বর্তমান ইন্টারনেট জগতে নিরাপদ থাকাটা কিছুটা চ্যালেঞ্জিং বলা চলে। কেননা এখন অনেক কিছুই ঘটছে যা আপনার নিরাপত্তাকে মুহূর্তেই হুমকির মুখে ঠেলে দিতে পারে।
আর তাই আপনাকে আপনার নিরাপত্তা সমন্ধে সতর্ক হতে হবে। কিন্তু ঘাবড়াবেন না, এর জন্য আপনাকে মাসে ৩০০ ডলার দিয়ে এন্টী-ভাইরাস কিনতে হবে না।
আপনি যদি একজন উইন্ডোজ ব্যবহারকারী হয়ে থাকেন, তবে উইন্ডোজ এর সাথেই আপনার জন্য একটি এন্টি-ভাইরাস দিয়ে দেয়া হয়েছে। আর এই এন্টি-ভাইরাসটির নাম হলো উইন্ডোজ ডিফেন্ডার।
আজকের আলোচনায় উইন্ডোজ ডিফেন্ডার কি? কিভাবে ব্যবহার করবেন তা নিয়ে বলব। চলুন জেনে আসি-
উইন্ডোজ ডিফেন্ডার কি?
উইন্ডোজ ডিফেন্ডার হলো কম্পিউটারের জন্যে ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার। এটি উইন্ডোজের এমন একটি সফটওয়্যার যা আপনাকে ম্যালওয়্যার, স্পাইওয়্যার ও বিভিন্ন ধরনের ভাইরাস থেকে সুরক্ষা প্রদান করে থাকে। মূলত মাইক্রোসফট কর্তৃপক্ষ এটি তৈরি করেছে যা আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে পুরোপুরিভাবে সুরক্ষা দিতে সক্ষম।
উইন্ডোজ ডিফেন্ডার সফটওয়্যারটি ২০০৬ সালে মুক্তি লাভ করে Windows Vista এর সাথে। এরপর আস্তে আস্তে তা উইন্ডোজ এর সব ভার্শনেই যুক্ত করা হয় এবং এখন তা পুরোপুরিভাবেই উইন্ডোজের সব ভার্সণেই ফ্রি।
আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করলেই উইন্ডোজ ডিফেন্ডার ব্যবহার করতে পারবেন। এর জন্য আলাদা কোনো চার্জ বা ফি দিতে হবে না।
আর ফ্রি বলে ভাববেন না এটি আপনার সুরক্ষা দিতে পারবে না। ফ্রি হলেও এটি বাদ বাকি সব এন্টি-ভাইরাসের চেয়েও ভালো সুরক্ষা দেয়ার অঙ্গীকার রাখে। তো কোনো রকম চিন্তা ছাড়াই এটি ব্যবহার করতে পারেন।
এখন অনেকেরই প্রশ্ন জাগতে পারে-
উইন্ডোজ ডিফেন্ডার আমার অপারেটিং সিস্টেমে আছে কিন্তু চালু করব কিভাবে?
হ্যাঁ তা নিয়েই আমাদের পরবর্তী আলোচনা, সেজন্য সাথেই থাকুন-
কিভাবে চালু বা বন্ধ করবেন ?
আপনি যদি উইন্ডোজ ১০ বা ৮ ব্যবহার করে থাকেন, তবে আগে থেকেই উইন্ডোজ ডিফেন্ডার ইন্সটল হয়ে আছৈ। আর তা চেক করার জন্য আপনি টাস্কবারের Show Hidden Icons অপশনটিতে ক্লিক করে দেখে নিতে পারেন।
মাঝে মাঝে তো বিভিন্ন ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করতে হয়, তখন কিভাবে অফ করব?
হ্যাঁ, মাঝে মাঝে দেখা যায় কোনো কারণে উইন্ডোজ ডিফেন্ডার অফ করার প্রয়োজন পড়ে। কারণ, আমাদের অনেক প্রয়োজনীয় সফটওয়্যার এর ক্রাক ভার্শন আমাদের ব্যবহার করতে হয়। তখন দেখা যায় উইন্ডোজ ডিফেন্ডার এটাকে ভাইরাস হিসাবে চিহ্নিত করে। ফলে, ইন্সটল করা যায় না। তখন কি করবেন? সেক্ষেত্রে নিচের স্টেপগুলো অনুসরণ করুন-
- শুরুতেই উইন্ডোজ বাটনে ক্লিক করে Settings অপশনটি সিলেক্ট করে নিন।
- এরপর Update and Security অপশনটিতে ক্লিক করুন।
- Update and Security Option এ প্রবেশের পর অপশনে ক্লিক করুন।
- এরপর Virus nad Threat Protection অপশনে ক্লিক করুন ।
- Real Time Protection অপশনে ক্লিক করে Turn Off করুন।
এভাবে সাময়িক সময়ের আপনি খুব সহজেই আপনার উইন্ডোজ ডিফেন্ডারটি অফ রাখতে পারেন। কিন্তু মনে করে ইনস্টল করার পরেই এটি আবার অন করে রাখবেন আপনার সুরক্ষার জন্য।
এই স্টেপগুলো যদি আপনার ক্ষেত্রে কাজ না করে, তখন কি করবেন? সেক্ষেত্রে Windows Defender অন করতে নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন-
- প্রথমেই আপনার Control Panel এ চলে যান ।
- সেখান থেকে Security and Maintainence অপশনে ক্লিক করুন।
- এরপর Security অপশনে ক্লিক করে চলে যান View installed antivirus apps অপশনে।
- সেখান থেকে উইন্ডোজ ডিফেন্ডার সিলেক্ট করুন এবং অন করে দিন।
আর ঠিক এভাবেই আপনি আপনার Windows Defender অন কিংবা অফ করতে পারেন নিমেষের মধ্যেই।
Leave a Reply