কম্পিউটার ব্যবহারকারী কিন্তু উইন্ডোজ ব্যবহার করেনি এমন মানুষ পাওয়া দুষ্কর। আর উইন্ডোজের লেটেস্ট ভার্সন হল উইন্ডোজ ১০। মাইক্রোসফট উইন্ডোজ ১০ বের করার পর অফিশিয়ালি ঘোষণা দিয়েছে তারা আর কোন উইন্ডোজ সংস্করণ বের করবে না। তবে প্রতি ৬ মাস অন্তর অন্তর তারা এই উইন্ডোজ ১০ এ ফিচার আপডেট তথা নতুন নতুন ফিচার যোগ করবে। করেছেও তাই, এফ্রিলে যোগ করা উইন্ডোজ ১০ আপডেটের নতুন ফিচার সম্পর্কে আপনাকে জানানোই এই লেখার মূল উদ্দেশ্য।
২০১৯ এর এপ্রিলে উইন্ডোজ নতুন ফিচার আপডেট নিয়ে আসছে। প্রযুক্তি প্রেমীরা সাধারণত এই আপডেটের জন্য উন্মুখ হয়ে বসে থাকে। নতুন নতুন ফিচারের স্বাদ নেয়ার জন্য। আনন্দের ব্যাপার হল উইন্ডোজের এই এপ্রিল আপডেট তাদেরকে হতাশ করবে না আশা করি।
তবে চলুন কথা না বাড়িয়ে উইন্ডোজের নতুন ফিচার সম্পর্কে একটু পরিচিতি দেয়া যাক।
উইন্ডোজ ১০ আপডেটের নতুন ফিচার
লাইট থিম
ব্যবহারকারীদের অনুরোধে উইন্ডোজে লাইট থিম ফিচারটি যোগ করা হয়েছে। যেখানে অনন্য সব সফটওয়্যার কোম্পানিগুলো ডার্ক থিমের দিকে নজর দিচ্ছে, তখন উইন্ডোজ স্রোতের বিপরীতে গিয়ে লাইট থিম নিয়ে এসেছে। এর মানে এই নয় যে লাইট থিমে কেবল টাস্ক বার আর স্টার্ট মেনু পরিবর্তন হবে বরং পরিবর্তন হবে আইকন সহ।
ব্যবহারকারীরা চাইলে সেটিংস অ্যাপ থেকে নিজের মত করে পরিবর্তন করতে পারবে এবং আগের থিমেও ফিরে যেতে পারবে।
উইন্ডোজ স্যান্ডবক্স
উইন্ডোজ তাদের এই নতুন আপডেটে চমৎকার যে ফিচারটি যোগ করেছে তা হল লাইট ওয়েট ডেস্কটপ এনভায়রনমেন্ট ফিচার। যার মাধ্যমে আপনি নিরাপদে যেকোন সফটওয়্যার রান করতে পারবেন এবং এর ফলে আপনার কম্পিউটারের কোন ফাইল ম্যালওয়্যার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না।
স্যান্ডবক্স ব্যবহারের নিয়ম
Settings > Apps > Apps & Features > Programs and Features > Turn Windows Features on or off এবং তারপর Windows Sandbox মার্ক দিয়ে OK করুন।
এরপর Start মেনু থেকে স্যান্ডবক্স ওপেন করে ব্যবহার করুন।
আপডেটের জন্য স্টোরেজ সংরক্ষণ
উইন্ডোজের আপডেট ফেল হয় যদি নির্দিষ্ট পরিমাণ জায়গা না থাকে। তাই উইন্ডোজ তাদের নতুন এই আপডেটে ৭ জিবি জায়গা আলাদা সংরক্ষণ থাকবে। স্বাভাবিক সময় এখানে অস্থায়ী সিস্টেম ফাইল বা ক্যাশ জমা থাকবে যখন আপডেটের জন্য জায়গার প্রয়োজন হবে তখন তা রিমোভ করে নিবে। অর্থ্যৎ আপনার আর কোন কষ্ট করতে হবে না।
স্পিড বৃদ্ধি
উইন্ডোজ আগের থেকে আরও বেশী ফাস্ট হয়েছে। কেননা তাদের এই আপডেটে যেসব প্রোগ্রাম অনেক বেশী সিপিউ ব্যবহার করে তাদের কার্যক্রম অপটিমাইজ করে দিবে। ফলে আপনার পিসি আগের থেকে অনেক বেশী ফাস্ট হবে। তারপরও আপনি চাইলে উইন্ডোজ ১০ এর স্পিড বাড়ানোর সহজ ১০টি উপায় দেখে নিতে পারেন।
আপডেট বন্ধ রাখার ফিচার
