প্রায়ই আমাদের ইমো চ্যাট হিস্ট্রি ডিলিট করার প্রয়োজন পড়ে। কারণ, এটি আমাদের ইমোকে জাম্বল করে রাখে। তার উপর, অনেক সময় আমাদের বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজন কিংবা খুব ক্লোজ কেউ ফোন নিয়ে ঘাটাঘাটি করতে পারে। আমরা চাই না, আমাদের চ্যাটে থাকা কথাগুলো তারা দেখে ফেলুক।
ইমো একটি ইনস্টান্ট ম্যাসেজিং অ্যাপ যা অ্যান্ড্রয়েড, আইওএস ও ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেমে চলে। লো ব্যান্ডউইথ নিয়ে হাই কোয়ালিটি ভিডিও কলিং এর জন্যে ইমো সারা বিশ্বেই বিখ্যাত। তবু, এমন কিছু দেশ রয়েছে যেগুলোতে ইমো ব্যানড্ করা হয়েছে। যাইহোক, সেটা আমাদের প্রসঙ্গ নয়, আমরা কথা বলবো চ্যাট হিস্ট্রি নিয়ে।
ইমোর একটি রিমোর্ট সার্ভার রয়েছে যেখানে আমাদের চ্যাট ইতিহাস রেকর্ড করে রাখা হয়। আমরা যদি আমাদের স্মার্টফোন থেকে ইমো অ্যাপটি ডিলিটও করে দেই, তবু তাদের সার্ভারে আমাদের চ্যাট হিস্ট্রি থেকেই যায়।
এর প্রমাণ, একই ডিভাইসে আবার ইমো ইনস্টল করলেই পাওয়া যায়। কারণ, নতুন করে ইনস্টল করার সাথে সাথে পুরোনো চ্যাট হিস্ট্রিও চলে আসে। এটা আমাদের পারসোনাল প্রাইভেসীর জন্যে ক্ষতিকর। তাই অনেকেই কথোপকোথন হিস্ট্রি ডিলিট করে দিতে চান। আপনিও যদি তাদের একজন হোন, তবে এই টিউটোরিয়ালটি ফলো করুন।
ইমো চ্যাট হিস্ট্রি ডিলিট করার উপায়
ইমোতে আপনি যাদের সঙ্গেই চ্যাট করুন না কেন, তা থেকে যায়। এটা খুব একটা সমস্যা না হলেও, ইমোতে আসা বিভিন্ন ভিডিও অনেক বিরক্তিকর। এর মাঝে একটি হচ্ছে লাইকি। তবে, ইমো অ্যাপে Likee ভিডিও বন্ধ করার উপায় আছে। আশা করি, লাইকি ভিডিও নিয়ে আপনার সমস্যা থাকলে এ উপায় ব্যবহার করে ইতিমধ্যেই বন্ধ করে ফেলেছেন। এবার আসুন, চ্যাট হিস্ট্রি মুছে ফেলার উপায় জানা যাক-
ইমো অ্যাপটি ওপেন করুন। দেখুন সবকিছুর উপরে Chats, Explore, Contacts নামে ৩টি মেন্যু আছে।
Chats মেন্যুতে ক্লিক করুন। যদি ডিফল্টভাবে এটিই থাকে, তাহলে তো আর ক্লিক করার প্রয়োজন নেই।
একদম নিচে বাম কর্ণারে দেখুন একটি টোগল বাটন আছে, এটির উপর ক্লিক করুন।
ক্লিক করার পর এটি আপনাকে ওই পেজে নিয়ে যাবে যেখানে আপনার নাম ও প্রোপাইল ছবি রয়েছে। আপনি যদি ছবি না দিয়ে থাকেন, তবে দেখবেন সেখানে আপনার নামের প্রথম অক্ষর রয়েছে। যাইহোক, গোল আকৃতির এই বৃত্তটির উপর ক্লিক করুন।
এটি আপনাকে ইমোর সেটিং পেজে নিয়ে যাবে। এই পেজে দেখুন “delete chat history” নামে একটি অপশন রয়েছে, এটির উপরে ক্লিক করুন।
ক্লিক করলেই দেখবেন একটি পপ-আপ উইন্ডো কনফার্মেশন চাইছে। নিচের ডান কোনায় থাকা Delete লেখাটিতে ক্লিক করুন।
ব্যস্, আপনার ইমো চ্যাট হিস্ট্রি ডিলিট হয়ে যাবে। আর যাদের মোবাইলে ইমো নেই, তারা এখনই গুগল প্লে স্টোর থেকে ইমো ইনস্টল করে নিন।
Leave a Reply