অনেক সময়ই ইমোতে কল রেকর্ড করা প্রয়োজন হয়ে পড়ে। বিশেষ করে, কোনও সিকিউরিটি পারপাসে আমাদের কখনো না কখনো কল রেকর্ড করার দরকার হয়। রেকর্ড করার প্রক্রিয়াটি না জানার কারণে আমরা অনেকেই কিছু বিষয়ের প্রমাণ রাখতে ব্যর্থ হই।
ধরুন, আপনি কোন বন্ধু বা পরিচিত লোককে টাকা ধার দিয়েছেন। এখন সে আর টাকাটা ফেরত দিচ্ছে না। এমনকি, তর্কাতর্কির এক পর্যায়ে সে অস্বীকার করছে যে সে আপনার কাছ থেকে কোন টাকাই নেয়নি। কি করবেন? আপনি যে তাকে টাকা ধার দিয়েছেন তার তো কোনও প্রমাণ রাখেননি!
যদি তার সাথে আপনার কথোপকোথনটা রেকর্ড করে রাখেন, তো আপনার হাতে উপযুক্ত প্রমাণ থেকে গেল যে আপনি তাকে ধার দিয়েছেন, তার কাছে টাকা পান। জীবন চলার পথে এরকম আরো বিভিন্ন বিষয়ের প্রমাণ রাখার প্রয়োজন পড়ে।
এছাড়াও ভাললাগার মানুষটির সঙ্গে যে কথাগুলো হয়, সেগুলো বারবার শুনতে মন চায়। এমনকি, যদি সেটা ভিডিও হয়, তবে বারবার তাকে দেখতে মন চাইতে পারে। কাজেই, ইমোতে কথা বলার সময় যদি রেকর্ড করে রাখেন, তবে পরবর্তীতে যখন তখন সেটা শুনতে পারবেন কিংবা দেখতে পারবেন। তাই, চলুন জেনে নেই কিভাবে ইমোতে কারো সঙ্গে কথা বলার সময় রেকর্ড করে রাখবেন। আর বাড়তি পাওনা হিসেবে জেনে নিতে পারেন যে কিভাবে ইমোতে Likee ভিডিও বন্ধ করবেন।
ইমোতে কল রেকর্ড করার উপায়
আপনি যদি কম্পিউটারে ইমো ব্যবহার করেন, তবে আপনার এই টিউটোরিয়ালটি দরকার নেই। কেননা ইমোতে কথা বলার সময় কম্পিউটারের রেকর্ডার অন করে দিলেই কল রেকর্ড হয়ে যাবে। আমাদের এই টিউটোরিয়াল মোবাইল ফোনের জন্যে, আসুন জানি কিভাবে মোবাইলে ইমোর কল রেকর্ড করবেন।
- ১. প্লে-স্টোর থেকে Apowersoft Screen Recorder অ্যাপটি আপনার স্মার্টফোনে ডাউনলোড ও ইনস্টল করুন।
- ২. ইমো ওপেন করুন ও ভিডিও কলে যান অর্থাৎ যে কাউকে কল দিন।
- ৩. নিচের ছবিতে খেয়াল করে দেখুন স্ক্রিনের উপরে ওভারলে আকারে একটি আইকন এসেছে যা দেখতে ভিডিও ক্যামেরার মতো। এই ওভারলে আইকনটির উপর ট্যাপ করুন। আপনার রেকডিং শুরু হয়ে গিয়েছে। যখন বন্ধ করতে চাইবেন, তখন জাস্ট এটির উপর আবার ট্যাপ করুন, বন্ধ হয়ে যাবে।
বুঝতেই পারছেন, ইমোতে কল রেকর্ড করার পদ্ধতি একেবারেই সহজ। এই পদ্ধতি ব্যবহার করে আপনি এখন থেকে খুব সহজেই ইমোর কল রেকর্ড করে রাখতে পারবেন।
Leave a Reply