বাংলাদেশে চালু হওয়া উবারে গাড়ি ভাড়া দিয়ে প্রতি মাসে ঘরে বসে টাকা আয় করতে পারবেন। ২০১৬ সালের নভেম্বর মাসে বাংলাদেশে উবার চালু হওয়ার পর থেকে প্রতিনিয়ত উবারের গাড়ী, ড্রাইভার এবং যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তুলনামূলক সহজ এবং অধিক আয়ের জন্য সবাই উবারের দিকে ঝুঁকছে।
সত্যিকার অর্থে আপনার যদি নিজের গাড়ি থাকে এবং নিজেই গাড়ি চালাতে পারেন, তবে উবার থেকে আপনি প্রতি মাসে ২০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। আর আপনি যদি শুধু গাড়ি উবারে দিতে চান, এক্ষেত্রে আয়ের পরিমাণ অর্ধেক হয়ে যেতে পারে।
যদিও উবার বলে থাকে গাড়ি ভাড়া দিয়ে প্রতি সপ্তাহে ২০ হাজার টাকা আয় করা সম্ভব। তাদের সে আয়ের ব্যাখ্যা কিছুক্ষণ পরেই দিব। তার আগে আপনি জেনে নিন কিভাবে উবারে ড্রাইভার হিসাবে জয়েন করবেন এবং উবার থেকে আয় করবেন। উবার সম্পর্কে কিছুটা ধারণা থাকলে উবারে গাড়ি ভাড়া দিয়ে আয় করার বিষয়টি দ্রুত পরিষ্কার হয়ে যাবে। যাইহোক ভূমিকা বড় না করে মূল আলোচনায় চলে যাওয়া যাক।
উবারে গাড়ি ভাড়া দিলে কত আয় হয়
উবার থেকে আয় নিয়ে অনলাইন কিংবা ইউটিউবে অনেক চোখ ধাঁধানো ভিডিও বা লেখা পাবেন। বাস্তবে আসলে ততটা আয় হয় না। কেননা ২০১৯ সালের পর থেকে উবারের নীতিমালার পরিবর্তনের কারণে গাড়ির মালিকদের আয়ের হার অনেক কমে গিয়েছে।
তবে এটাও সত্য আপনার গাড়ির চাকা যতক্ষণ ঘুরবে, আপনার টাকাও ততক্ষণ আসতে থাকবে। আর এজন্য উবারে ভাড়া দেয়া গড়ি যদি আপনি নিজে ড্রাইভিং করেন, তাহলে আয়ের পরিমাণ ৭০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। যাইহোক আসুন এবার শুধু গাড়ি ভাড়া দিয়ে কি সপ্তাহে ২০ হাজার টাকা আয় করা সম্ভব তা নিয়ে আলোচনা করা যাক। প্রথমে আপনার প্রতিমাসের বাধ্যতামূলক খরচের তালিকাটা দেখে নিন।
- উবার কোম্পানিকে কমিশন দিতে হবে আপনার আয়ের ২৫% টাকা।
- ড্রাইভারকে বেতন দিতে হবে কমপক্ষে ১৫ হাজার টাকা।
- ড্রাইভারের খাবার এবং গাড়ির গ্যাস খরচ বাবদ প্রতিমাসে কমপক্ষে ৪ হাজার টাকা।
- মেরামত এবং পরিষ্কার খরচ আনুমানিক ১ হাজার টাকা।
এখন আপনি যদি প্রতি সপ্তাহে ২০ হাজার টাকা আয় করেন, তবে মাসে ৮০ হাজার টাকা আসে। তো এই ৮০ হাজার থেকে যদি কমিশনসহ উপরে উল্লেখিত খরচ বাদ দেই, তাহলে আপনার লাভ হয় ৪০ হাজার টাকা। সুতরাং একথা পরিষ্কার উবারে গাড়ি ভাড়া দিয়ে আপনি নিজেই যদি ঐ গাড়ি চালান, তাহলে লাভের পরিমাণ বেশী হবে। লাভ ক্ষতির হিসাব অনেক হল এবার চলুন উবারে গাড়ি ভাড়া দেয়ার নিয়ম কানুন জানা যাক।
উবারে গাড়ি ভাড়া দেয়ার শর্ত
উবারে গাড়ি ভাড়া দিতে হলে, আপনার গাড়ির কিছু শর্ত পূরণ করতে হবে। এসব শর্ত পূরণ করতে না পারলে আপনার গাড়ি উবার গ্রহণ করবে না। প্রথমে জেনে নিন আপনার গাড়ির শর্ত সূমহ?
