অনেকেই উইন্ডোজ ১০ এর দাম জানতে চান। কারণ, উইন্ডোজ ছাড়া কম্পিউটার অচল। কম্পিউটার সচল করার এটিই অন্যতম সেরা সফটওয়্যার। ২০১৫ সালের আগ পর্যন্ত সবাই উইন্ডোজ ৭ কিংবা ৮ ব্যবহার করতো। মূলত, উইন্ডোজ ৭ দিয়েই সারা জীবন কম্পিউটার চালিয়েছে মানুষ।
পরবর্তীতে ২০১২ সালে যখন উইন্ডোজ ৮ রিলিজ হয়, তখন অনেকেই কিছুদিন ব্যবহার করে এই ভার্সণটি ছুঁড়ে ফেলে আবার ৭-এ ফিরে যায়। কারণ, উইন্ডোজ ৮-এর ফিচার ও ফাংশন অনেকের কাছেই কিছুটা জটিল মনে হয়। আবার, ২০১৩ সালে যখন উইন্ডোজ ৮.১ আসে, তখন আবার কেউ কেউ ৭ ছেড়ে ৮-এ ফিরে আসে।
কিন্তু ২০১৫ সালে জুলাই মাসে মাইক্রোসফট্ যখন উইন্ডোজ ১০ রিলিজ দেয়, তখন কম্পিউটার ব্যবহারকারীরা এক অন্যরকম অভিজ্ঞতার মুখোমুখি হয়। কিছু ব্যবহারকারীর কাছে প্রথম দিকে এটি খুবই এলোমেলো লাগে। তবে, ধীরে ধীরে সবার কাছেই এটি ভাল লাগতে শুরু করে। কারণ, উইন্ডোজ ১০ ব্যবহারের ১০ সুবিধা রয়েছে।
আমাদের দেশের মানুষের যেহেতু সফটওয়্যার কিনে ব্যবহারের অভ্যেশ নেই, তাই ক্র্যাক বের হওয়ার আগ পর্যন্ত অনেকেই উইন্ডোজ ১০ ব্যবহারের অভিজ্ঞতা নিতে পারেনি। ক্র্যাক আসার পর, অনেকে ব্যবহার করতে শুরু করলেও নানা রকম ঝামেলায় পড়ে আসল উইন্ডোজ ব্যবহারের চিন্তা শুরু করে।
অনেকেই এখন ক্রেডিট কার্ড দিয়ে আসল উইন্ডোজ কিনে ব্যবহার করছেন। যাদের ক্রেডিট কার্ড নেই, তারা আত্মীয়-স্বজনের কার্ড ব্যবহার করে কিনছেন। যারা এখনো কিনেননি, তাদের মনে প্রশ্ন আসতেই পারে যে, উইন্ডোজ ১০-এর দাম কত? আসুন, আজ সেটাই জানা যাক-
উইন্ডোজ ১০ এর দাম
- Windows 10 Home ——- ১৩৯ ডলার ——- ১১৬০০ (প্রায়)
- Windows 10 Pro ——- ১৯৯ ডলার ——- ১৬৭০০ (প্রায়)
- Windows 10 Pro for Workstations ——- ৩০৯ ডলার ——- ২৫৯০০ (প্রায়)
উইন্ডোজ ১০ এর আরো কিছু ভার্সণ রয়েছে যা আগে আলাদাভাবে বিবেচিত হতো। এখন, বাকী ভার্সণগুলোর সবগুলোকে Windows 10 Pro for Workstations এর আওতাভূক্ত করে ফেলা হয়েছে। ফলে, আপনি যদি এই ভার্সণটি ক্রয় করেন, তবে সবগুলোই পেয়ে যাবেন একসাথে। আর অরিজিনাল উইন্ডোজ ব্যবহারের যে কি মজা তা আপনি হয়তো কখনোই বুঝতে পারবেন না, যতক্ষণ না আপনি নিজে ব্যবহার করছেন।
কিন্তু টাকার অংক দেখে তো আপনার মাথা নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে নিশ্চয়ই। কারণ, যেখানে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন, সেখানে কেন এত টাকা দিয়ে কিনে ব্যবহার করবেন! খুবই স্বাভাবিক প্রশ্ন। কিন্তু কখনো কি ভেবেছেন, ফ্রিতে আলকাতরা পাওয়া গেলেও বুদ্ধিমান লোক সেটা তার জামাতে ভরে বাসায় নিয়ে আসবে না!
আসলে ভাই, কোন ফ্রি জিনিসই সব সময়ের জন্যে এবং সব কাজের জন্যে ভাল না। আর যে কম্পিউটারটি দিয়ে আপনি ছোট বড় অনেক প্রয়োজনীয় কাজ করবেন, সেটা ফ্রি না ব্যবহার করাই উত্তম। তবে, এত দাম দেখে আবার ভয় পেয়ে যাওয়ার কোনও কারণ নেই। কেননা, আপনি নিজেই উইন্ডোজ ডাউনলোড করে ডিভিডি বা ইউএসবি তৈরি করতে পারবেন।
তাছাড়া, এখনকার সময়ে ল্যাপটপ কিনলে প্রায় প্রতিটি কোম্পানীই অরিজিনাল উইন্ডোজ ১০ দিয়ে দেয়।
Leave a Reply