আপনি নিশ্চয়ই জেনেছেন যে, কি কারণে আপনার ইথিক্যাল হ্যাকিং শেখা দরকার। ইথিক্যাল হ্যাকিং বর্তমানে অনেক উচ্চ মূল্যের একটি পেশা। আর নিকট ভবিষ্যতে সাইবার সিকিউরিটির জন্যে এটিই হবে সবচেয়ে দামী পেশা এবং অনলাইন ইনকামের গুরুত্বপূর্ণ মাধ্যম।
আপনি যদি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে থাকেন যে, এই গুরুত্বপূর্ণ পেশাটিকেই বেছে নেবেন আপনার নিশ্চিত ভবিষ্যতের জন্যে, তবে এখনই শিখতে শুরু করুন। বর্তমানে আপনি যে পেশাতেই থাকুন না কেন এবং যে সাবজেক্টেই পড়াশুনা করুন না কেন, এখান থেকেই আপনি ইথিক্যাল হ্যাকিং শেখা শুরু করতে পারেন।
পৃথিবীর প্রায় প্রতিটি দেশেরই ইউনিভার্সিটিগুলোতে ইথিক্যাল হ্যাকিং এর উপর আলাদা সাবজেক্ট রয়েছে। আমাদের দেশের ইউনিভার্সিটিগুলোতে এখনো সম্ভবত শুরু হয়নি। তাই বলে কি থেমে থাকবেন? অনলাইনেই পড়তে পারেন পারেন অ্যামেরিকার সেরা ইউনিভার্সিটিগুলোতে। খুঁজে দেখতে পারেন ইথিক্যাল হ্যাকিং কিংবা সাইবার সিকিউরিটি সাবজেক্ট।
আর যদি এখনই খরচ করতে না চান, তবে ফ্রিতেই ইথিক্যাল হ্যাকিং শিখতে পারেন বিভিন্ন ওয়েবসাইটে। যারা সাইবার সিকিউরিটি পড়াশুনা করতে চান, তাদের জন্যেই ৫টি ফ্রি ওয়েবসাইটের সন্ধান নিয়ে এলাম যেগুলোতে ফ্রিতেই শেখা যায়। তাহলে, জেনে নিন ইথিক্যাল হ্যাকিং শেখার সেরা ৫টি ওয়েবসাইট সম্পর্কে।
ইথিক্যাল হ্যাকিং – সাইবার সিকিউরিটি শেখার ওয়েবসাইট
EC-Council – CEH Ethical Hacking Course
ইসি কাউন্সিল বা ইলেকট্রোনিক কমার্স কাউন্সিল দ্বারা পরিচালিত এই ওয়েবসাইটি ইথিক্যাল হ্যাকিং শেখার জন্যে সারা পৃথিবীতেই বিখ্যাত। এই ওয়েবসাইটে ইথিক্যাল হ্যাকিং এর উপর ফ্রি কোর্স করা যায় এবং কোর্স শেষে ইসি কাউন্সিলের সার্টিফিকেট পাওয়া যায়।
যে কোন ওয়েবসাইট, অ্যাপ কিংবা অনলাইন সিস্টেমের দূর্বল দিকগুলো খুঁজে বের করার উপর পরিচালিত হয় এই কোর্স। সেই সাথে, যারা কোর্সে অংশ নেয় তাদেরকে প্রপেশনাল হিসেবে তৈরি করে দেয়া হয়। এখানে আপনি ইথিক্যাল হ্যাকিং এবং নেটওয়ার্ক সিকিউরিটি ট্রেইনিংসহ নানা ধরণের কোর্স করতে পারবেন।
Cybrary
এই ওয়েবসাইটটি তুলনামূলকভাবে নতুন হলেও এখানে সাইবার সিকিউরিটি, বেসিক নেটওয়ার্কিং এবং অ্যাডভান্সড পেনিট্রেশন বিষয়ক প্রচুর কোর্স রয়েছে।
