আপনার যদি একটি ইমো অ্যাকাউন্ট ভেরিফাই করা থাকে, তবে খুব সহজেই আপনি পৃথিবীর যে কোন প্রান্তে থাকা যে কারো সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগের মাধ্যম দুটি, একটি টেক্সট্ মেসেজ আর অন্যটি ফোন কল। বুঝতেই পারছেন, আপনি আপনার যে কোন বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন কিংবা পরিচিত যে কাউকে দ্রুত মেসেজ পাঠাতে পারবেন।
আবার যখন তখন তাকে কল করতে পারবেন, যত দূরেই থাকুক না সে। অডিও বলুন আর ভিডিও বলুন, কোন কলেই কোন বাধা নেই। কোন রকম ফি ছাড়া ফ্রিতেই কথা বলতে পারবেন দূরে থাকা যে কোন বন্ধু বা পরিবার পরিজনের সাথে।
ইমো কি?
ইমো একটি ইনস্টান্ট মেসেজিং অ্যাপ। অডিও অথবা ভিডিওতে কথা বলার জন্যে সেরা ১০টি ফ্রি কলিং অ্যাপস্ এর মধ্যে এটি অন্যতম। সাধারণভাবে ইমো – IMO এর পুরো মানে হচ্ছে In My Opinion অর্থাৎ আমার মতে। আর অ্যাপস্ এর মানে Instant Messaging Offer যা যে কোন মেসেজিং প্লাটফর্মে থাকা যে কারো সঙ্গে যোগাযোগের তাৎক্ষণিক উপায় হিসেবে কাজ করে।
ফেসবুক, টুইটার, গুগল টক, স্কাইপি, এমএসএন, ইয়াহু মেসেঞ্জারসহ প্রায় সব মেসেজিং অ্যাপস্ ও টুলস্ এ থাকা কন্টাক্টেই ইমো থেকে টেক্সট্ মেসেজ পাঠানো যায়, অডিও মেসেজ সেন্ড করা যায় এবং সরাসরি অডিও ও ভিডিও কল করা যায়। তবে, আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে যে ৯টি দেশে ইমো ব্যবহার করা যায় না। কারণ, এ দেশগুলোতে ইমো ব্যানড্।
প্রয়োজন মোবাইল নাম্বার
কিন্তু এসবের জন্যে আপনার একটি মোবাইল নাম্বার প্রয়োজন হবে। কারণ, আপনি যখনই অ্যাপটি নামাবেন, তখনই এটি ব্যবহার করতে পারবেন না। কারণ, এটি ব্যবহারের জন্যে আপনার একটি ইউজার অ্যাকাউন্ট সেট-আপ করে নিতে হবে। আর ইউজার অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্যে আপনার অবশ্যই একটি মোবাইল নাম্বার থাকতে হবে।
আপনার মোবাইল নাম্বারে টেক্সট্ মেসেজ অথবা ভয়েস কল আসবে যেখানে একটি কোড নাম্বার থাকবে। আর কোড নাম্বারটি দিয়েই অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। সুতরাং, বুঝতেই পারছেন ইমো ব্যবহারের জন্যে আপনার একটি সিম কার্ড দরকার।
এখন প্রশ্ন হচ্ছে সিম কার্ড বা মোবাইল নাম্বার ছাড়া কি ইমো ব্যবহার করা যাবেই না? উত্তর হচ্ছে, যাবে। মোবাইল নাম্বার ছাড়াও যে কেউ ইমো ব্যবহার করতে পারবে। আর এর জন্যে রয়েছে ৩টি ভিন্ন ভিন্ন পদ্ধতি যার যে কোনটি ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন।
মোবাইল নাম্বার ছাড়াই ইমো অ্যাকাউন্ট ভেরিফাই
মোবাইল নাম্বার কিংবা সিম ছাড়াই ইমো অ্যাকাউন্ট খুলতে যাওয়ার আগে আপনাকে ইমো অ্যাপটি ডাইনলোড করে নিতে হবে।
- আপনার স্মার্টফোনে ইমো অ্যাপ ডাউনলোড করে নিন।
- নিশ্চিত হয়ে নিন যে আপনি আগেই মোবাইল নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করেননি।
- যদি ভেরিফাই করেই থাকেন, তবে মোবাইল নাম্বার ছাড়া ইমো ব্যবহারের জন্যে আপনাকে এখন যা করতে হবে তা হচ্ছে অ্যাপটি আনইনস্টল করে আবার ইনস্টল করা। এতে আপনার বর্তমান নাম্বারটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে।
