কম্পিউটারের সাথে উইন্ডোজ শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। উইন্ডোজ হল কম্পিউটারের অপারেটিং সিস্টেম। কম্পিউটারের যন্ত্রকে তো আর আমরা সরাসরি আদেশ দিতে পারবো না, এই যন্ত্র ইন্টারনেট ব্রাউজার ওপেন কর? কিন্তু অপারেটিং সিস্টেম এই কাজটি করতে পারে। উইন্ডোজ অপারেটিং ছাড়া ম্যাক এবং লিনাক্সের হাজার খানেক ডিস্ট্রো রয়েছে। জনপ্রিয় কিছু লিনাক্ম ডিস্ট্রোর নাম দেখে নিতে পারেন।
যাই হোক উইন্ডোজ ব্যবহারকারীদের নিকট ব্যবহৃত একটি অতি পরিচিত শব্দ রেজিস্ট্রি। ইতোমধ্যে অনেকে হয়তো এর নাম শোনার পাশাপাশি ব্যবহার করেছেন। তবে যারা শুনেননি বা শুনলেও এ সম্পর্কে বিস্তারিত জানেন না তাদের জন্য এই আর্টিকেল। এছাড়া রেজিস্ট্রি পরিষ্কার করা প্রয়োজন আছে কিনা এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
উইন্ডোজ রেজিস্ট্রি
উইন্ডোজ রেজিস্ট্রি কি
আমাদের বাস্তব জীবনে জমি রেজিস্ট্রি, দলিল রেজিস্ট্রি কিংবা বিবাহ রেজিস্ট্রির মত উইন্ডোজ রেজিস্ট্রি। উইন্ডোজ রেজিস্ট্রিতে আপনার কম্পিউটারের হার্ডওয়্যার ডিভাইস, অপারেটিং সিস্টেম কনফিগারেশন, সফটওয়্যার তথ্য, আপনার পছন্দ এবং সেটিংস সহ আরও অনেক কিছু সংরক্ষণ করতে ব্যবহার করা হয়।
বলা বাহুল্য এটি আপনার অপারেটিং সিস্টেমের একটি অবিচ্ছেদ্য এবং সূক্ষ্ম উপাদান।
উদাহরণস্বরূপ, যখন একটি সফটওয়্যার ইনস্টল করা হয়, তখন সফটওয়্যারটির অবস্থান, কীভাবে সফটওয়্যারটি চালু হবে, এর সেটিংস সহ সমস্ত তথ্য এই রেজিস্ট্রিতে যোগ করা হয়।
বি.দ্র: প্রতিটি সফটওয়্যার তার তথ্য সংরক্ষণের জন্য উইন্ডোজ রেজিস্ট্রি ব্যবহার করবে ব্যাপারটা এমন নয়। তারা রেজিস্ট্রিয়ের পরিবর্তে XML ফাইল তৈরি করে তার মধ্যে তাদের কনফিগারেশনগুলি সংরক্ষণ করতে পারে।
সাধারণত পোর্টেবল সফটওয়্যারগুলো রেজিস্ট্রি ব্যবহার না করে তাদের নিজেদের ফোল্ডারের মধ্যে XML ফাইল তৈরি করে তথ্য সংরক্ষণ করে।
রেজিস্ট্রির কাজ
- রেজিস্ট্রি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য DNA হিসাবে কাজ করে।
- এটি অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যার, ইউজার প্রোফাইল এবং সফটওয়্যারের সকল কনফিগারেশন ও সেটিংস সংরক্ষণ করে।
- এটা তথ্য সংরক্ষণের একটি ডাটাবেস।
- সফটওয়্যার আনইন্সটল করলেও রেজিস্ট্রি থেকে তার তথ্য মুছে যায় না। তাই এটা ভবিষ্যৎ রেফারেন্স হিসাবে কাজ করে।
- হার্ডওয়্যার পরিবর্তণ এবং সফটওয়্যার আপগ্রেড করার পরে রেজিস্ট্রি সাথে পুনরায় যুক্ত হতে পারে।
রেজিস্ট্রি কিভাবে বের করতে হয়
পদ্ধতি ১:
- আপনার উইন্ডোজ পিসির সার্চ বক্সে লিখুন regedit।
- Regedit আসলে তা ওপেন করুন।
পদ্ধতি ২:
- কি-বোর্ড থেকে CTRL+R এ ক্লিক করুন।
- তারপর ইনপুট বক্সে regedit লিখে OK অথবা Enter চাপুন।
রেজিস্ট্রি কি পরিষ্কার করা উচিৎ?