- গাড়ির মডেলের দিক দিয়ে সর্বনিম্ন ১৯৯১ হতে হবে। আর ২০০৫ এর পরের মডেল হলে উবার সেগুলোকে উবার প্রিমিয়াম হিসাবে ধরে।
- মিনিভান, এসইউভি, হ্যাচব্যাক বা সেডান এই ধরণের গাড়ি উবার গ্রহণ করে থাকে।
- আপনার গাড়িটির রঙ এবং বডি অবশ্যই ভাল থাকতে হবে।
উপরে উল্লেখিত শর্ত পূরণ হলে তারপর আপনার গাড়ির কাগজ-পত্রের দিকে নজর দিতে হবে। প্রথমে বলে রাখা ভাল আপনি নিজে যদি গাড়ি চালাতে চান তবে নিচের কাগজ-পত্রের পাশাপাশি আপনার জাতীয় পরিচয়পত্র এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গাড়ির জন্য প্রয়োজনীয় কাগজ-পত্র গুলো হল:
- গাড়ি রেজিস্ট্রেশনের কাগজ
- ট্যাক্স টোকেন
- ফিটনেস সার্টিফিকেট
- গাড়ির ইনস্যুরেন্স
উবারে গাড়ি ভাড়া দেয়ার নিয়ম
উবারে গাড়ি ভাড়া দিতে হলে তাদের ওয়েবসাইটের সাইন আপে ক্লিক করে কিংবা প্লে-স্টোরে থাকা উবার ড্রাইভার অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য প্রথমে আপনাকে ইমেইল, নাম, ফোন, পাসওয়ার্ড এবং শহরের নাম দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে।
এবার রেজিস্ট্রেশনের দ্বিতীয় ধাপ পূরণ করার জন্য আপনার গাড়ির ব্রান্ড, মডেল এবং লাইসেন্স নাম্বার দিতে হবে। দ্বিতীয় ধাপ শেষ হওয়ার পর পরবর্তীত ধাপে আপনাকে উপরে উল্লেখিত কাগজগুলোর ছবি তুলে আপলোড দিতে হবে।
রেজিস্ট্রেশনের কাজ শেষ, এখন আপনার অ্যাকাউন্টে একজন ড্রাইভারকে রেজিস্ট্রেশন করুন। আর প্রতিমাসে আয় করতে থাকুন। আপনার প্রতি মাসের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এছাড়া আপনি অ্যাপেও প্রতিদিনের হিসাব নিকাশ দেখতে পারবেন।
আরেকটি কথা আপনি গাড়ি ভাড়া দেয়ার এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি উবারের অফিসে গিয়েও করতে পারবেন। তবে তাদের অফিসে গিয়ে করতে গেলে অবশ্যই উপরে উল্লেখিত কাগজ-পত্র এবং আপনার পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে।
উবার অফিসের ঠিকানা
ঠিকানা-১: ১৫৬, কামাল আতা তুর্ক এভিনিউ, ঢাকা-১২১২। ফোন: 01674-286410
ঠিকানা-২: ৩৬, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর-১২, উত্তরা, ঢাকা- ১২৩০। ফোন: 09612-111777
শেষ কথা
উবারে গাড়ি রেজিস্ট্রেশন করার অর্থ এই নয় যে উবার আপনার গাড়ির মালিকানা নিয়ে নিবে। বরং উবারের গাড়ি রেজিস্ট্রেশন করে আপনি আপনার ইচ্ছামতো উবারকে গাড়ি প্রদান করতে পারবেন। দিনে ১ ঘণ্টা কিংবা না দিলেও সমস্যা নেই। উবারে রেজিস্ট্রেশন করার পর গাড়ি না দিলে আপনাকে কোন ফি দিতে হবে না। তাই যদি আপনি ব্যবসা কিংবা ঘরে বসে আয় করার পরিকল্পনা করে থাকেন, সে ক্ষেত্রে উবার আপনার জন্য উত্তম মাধ্যম হতে পারে।
Aminul Islam says
ধন্যবাদ আপনাকে কিভাবে উবারে গাড়ী ভাড়া দিয়ে আয় করব এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করার জন্য। বর্তমানে আমি ভাড়া দিব ও নিব.কমে আমার গাড়ীগুলো ভাড়া দিচ্ছি। তবে, এখন ভাড়া দিব ও নিব.কম এর পাশাপাশি উবারেও ভাড়া দিব বলে ভাবছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ব্যাপারে আমাকে সাহায্য করার জন্য। ভাল থাকবেন এবং এ-রকম হেল্প পোষ্ট নিয়মিত দিয়ে যাবেন।