- অ্যাপটি আপনার স্মার্টফোনে ডাউনলোড এবং ইনস্টল করার পরে আপনাকে যা করতে হবে তা হলো নিচের পদ্ধতিগুলোর মধ্য হতে যে কোনটি অনুসরণ করা।
পদ্ধতি-১: TextNow অ্যাপ্লিকেশন ব্যবহার করুন
যখনই ইমো আপনার কাছে ফোন নাম্বার চাইবে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্যে, তখনই এই ফ্রি অ্যাপটি আপনার ফোন নাম্বার ছাড়াই টেক্সট্ মেসেজ কিংবা কল রিসিভ করবে। মূলত, অ্যাপটি আপনাকে একটি ফ্রি নাম্বার ব্যবহারের সুবিধা দেবে যে নাম্বারে ভেরিফিকেশন কোড আসবে এবং ওই নাম্বারটি ব্যবহার করে আপনি অনায়াসে ইমো অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন।
- TextNow ইনস্টল হয়ে গেলে সেটি ওপেন করুন। এরপর স্ক্রিনে ভেসে উঠা ইনস্ট্রাকশন ফলো করে একটি ফোন নাম্বার ক্রিয়েট করুন এবং নাম্বারটি একটি কাগজে কিংবা সুবিধা মতো যে কোন জায়গায় লিখে রাখুন।
- এবার আপনার স্মার্টফোনে থাকা ইমো অ্যাপটি চালু করুন।
- এরপর আপনার কান্ট্রি সিলেক্ট করুন এবং TextNow অ্যাপ দিয়ে আপনার ক্রিয়েট করা ফোন নাম্বারটি দিন। Next বাটনে ক্লিক করে ভেরিফিকেশন প্রসেস চালিয়ে যান।
- এ পর্যায়ে আপনি ইমো থেকে একটি নোটিফিকেশন মেসেজ পাবেন যেখানে নিচের ছবির মতো আপনাকে একটি ভেরিফিকেশন কোড দেয়া থাকবে।
- যদি আপনার ফোনে কোন নোটিফিকেশন না আসে, তবে TextNow অ্যাপটি আবার ওপেন করে দেখুন সেখানে এসেছে।
- যদি সেখানেও না পান, তবে একটু অপেক্ষা করুন। যখন পাবেন, তখনই ইমোতে কোড নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে নিন।
পদ্ধতি-২: TextFree অ্যাপ্লিকেশন ব্যবহার করুন
যে কোন অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্যে ফ্রি ফোন নাম্বার ব্যবহার করার আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাপ হচ্ছে TextFree। এই অ্যাপটিও আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন।
প্লে স্টোর থেকে TextFree অ্যাপটি ডাউনলোড করে নিন। TextFree ডাউনলোড ও ইনস্টল হয়ে গেলে সেটি ওপেন করুন। সেট আপ প্রক্রিয়া সম্পন্ন করার জন্যে ২ থেকে ২.৬ পর্যন্ত স্টেপগুলো অনুসরণ করুন।
- ২.১: সাইন আপ বাটনে ক্লিক করুন।
- ২.২: পরবর্তী স্ক্রিনে হয় ট্যাপ করে যান অথবা লোকেশন পারমিশন অ্যালাউ করে দিন অথবা জিপ কোড দিন।
- ২.৩: এরিয়া কোড দিয়ে ফোন নাম্বার পছন্দ করে নিন।
- ২.৪: ফোন নাম্বার পছন্দ করা হয়ে গেলে Select This Number লেখা বাটনটিতে ট্যাপ করুন।
- ২.৫: পরবর্তী স্ক্রিনে আপনার ইমেল অ্যাড্রেস দিন এবং যে কোন একটি পাসওয়ার্ড দিন। আর Create Account লেখা বাটনটিতে ট্যাপ করুন। আপনার TextFree অ্যাকাউন্ট ক্রিয়েট হবে।
- ২.৬: অ্যাকাউন্ট হয়ে গেলে আপনি আপনার ফ্রি নাম্বারটি পেয়ে যাবেন।
এবার আগের মতোই ইমো খুলে তাতে এই ফ্রি নাম্বারটি দিয়ে ইমো অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে নিন।
পদ্ধতি-৩: ল্যান্ডফোন নাম্বার ব্যবহার করুন