যারা সাধারণত মডেমে ইন্টারনেট ব্যবহার করে তাদের ব্যান্ডউইথ বাঁচানো অনেক বেশী জরুরি হয়ে পড়ে। তাই তাদের কথা মাথায় রেখে উইন্ডোজ তাদের এই নতুন আপডেটে অটো আপডেট বন্ধ রাখার ফিচার যোগ করেছে। আর উইন্ডোজ ১০ এর অটো আপডেট বন্ধ করার ৩টি সহজ উপায় তো আপনার আগে থেকেই জানা রয়েছে।
স্টার্ট মেনুর উন্নতি
উইন্ডোজ তাদের স্টার্ট মেনুকে আগের থেকে আরও বেশী সুন্দর এবং সিম্পল করেছে। আগে যেমন অনেক অপ্রয়োজনীয় অ্যাপ বা গেমস ছিল এখন তা আর থাকবে না এবং এটা এক কলাম হয়ে যাবে।
সার্চ বার এবং কর্টনার উন্নতি
আগে সার্চ এবং কর্টনা আইকন একসাথে ছিল কিন্তু এই আপডেটে এটা আলাদা করে দেয়া হয়েছে। এই আপডেটে আপনি সার্চ বার এবং কর্টনাকে আলাদা আলাদাভাবে পাবেন।
উইন্ডোজের দাবি এর ফলে ব্যবহারকারীদের আগের থেকে আরও ভাল সার্চ অভিজ্ঞতা হবে। কেননা নতুন এই আপডেটে আপনি এই সার্চ বার থেকে পিসির সকল ধরনের ফাইল খুঁজে পাবেন। বোনাস হিসেবে উইন্ডেজ ১০ এ এম্পটি ফোল্ডার খোঁজার উপায়টি দেখে নিতে পারেন। জেনে আনন্দিত হবেন যে স্টার্ট মেনুর সার্চ বার এখন আগের থেকে আরও বেশী উপকারী হয়ে উঠবে।
নোটপ্যাড উন্নতি
উইন্ডোজের ছোট একটি সফটওয়্যার নোটপ্যাড, কিন্তু এটা বেশ উপকারী। অবাক করা ব্যাপার হলো এই আপডেটেও উইন্ডোজ নোটপ্যাডের ব্যাপক উন্নয়ন করেছে। নোটপ্যাডের ইনকোডিং এ পরিবর্তন এনেছে। এছাড়া এর টাইটেল বার আগের থেকে আরও বেশী আকর্ষণীয় করে তোলা হয়েছে। যোগ করা হয়েছে ইমোজি সুবিধা। সর্বোপরি নোটপ্যাডে এখন আপনি ২৬০ শব্দেও ফাইল সেভ করতে পারবেন।
একনজরে আরও কিছু ফিচার
- রিসেট, রিস্টার্ট এবং পিসি অফ করার নতুন ডিজাইন যোগ করা হয়েছে।
- সার্চ ইনডেক্সকে আরও উন্নত করা হয়েছে ফলে সার্চ ফলাফল আরও দ্রুত পাওয়া যাবে।
- অ্যাকশন তথা নোটিফিকেশন সেন্টারের ডিজাইন আরও উন্নত করা হয়েছে।
- ফাইল ম্যানেজার এবং টাস্ক ম্যানেজারের মধ্যে নতুন বেশ কিছু ডিজাইন যোগ করা হয়েছে।
- ক্লিপ বোর্ড হিস্টোরির ডিজাইন আরও সুন্দর করা হয়েছে।
- ফন্ট সেটিংসকে উন্নত করা হয়েছে।
- উইন্ডোজের ডিফল্ট অ্যাপগুলোর অনেক সমস্যা সমাধান করা হয়েছে এবং অ্যাপগুলোর আপডেট দেয়া হয়েছে।
- মাউসের কার্সারের রং এবং সাইজ পরিবর্তন করা যাবে। এছাড়া টাচ কিবোর্ড আর সুন্দর করে ডিজাইন করা হয়েছে।
- ব্রাইটনেস এবং টাস্ক বারে আপডেট আইকন যোগ করা হয়েছে।
- পাওয়ার শেলের ডিজাইন সুন্দর করা হয়েছে। জুম ইন এবং জুম আউট করার ফিচার যোগ করা হয়েছে।
- সেটিংস মেনুকে রি-ডিজাইন করা হয়েছে। অটো ট্রাবলশুটিং এ এখন আরও নিখুঁত সমাধান দিতে সক্ষম হবে।
শেষ কথা
উপরের লেখাটি পড়ে নিশ্চই বুঝতে পারছেন উইন্ডোজ তাদের এই নতুন আপডেটে অনেক কিছু যোগ করেছে। তবে এখানে সবগুলো ফিচার নিয়ে আলাপ করা সম্ভব হয়নি। কেননা তাদের এই আপডেটে তারা অসংখ্য ফিচার যোগ করেছে। যাই হোক এই আপডেট ব্যবহারকারীরা এপ্রিলের মাঝের দিক পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply