ইমোতে Likee ভিডিও অনেকের কাছেই ভীষণ বিরক্তিকর। বিশেষ করে, যারা ইসলাম মানেন, চোখের পর্দা কিংবা মনের পর্দার প্রতি খেয়াল রাখেন, তাদের কাছে ইমোতে আসা Likee ভিডিওগুলো আসলেই খুব বিরক্তিকর লাগে। কারণ, এখানকার বেশিরভাগ ভিডিওই হচ্ছে মেয়েদের।
মেয়েরা এখন Likee ভিডিও ব্যবহার করছে বেশি। আর এ ভিডিওগুলোতে দেখা যায় মেয়েরা কোন একটি গানের সাথে নাচছে কিংবা খোলামেলা পোশাকে ঘুরে বেড়াচ্ছে। একেকজনের প্রোপাইলে ঢুকলে দেখা যায় আংশিক কাপড় কিংবা পাতলা পোশাকে শ্যুট করা অসংখ্য ভিডিও। যেমন, নিচের ছবিতে একজনের প্রোপাইল দেখুন।
ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, অনেকেই এই ভিডিওগুলো দেখছেন এবং গোনায় লিপ্ত হচ্ছেন। এদের মাঝে অনেকেই আছেন, যারা এগুলো দেখতে চান না। কিন্তু ইমো ব্যবহার করছেন বলে তাদের চোখের সামনে এগুলো আসছে। ইমো অ্যাপের হোম পেজেই রয়েছে Likee ভিডিওর নোটিফিকেশন। ফলে, কেউ দেখতে চাক আর না চাক, এটি চোখে পড়ছেই।
যারা এই ভিডিওগুলোর নোটিফিকেশন চোখে দেখতে চাইছেন না, তাদের জন্যে রয়েছে এটি বন্ধ করার উপায়। আর উপায়টি অত্যন্ত সহজ আর সিম্পল। কাজেই, জেনে কিভাবে এটি বন্ধ করবেন।
ইমোতে Likee ভিডিও বন্ধ করার উপায়
ইমো একটি ভিডিও কলিং অ্যাপ যা মূলত স্মার্টফোনে ব্যবহার করা হয়। তবে, কম্পিউটারেও ইমো ব্যবহার করার উপায় রয়েছে এবং অনেকেই করছেন। ইমো ফেসবুক মেসেঞ্জারসহ আর অনেক কলিং অ্যাপের চেয়ে বেশি ফাস্ট। তাই, বেশিরভাগ মানুষই, বিশেষ করে যারা বিদেশে থাকেন, তারা ইমো ব্যবহার করছেন।
কিন্তু সমস্যা হচ্ছে ইমোতে ডিফল্টভাবে থাকা Likee ভিডিও। ইমো খুললেই স্টোরিজ এবং রিসেন্ট চ্যাট এর মাঝখানে Likee ভিডিওর অ্যাড বা নোটিফিকেশন চোখে পড়ে, নিচের ছবির মতো।
এখন আসুন, এটি কিভাবে বন্ধ করা যায় সেটা জানা যাক।
প্রথমে ইমো অ্যাপটি ওপেন করুন।
উপরের ছবিতে দেখুন তিনটা লাইন দেয়া ইমোর মূল মেন্যু। ছবিতে বৃত্ত দিয়ে মেন্যুটি দেখিয়ে দেয়া হয়েছে। এই তিন দাগের মেন্যুটিতে ট্যাপ করুন।
যে পেজটি ওপেন হবে, সেখানে থাকা সেটিংস্ এ ট্যাপ করুন।
ক্লিক করার পর ইমো অ্যাকাউন্ট সেটিংস্ নামে একটি পেজ ওপেন হবে। সেখান থেকে ফাংশনস্ এ ক্লিক করুন।
ফাংশনস্ পেজটির ৩টি মেন্যুর প্রথমটিই হচ্ছে Likee Videos যার সামনে অন-অফ অপশন রয়েছে। এটি অফ করে দিন, নীল থেকে গ্রে কালার হয়ে যাবে।
ব্যস্ আপনার স্মার্টফোনে থাকা ইমোতে Likee ভিডিও আসা বন্ধ হয়ে গিয়েছে। আর কখনোই আপনি লাইকির কোন ভিডিওর অ্যাড বা নোটিফিকেশন দেখতে পাবেন না।
Leave a Reply