, উত্তরা, ঢাকা- ১২৩০। ফোন: 09612-111777
শেষ কথা
উবারে গাড়ি রেজিস্ট্রেশন করার অর্থ এই নয় যে উবার আপনার গাড়ির মালিকানা নিয়ে নিবে। বরং উবারের গাড়ি রেজিস্ট্রেশন করে আপনি আপনার ইচ্ছামতো উবারকে গাড়ি প্রদান করতে পারবেন। দিনে ১ ঘণ্টা কিংবা না দিলেও সমস্যা নেই। উবারে রেজিস্ট্রেশন করার পর গাড়ি না দিলে আপনাকে কোন ফি দিতে হবে না। তাই যদি আপনি ব্যবসা কিংবা ঘরে বসে আয় করার পরিকল্পনা করে থাকেন, সে ক্ষেত্রে উবার আপনার জন্য উত্তম মাধ্যম হতে পারে।
Md selim says
আমার একটি ছোট মিনি পিকআপ গাড়ি আছে, কিভাবে ভাড়া দিতে পারবো?
Kalam says
আস্ ছালামুলাইকুম আমি একটা গাড়ি মাসিক চুক্তিতে নিয়ে ভাড়া চালাবো, যদি কোন মালিক ভাড়া দিতে চান তাহলে এই নাম্বারে জানাবেন প্লিজ। আমার ঠিকানা রায়ের বাজার শাহালী গলি, মোবাইল নং 01797248594