যারা ইউটিউবে কাজ করেন তাদের জন্য ইউটিউব ভিডিও প্রমোট করাটা খুবই গুরুত্বপুর্ণ। আজকে ইউটিউব ভিডিও প্রমোট করার মাধ্যমে অনলাইনে আয়ের একটি নতুন টিওটোরিয়াল নিয়ে এলাম। যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরব সেটি খুবই কাজের একটি পদ্ধতি এবং এটি এখনো প্রায় সকলের অজানা।
এতদিন আমরা অনেকে ইউটিউব ভিডিও মার্কেটিং এর জন্য অনেক কষ্ট করেছি। অনেকে আবার গুগল, ফেসবুকে বিজ্ঞাপনও দিয়েছি। তবে আজকে আমি যে পদ্ধতিটি দেখাবো সেটিতে আপনাকে উল্টো ইউটিউব লিঙ্ক প্রমোট করার জন্য পেমেন্ট করবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি, পুরো টিওটোরিয়ালটি পড়বেন, অবশ্যই কাজে দিবে।
আমি আজকে যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলব সেটি হলো Wild Spark.
ওয়াইল্ড স্পার্কে ইউটিউব ভিডিও প্রমোট করার উপায়
এই ওয়েবসাইটটিতে যখন আপনি আপনার বা অন্য কারো ইউটিউব ভিডিও পোস্ট করবেন, তখন আপনি এটার ভিওয়ার এর উপর নির্ভর করে একটা ভালো পরিমাণ অর্থ ইনকাম করতে পারবেন।
ওয়াইল্ড স্পার্কে ভিডিও প্রমোট করে আয় করার জন্য আমাদের যা যা করতে হবে, তা নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হল-
১. অ্যাকাউন্ট করা
প্রথমে উপরোক্ত ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আর চলুন কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে সেটা দেখাচ্ছি। প্রথমে Wild Spark এই লিঙ্কটিতে ক্লিক করে ওয়াইল্ড স্পার্কের অফিসয়াল ওয়েবসাইটে যান। ডানপাশের উপরের কণারে থাকা Sign Up বাটনে ক্লিক করুন।
Sign Up বাটনে ক্লিক করার পর আপনি নিচের মতো একটি Sign Up পেজ পাবেন, যেখানে সাইন আপ করার জন্য দুটি অপশন থাকবে। একটি হলো ইমেল অন্যটি ফেসবুক। এখান থেকে অবশ্যই ফেসবুক দিয়ে সাইন আপ করুন। কারণ আপনি ইমেল দিয়ে সাইন আপ করলে আবার ফেসবুক ভেরিফিকেশন করতে বলবে। কিন্তু ফেসবুক দিয়ে সাইন আপ করলে এটা বলবে না।
আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্ট এ 5 AMP পাবেন। এগুলো দিয়ে আপনি আপনার ইউটিউব ভিডিও প্রোমোট করতে পারবেন।
এবার আপনার প্রোফাইল এ ক্লিক করুন। আপনার কাছে কত AMP আছে তা আপনি দেখতে পারবেন।
২. ইউটিউব লিঙ্ক সাবমিট করুন
তো আমাদের অ্যাকাউন্ট করা সম্পন্ন হয়ে গেছে। এবার আমাদের মুল কাজ ইউটিউব এর লিঙ্ক সাবমিট করা। এখন আমরা এটা নিয়ে কথা বলব। ইউটিউব এর লিঙ্ক সাবমিট করতে “Upload new content” এ ক্লিক করুন।
এটিতে ক্লিক করলে আপনি নিচের মতো একটি পেজ পাবেন যেখানে ইউটিউব এর লিঙ্কটি দিতে হবে। লিংক সাবমিট করার পর “Continue to preview” এ ক্লিক করুন। এখানে আপনি ইউটিউব ছাড়াও Medium এবং Imgur থেকেও কন্টেন্ট আপলোড করতে পারবেন।