ওমর ফারুক says
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
Mahbub says
আমি উবারে গাড়ি চালাতে চাই, এই মুহূর্তে আমার ড্রাইভিং লাইসেন্সের কার্ড নাই ,আমার কাছে কার্ড পাওয়ার ডেলিভারি স্লিপ আছে, আমি কি এটা দিয়ে গাড়ি চালাতে পারব? বর্তমানে বিআইটি তে কোন ধরনের ড্রাইভিং কার্ড নাই, জানালে অনেক উপকৃত হব।
টি আই অন্তর says
উবার সম্পর্কিত প্রশ্নের জন্যে আপনাকে ধন্যবাদ, মাহবুব। আপনি এখনো লাইসেন্স পান নাই, কিন্তু পাবেন। ডেলিভারি স্লিপ প্রমাণ করে না যে, আপনি একজন দক্ষ ড্রাইভার। আপনি ড্রাইভিং শিখেছেন এবং লাইসেন্সের জন্যে আবেদন করেছেন আর সেটা গৃহীতও হয়েছে। সুতরাং, আমরা মনে করি আপনার লাইসেন্স পাওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিৎ। তবে, আপনার প্রশ্নের উত্তরের জন্যে আপনি একটা কাজ করতে পারেন। এই লেখায় উবারের দুইটা ঠিকানা এবং ফোন নাম্বার দেয়া আছে। আপনি যে কোনও নাম্বারে ফোন করে আপনার প্রশ্নটি রাখতে পারেন। আশা করি, তারা আপনার প্রশ্নের জবাব দেবেন এবং আপনার কৌতুহলও মিটবে।
mostKim says
ভাই, উবার বা পাঠাও-তে কি suzuki alto800 গাড়িটি ভাড়া দেওয়া যাবে?
Md Moslem Uddin says
ভাইয়া, আমার তো ডাইভিং লাইসেন্স আছে। কিন্তু আমার তো গাড়ি নাই। এখন কি আমি উবারে গাড়ি চালাতে পারবো? তাহলে, সেইটা কিভাবে করবো আমাকে যদি একটু জানান উপকৃত হব।
টি আই অন্তর says
জানার আগ্রহের জন্যে ধন্যবাদ, মো: মোসলেম উদ্দিন।
যাদের গাড়ি আছে, তারা যেমন উবারে ড্রাইভার হিসেবে জয়েন করতে পারেন, তেমনি যাদের গাড়ি নেই, তারা পারেন। জেনে নিন কিভাবে গাড়ি ছাড়া কিভাবে উবারে ড্রাইভার হবেন। লেখাটিতে রেজিস্ট্রেশন ফরমও দেয়া আছে। উবারের অ্যাপ লিংকও আছে।
Md leton sk says
আমি মাসিকভাবে উবারে গাড়ি নিতে চাই, কাগজ পত্র সবই আছে, কিভাবে নিবো একটু বলবেন, প্লিজ?
টি আই অন্তর says
ধন্যবাদ, লিটন। আপনাকে উবারে সাইট আপ করতে হবে। এই লেখাটিতেই উবারে সাইনআপ করার লিংক দেয়া আছে, সেটিতে গিয়ে সাইন আপ করে নিন। এছাড়াও, আপনি প্লে স্টোর থেকে Uber Driver অ্যাপটি ডাউনলোড করে নিয়ে সেটাতেই সাইনআপ করতে পারেন। অথবা, 01674-286410 নাম্বারে কল করে উবার কতৃপক্ষের সঙ্গে কথা বলতে পারেন।
Mohammad KAMAL Uddin says
আমার কার আছে এবং ড্রাইভিং লাইসেন্সও আছে। আমি চট্টগ্রামে উবারে কার দিয়ে নিজেই ড্রাইভিং করতে চাই, কিভাবে করবো, জানাবেন প্লিজ।
Anik Islam says
আমার ১৯৯৮ মডেলের একটি স্টারলেট কেরেট আছে। এটি দিয়ে আমি উবারে ড্রাইভার হিসেবে জয়েন করতে চাই, আমি কি জয়েন করতে পারবো?
Anik Islam says
আমার গাড়ির মডেল টয়োটা স্টারলেট কেরেট ১৯৯৮। আমি কি আমার এই মডেল দিয়ে উবারে গাড়ি চালাতে পারবো?
টি আই অন্তর says
আমাদের এই লেখাটিতে উবার কতৃপক্ষের সঙ্গে যোগাযোগের ঠিকানা ও ফোন নাম্বার দেয়া আছে, দয়া করে তাদের সাথে কথা বলুন। আশা করি, এই গাড়ি দিয়ে আপনি তাদের সাথে কাজ করতে পারবেন। তবু, আগে কথা বলে নিশ্চিত হয়ে নিন।