আপনি কি জানেন ইন্টারনেটের বয়স কত? অর্থাৎ, ইন্টারনেটের শুরু থেকে আজ পর্যন্ত কত বছর, কত মাস ও কত দিন?
এটা জানা যদিও তেমন কিছু গুরুত্বপূর্ণ নয়, তবু না জানাটাও একটু পিছিয়ে পড়ার মতো নয় কি?
আসুন, আজ আপনাকে এমন একটি ব্যতিক্রমী ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করিয়ে দেই, যেটাতে ঢুকলেই আপনি এক নিমিষে জেনে যাবেন ইন্টারনেটের বর্তমান বয়স কত। শুধু তাই নয়, যখন ইন্টারনেট লঞ্চ করা হয়, তখন আপনার বয়স কত ছিল, তাও জানতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে।
প্রথমটি জানার জন্যে আপনাকে কিছুই করতে হবে না, শুধু মাত্র নিচের বাটনে ক্লিক করে সেই ওয়েবসাইটটিতে চলে যান। হোমপেজেই দেখুন একদম উপরে আজকের দিনে ইন্টারনেটের বয়স কত হলো তা দেখা যাচ্ছে।
ইন্টারনেটের অনেক অজানা তথ্য আপনি হয়তো জানেন। কিন্তু যে কোন দিন ইন্টারনেটের বয়স জানার উপায় হয়তো আপনার জানা নেই। এটি অত্যন্ত সিম্পল, জাস্ট একটা ওয়েবসাইট ভিজিট করা।
ইন্টারনেটের বয়স অটো কাউন্টিং হচ্ছে। আপনি যদি আগামীকাল ভিজিট করেন, তাহলে দেখবেন আজকের দিনের সাথে আরো একদিন অটোমেটিক যোগ হয়ে গিয়েছে। ৫ দিন পর ভিজিট করলে দেখবেন, আরো ৫ দিন যোগ করা হয়েছে।
আর দ্বিতীয়টি জানার জন্যে অর্থাৎ ইন্টারনেট লঞ্চিং এর দিন আপনার বয়স কত ছিল কিংবা আপনার জন্মের কত আগে বা পরে ইন্টারনেটের জন্ম হয়েছে তা জানার জন্যে আপনাকে নিজের জন্মদিন সেট করে দিতে হবে।
নীল বাটনের উপরের ছবিটির দিকে খেয়াল করুন। আপনার জন্মের কত দিন আগে কিংবা পরে ইন্টারনেট লঞ্চ হয়েছে, তা জানতে আপনার জন্ম বছর, মাস এবং দিন ঠিক করে দিন। এরপর, Find Out লেখা বাটনটিতে ক্লিক করুন এবং উপরে দেখুন ক্যালকুলেট করে আপনাকে জানিয়ে দেয়া হয়েছে।
মজার এই ওয়েবসাইটটি অন্যান্য বন্ধুদের জানাতে এই লেখাটি শেয়ার করে দিন।
Leave a Reply