ওয়েবসাইটিতে হাল সময়ের প্রতিষ্ঠিত সিকিউরিটি এক্সপার্টদের দ্বারা প্রস্তুতকৃত শতাধিক কন্টেন্ট রয়েছে যা আপনাকে ইথিক্যাল হ্যাকিং ও সাইবার সিকিউরিটি প্রফেশনাল হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।
SecurityTube
২০০৮ সালে স্বনামধন্য সাইবার সিকিউরিটি এক্সপার্ট বিবেক রামচন্দ্র এই ওয়েবসাইটটি প্রতিষ্ঠা করেন যা আজও ইথিক্যাল হ্যাকিং শিক্ষা বিস্তারে নিজেদের অবস্থান ধরে রেখেছে। ওয়েবসাইটটিকে সাইবার সিকিউরিটি জগতের ইউটিউবের সাথেও তুলনা করা যায় এবং সে কথা মাথায় রেখেই প্রতিষ্ঠাকালিন সময়েই এর নাম রাখা হয়েছিল সিকিউরিটি টিউব।
সিকিউরিটি টিউবে ইথিক্যাল হ্যাকিং এর বিভিন্ন দিকসহ প্রতিনিয়ত যে-সব অ্যাডভান্সড সিস্টেম তৈরী হচ্ছে তার ত্রুটি নির্ণয়ের জন্য কার্যকরী টিটোরিয়াল থাকে যা অবশ্যই বিনামূল্যে।
আশা করি, ইথিক্যাল হ্যাকিং শেখার ওয়েবসাইটগুলোর সঙ্গে পরিচিত হয়ে আপনার ভাল লেগেছে। যদি শিখতে চান, সাইবার সিকিউরিটিকে প্রপেশন হিসেবে নিতে চান, তবে উপরের সাইটগুলোতে গিয়ে শুরু করে দিন। আর কোনও সাইট সম্পর্কে আপনার কোন মতামত থাকলে, কমেন্ট বক্সে জানান।
দেখে নিন সে রকমই কিছু ওয়েবসাইট যেগুলো থেকে নিজে নিজেই ইথিক্যাল হ্যাকিং শেখা যায়।
যারা সাইবার সিকিউরিটিকে পেশা হিসেবে নেয়ার জন্যে ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, তাদের জন্যে দারুণ দরকারী একটি আর্টিকেল…
ইথিক্যাল হ্যাকিং শিখতে কতদিন সময় লাগে?
এটা নির্ভর করছে আপনার শেখার আগ্রহ কতটা প্রবল, আপনার শেখার রিসোর্স এবং লেগে থাকার উপর।
আচ্ছালামু আলাইকুম, ভাই জান আমি সাইবার সিকিউরিটি কোর্স শিখতে চাই। কিভাবে, কোথায় শেখা যাবে এই সম্পর্কে জানাবেন অনুগ্রহ করে।
সাইবার সিকিউরিটি শেখার আগ্রহের জন্যে আপনাকে ধন্যবাদ, Md Jashim Rayhan ভাই। সাইবার সিকিউরিটি শেখার ৩টি ফ্রি ওয়েবসাইট আছে, আপনি এগুলোর যে কোনটি থেকে শিখতে পারেন অথবা চাইলে সবটি থেকেই লেসন নিতে পারেন।
আমি ইথিক্যাল হ্যাকিং শিখতে চাই, এই ওয়েবসাইটগুলোর তথ্য দিয়ে হেল্প করার জন্যে হৈচৈ বাংলাকে ধন্যবাদ।
ইথিক্যাল হ্যাকিং শেখার ওয়েবসাইটগুলো সম্পর্কে জেনে ভাল লাগলো, আমি শিখতে চাই। তবে বুঝতে পারছি না এটা কতোটা কঠিন বিষয়, আর এর জন্য H.S.এ কতো নাম্বার থাকলে ভালো হবে। তাই দয়া করে কেউ একটু বুঝিয়ে দেন ………..পারলে কল করবেন plz 7477483784 (চাইলে এর মূল্য দিতে রাজী)