প্রায় প্রতিদিনই আপনি ইন্টারনেটে কোনও না কোনও ছবি আপলোড দিচ্ছেন। ফেসবুক হোক আর ইনস্টাগ্রাম হোক, কিংবা টুইটার, সবখানেই রয়েছে ছবি আপলোডের অপশন। সত্যি বলতে কি, মানুষ এখন ইন্টারনেটে সবচেয়ে বেশি যে কাজটি করে থাকে, তা হচ্ছে নিজের কিংবা অন্যের ছবি আপলোড।
কিন্তু জানেন কি, ইন্টারনেটে ছবি আপলোডের এই সুযোগটি কবে সৃষ্টি হয়েছিল? কবে ইন্টারনেটে প্রথম ছবিটি আপলোড করা হয়েছিল?
আপনি হয়তো ইন্টারনেটে প্রথম ওয়েবসাইট দেখে খুব করে হেসেছেন। কিন্তু প্রথম ছবিটি দেখেননি, দেখার কথা ভাবেননি।
আসলেই আপনি হয়তো আমার মতোই কখনো ইন্টারনেটের প্রথম ছবি নিয়ে ভাবেননি, সেটি দেখা তো দূরের ব্যাপার। মানে ইন্টারনেটের জন্মের পর প্রথম যে ছবিটি আপলোড করা হয়েছে, আপনি হয়তো সেটি দেখেননি বা দেখার কথা ভাবেননি। যদি এমন হয়, তবে আজই দেখে নিতে পারেন।
ইন্টারনেটের প্রথম ছবি
হুম, উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটিই ইন্টারনেটে আপলোড দেয়া প্রথম ছবি। ১৯৯২ সালের ১৮ই জুলাই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ইন্টারনেটের জনক Tim Berners-Lee ছবিটি আপলোড করেন। এটি ছিল ফ্রান্সের কমেডি ব্যান্ড Les Horribles Cernettes বা LHC এর একটি গ্রুপ ছবি।
ছবিতে যাদেরকে দেখছেন, তারা হলেন মাইকেল মুলার, লিন ভেরোনিয়া, কোলেটি মার্ক্স নিয়েলসন এবং অ্যাঞ্জেলা হিগনি। মজার বিষয় হচ্ছে এদের মাঝে অ্যাঞ্জেলা হিগনি ছাড়া আর কেউ-ই বেঁচে নেই। বাকীরা সবাই মারা গিয়েছেন।
যাই হোক, আশা করি ইন্টারনেটের প্রথম ছবি দেখে আপনিও শিহরিত হয়েছেন এবং অন্যদেরকেও শেয়ারের মাধ্যমে শিহরিত করবেন।
Leave a Reply