যদিও ল্যান্ডফোন এখন আর কেউ তেমন একটা ইউজ করে না। তবু এখনো আমাদের দেশে কারো না কারো ল্যান্ডফোন রয়েছে। বিশেষ করে, অফিসগুলোতে এখনো ল্যান্ডফোন ব্যবহার করা হয়। সৌভাগ্যক্রে আপনার যদি একটি ল্যান্ডফোন থাকে, তবে সেটি ব্যবহার করে আপনি আপনার ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। এ জন্যে নিচের স্টেপগুলো ফলো করুন-
- ইমো ওপেন করুন
- কান্ট্রি সিলেক্ট করে দিন। আপনি যদি বাংলাদেশের বাইরে থাকেন, তবে অবশ্যই যে দেশে আছেন, সেই দেশ সিলেক্ট করুন এবং আপনার ল্যান্ডফোন নাম্বারটি দিয়ে দিন। বাইরের দেশে থাকলে ল্যান্ডফোন নাম্বার থাকার সম্ভাবণা খুবই নগন্য। কাজেই ধরে নিচ্ছি আপনি বাংলাদেশেই আছেন। সুতরাং, কান্ট্রি হিসেবে বাংলাদেশ সিলেক্ট করুন এবং আপনার অফিস কিংবা বাসার ল্যান্ডফোন নাম্বারটি দিয়ে দিন।
- এবার নেক্সট্ বাটনে ক্লিক করুন।
- এবার অপেক্ষা করুন, আপনার ল্যান্ডফোন নাম্বারে একটি কল আসবে।
- কলটি রিসিভ করুন এবং আপনাকে বলা কোড নাম্বারটি টুকে নিন।
- এবার আবার ইমো ওপেন করুন এবং এই কোড নাম্বারটি ব্যবহার করে ভেরিফাই করে নিন।
আশা করি, উপরের ৩ পদ্ধতির যে কোনটি ব্যবহার করে আপনি অনায়াসেই আপনার ইমো অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারবেন। এতে আপনার মোবাইল নাম্বার ব্যবহারের প্রয়োজন পড়বে না।
Saiful says
আমার দুইটা ইমো আইডি ফেরত পেতে চাই, দুইটাই ওপেন হচ্ছে না-01887236868@01827673685
জেসিকা জেসমিন says
আমাদের সাথে আপনার সমস্যা শেয়ার করার জন্যে ধন্যবাদ, সাইফুল ভাই। কিন্তু আপনি তো বিস্তারিত কিছু জানাননি, কেন ওপেন হচ্ছে না আর ওপেন করতে গেলে কি মেসেজ দিচ্ছে, সেটা যদি জানাতে পারেন, তো আমরা আপনাকে হেল্প করতে পারবো।
Md Alamin Bepari says
আমার একটা ইমু আইডি ছিলো আইডির নাম ছিলো তুমি আমার ভোরের আলো এই আইডি মোবাইল নাম্বারের সিম কাটি হারিয়ে যাওয়ার পরে ইমু আইডি বন্দো হয়ে যায় এখন ও-ই ইমু আইডি খুলতে গেলে ভেরিফাই কোডটি পার ছিনা আমি আমার পুরাতন ইমু খুলতে চাই, কি ভাবে খুলতে পারি প্লিজ একটু বলবেন
Rafik says
মোবাইল নাম্বার দিয়ে ইমো খুলতে গেলে একটার বেশি খোলা যায় না। তাই, মোবাইল নাম্বার না দিয়ে কিভাবে খোলা যায়, সেটা অনেক দিন ধরেই খুঁজছিলাম। আজ পেয়ে গেলাম, এ জন্যে ধন্যবাদ হৈচৈকে।
Rafik says
আমার ইমো গ্রুপগুলো শুধু হ্যাক করে নিয়ে যায়, হেড অফিসে অভিযোগ করতে চাই। কিন্তু আইডি কোড জানি না।
জেসিকা জেসমিন says
ধন্যবাদ, রফিক ভাই। ইমোতে অভিযোগ করার জন্যে এই ইমেইল অ্যাড্রেস (feedback@imo.im)-এ মেইল করে জানাতে পারেন।
Patwary says
আসসালামু আলাইকুম, আমি ইমো অফিশিয়াল এসিস্টেন্ট হতে চাই।
জেসিকা জেসমিন says
ধন্যবাদ, Patwary ভাই। কিন্তু আপনার ইমো অফিশিয়াল অ্যাসিস্টেন্ট হতে চাওয়ার মানেটা বুঝতে পারলাম না। দয়া করে, একটু বুঝিয়ে লিখুন।
অবুঝ প্রেমিক MD ARIYAN says
আডি অফিসিয়াল করবো।
skferdos says
আমার চিমটা হারিয়ে গেচে, পিলিজ আমার আইডিটা পিরিয়ে দাও।