এতক্ষণ আমরা রেজিস্ট্রি সম্পর্কে জানলাম। সফটওয়্যার আনইন্সটল করলেও তার তথ্য রেজিস্ট্রিতে জমা থাকে। এটা নিয়ে ইতোমধ্যে আপনার মাথায় চিন্তা আসছে, এগুলো কি পরিষ্কার করা যায় অথবা পরিষ্কার করলে কি কোন লাভ আছে?
আসলে পুরানো সফটওয়্যার বা অপ্রয়োজনীয় রেজিস্ট্রি থাকলে আপনার পিসির পারফরম্যান্স তেমন কোন প্রভাব পড়বে না। ব্লোটওয়্যার, ডিস্ক স্টোরেজ স্পেস খালি করার দ্বারা আপনার পিসির পারফরম্যান্স বাড়লেও রেজিস্ট্রি পরিষ্কারের তেমন কোন কাজ করে না। আপনি চাইলে পিসি ফাস্ট করার উপায় সূমহ জেনে নিন নিতে পারেন।
রেজিস্ট্রিতে জমে থাকা তথ্যের সাইজ অতিসামন্য। এসব রেজিস্ট্রির সাইজ কয়েক বাইট বা কেবির মত। আসলে আপনি বুঝতেই পারছেন এগুলো আপনার পিসির জায়গা পূরণ কিংবা স্লো করতে খুব একটা ভূমিকা রাখে না। আর রেজিস্ট্রি পরিষ্কার করার দ্বারা আপনি খুব বেশী সুবিধাও পাবেন না। তাই অযথা রেজিস্ট্রি ক্লিনার সফটওয়্যার ব্যবহার করে সময় এবং পিসির জায়গা নষ্ট করে লাভ নেই।
রেজিস্ট্রি পরিষ্কার করার উপায়
যদি কোন কারণে আপনার রেজিস্ট্রি পরিষ্কার করতে চান, তবে অনলাইনে এবং আপনার কাছে বিভিন্ন উপায় রয়েছে। রেজিস্ট্রি পরিষ্কার করার আগে সাবধান থাকতে হবে। ভুল করে যদি রেজিস্ট্রির কোন অংশ ডিলিট করে ফেলেন, তবে সমস্যা হতে পারে। তাই রেজিস্ট্রি পরিষ্কার করার পূর্বে এর ব্যাকআপ রেখে দিন, যাতে পরে সমস্যা হলেও আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারেন।
পূর্বে বলা হয়েছে রেজিস্ট্রি পরিষ্কার করার কোন কার্যকর সুবিধা নেই, আবার পরিষ্কার করলেও কোনো ক্ষতি নেই।
অনলাইনে রেজিস্ট্রি ক্লিনের অনেক সফটওয়্যার রয়েছে, সেগুলো থেকে বেশ কিছু সফটওয়্যারের নাম দেয়া হল: CCleaner, Auslogics, Wisecleaner, Jetclean, Registry, Amltools, Ecleaner ইত্যাদি।
সফটওয়্যার ব্যতীত ম্যানুয়ালি রেজিস্ট্রি পরিষ্কার করা যায়। এজন্য আপনাকে রেজিস্ট্রিতে প্রবেশ করতে হবে তারপর আপনার কাঙ্ক্ষিত লোকেশনে গিয়ে ফোল্ডারটি ডিলিট করে দিলেই হবে।
শেষ কথা
উপরের লেখাটি পড়ে আশাকরি রেজিস্ট্রি সম্পর্কে ধারণা হয়ে গেছে। রেজিস্ট্রি নিয়ে আপনার কোন বিষয় জানা থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। রেজিস্ট্রি পরিষ্কার করার জন্য আপনি কোন পদ্ধতি ব্যবহার করে তাও জানাতে পারেন।
Leave a Reply