পূর্বের সকল অপারেটিং সিস্টেমকে পেছনে ফেলে কম্পিউটার জগৎ দখল করে নিয়েছে উইন্ডোজ ১০। বর্তমানে প্রায় ১০০ কোটি কম্পিউটারে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ১০ ব্যবহৃত হচ্ছে। অন্যান্য অপারেটিং সিস্টেমের চেয়ে এটিতে রয়েছে অনেক বেশি ফিচার। যেমন-
- Fast startup বা দ্রুত চালু হওয়া।
- উন্নত মানের সফটওয়্যার ও ডিভাইস ইকো সিস্টেম।
- ফটো, ভিডিও এবং মিক্সড্ রিয়েলিটি টুলস।
- অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপস্ এর সঙ্গে টাই-ইনস্।
- ফেইস লগ-ইন।
- টাচ-স্ক্রিণ সাপোর্ট।
- উন্নত গেমিং সিস্টেম, ইত্যাদি।
এগুলো ছাড়াও উইন্ডোজ ১০ এর ১০টি বিশেষ সুবিধা রয়েছে যার কারণে বিশ্বব্যাপী এই অপারেটিং সিস্টেমটির চাহিদা দিন দিনই বাড়ছে। তবে, সবাই এই অপারেটিং সিস্টেমটির একই ভার্সণ ব্যবহার করছেন না। এটির বিভিন্ন ভার্সণ রয়েছে। আসুন, জানি সেগুলো কি কি-
উইন্ডোজ ১০ এর বিভিন্ন ভার্সণ পরিচিত
২০১৪ সালের অক্টোবর মাসের ১ তারিখে সর্ব প্রথম উইন্ডোজ ১০ রিলিজ দেয়া হয়। এরপর একে একে এর ৭টি ভার্সণ রিলিজ হয়। প্রতিটি ভার্সণেরই রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য। আসুন, ভার্সণগুলো সম্পর্কে জানি-
- উইন্ডোজ ১০ হোম
- উইন্ডোজ ১০ প্রো
- উইন্ডোজ ১০ এন্টারপ্রাইজ
- উইন্ডোজ ১০ মোবাইল
- উইন্ডোজ ১০ মোবাইল এন্টারপ্রাইজ
- উইন্ডোজ ১০ এডুকেশন
- উইন্ডোজ ১০ লট কোর
উইন্ডোজ ১০ হোম: এটি উইন্ডোজ ১০ এর বেসিক কম্পিউটার ভার্সণ।
উইন্ডোজ ১০ প্রো: এই ভার্সণে রয়েছে টাচ ফিচার। এছাড়া, এই ভার্সণটি একই সাথে ল্যাপটপ ও ট্যাবলেটের কম্বিনেশনে তৈরি।
উইন্ডোজ ১০ এন্টারপ্রাইজ: এই ভার্সণে রয়েছে এক্সট্রা ম্যানেজমেন্ট ফিচার।
উইন্ডোজ ১০ মোবাইল: বুঝতেই পারছেন এই ভার্সণটি মোবাইলের জন্যে। এটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় অপারেটিং সিস্টেমের স্মার্টফোনেই ব্যবহার করা যাবে।
উইন্ডোজ ১০ মোবাইল এন্টারপ্রাইজ: এই ভার্সণটি মোবাইলের জন্যই, তবে এটিতে যোগ করা হয়েছে আরো অনেক ম্যানেজমেন্ট ফিচার।
উইন্ডোজ ১০ এডুকেশন: এই ভার্সণটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্যে অপটিমাউজ করা।
উইন্ডোজ ১০ লট কোর: এই ভার্সণটি রোবোট ও স্মার্ট সেন্সরের জন্যে তৈরি।
উইন্ডোজ ১০ এর উপরোক্ত সকল ভার্সণের বেসিকই কিন্তু এক। পার্থক্য কেবল কিছু ফিচারে। তবে, প্রতিটি ভার্সণেই কিছু কমোন ফিচার রয়েছে। যেমন-
- মাইক্রোসফট্ এজ ব্রাউজার।
- ডিজিটাল অ্যাসিসটেন্ট – কর্টানা।
- উইন্ডোজ হ্যালো লগ-ইন সিস্টেম, ইত্যাদি।
আর প্রতিটি ভার্সণই উইন্ডোজ এক্সপি, ৭ ও ৮ থেকে সম্পূর্ণ আলাদা। কাজেই, আজই উইন্ডোজ ১০-এ আপগ্রেড হতে পারেন।
nirob islam says
উইন্ডোজ ১০ বলতে সবাই উইন্ডোজ ১০ই বোঝে। এর যে অনেকগুলো ভার্সণ আছে তা অনেকেই জানে না। উইন্ডোজ ১০ এর সবগুলো ভার্সণ সম্পর্কে জানানোর জন্যে ধন্যবাদ।