এবার আপনি ইউটিউব এর লিঙ্ক সাবমিট করলে নিচের মতো একটি পেজ দেখতে পারবেন। এবার লিঙ্কটি এখানে সাবমিট করতে হলে আপনাকে Amplify করতে হবে। আপনি সর্বনিম্ন 0.1 AMP দিয়ে Amplify করতে পারবেন। তো এখানে ১ এর জায়গায় ০.১ করে দিয়ে Amplify এ ক্লিক করুন। তাহলেই আপনার ইউটিউব ভিডিও লিঙ্কটি সাবমিট হয়ে যাবে।
৩. অর্থ আয়ের উপায়
তো চলুন এবার আলোচনা করি এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটি নিয়ে। আপনি এখানে আপনার ইউটিউব লিঙ্ক সাবমিট করলেন। এখন এখান থেকে ইউটিউব এ ভিউ আসলে আপনি ইউটিউব এ একটা ক্রেডিট পাবেন। তার পাশাপাশি আপনি এখান থেকেও একটা ভালো পরিমাণ আয় করতে পারেন। তো চলুন একটা ভিডিও দিয়েই এটার ব্যাপারে আলোচনা করি।
উপরের ভিডিওটি লক্ষ করুন। এটি ২২ মিনিট আগে পোস্ট হয়েছে এবং টোটাল ৬,২৭০ টি AMP পেয়েছে। এই পোস্টটি লিখার সময় AMP এ মান ছিল 1 AMP=$0.14 অর্থাৎ ১ AMP সমান ০.১৪ ডলার। তাহলে সে টোটাল পেয়েছে ৬,২৭০ টি AMP ২২ মিনিটে।
- 1 AMP = $ 0.14
- 6,270 AMP = $877.8
- $1 = ৳80
- $877.8 = ৳70224
তাহলে বুঝতেই পারছেন মাত্র ২২ মিনিটে এই একটি ভিডিও এর মাধ্যমে তার ইনকাম ৭০২২৪ টাকা। তাহলে আরো কিছুদিন পর এই ইনকাম কোথায় যাবে চিন্তা করুন। আশা করি এখানে আয়ের বিষয়টি বুঝতে পেরেছেন।
তো আর একটু ক্লিয়ার হওয়ার জন্যে AMP কি সেটা একটু বুঝিয়ে দিই চলুন। AMP হচ্ছে একটি Crypto Currency, আমরা অনেকেই হয়তো Bitcoin সম্পর্কে জানি, AMP ও তদ্রুপ Bitcoin এর মতো একটি Crypto Currency।
AMP এর বাজার দর বা মার্কেট প্রাইজ সম্পর্কে জানতে Coin Market Cap ওয়েবসাইটটিতে গিয়ে সার্চ করুন AMP। তাহলেই AMP এর সঠিক বর্তমান বাজার দর সম্পর্কে জানতে পারবেন।
তো এটি ছিল AMP নিয়ে কিছু তথ্য এবার জানব Wild Spark এর ব্যাপারে কিছু বিস্তারিত তথ্য। তাহলেই বুঝতে পারবেন এই ওয়েবসাইটটি কাজ করার জন্য সঠিক কিনা।
Wild Spark ওয়েবসাইটটি Synereo বা AMP এর একটি অফিসিয়াল ওয়েবসাইট, তাদের ওয়েবসাইট ভিজিট করলে বুঝতে পারবেন।
Wild Spark এ প্রতিদিন প্রায় ৬০০০ জন ভিজিটর আসেন। তাই বুঝা যায় এটি একটি পরিচিত এবং ট্রাস্টেড ওয়েবসাইট। তো চলুন একবার পুরো কাজগুলোর সর্ট রিভিও দেখে নিই।
- ১. অ্যাকাউন্ট: অবশ্যই ফেসবুক দিয়ে সাইন আপ করুন, যেহেতু ইমেইল এ সাইন আপ করলে আবার ফেসবুক ভেরিফিকেশন করতে হয়।
- ২. ইউটিউব লিঙ্ক সাবমিট: “Upload new content” এ ক্লিক করে ইউটিউব ভিডিও এর লিঙ্ক সাবমিট করুন।
- ৩. Amplify: সর্বনিম্ন 0.1 AMP দিয়ে আপনার সাবমিট করা লিঙ্কটি Amplify করুন।
- ৪. আয়: আপনার ভিডিওটি একবার ট্রেন্ডিং এ চলে আসলে ইউটিউব এর চেয়ে বেশি আয় করতে পারবেন। ট্রেন্ডিং এ আনার জন্য ভালো মানের ভিডিও সাবমিট করুন। চলুন একটা ট্রিক বলে দিই, ইউটিউব এ গেলে দেখবেন ট্রেন্ডিং নামে একটা অপশন আছে, সেখান থেকে একটা ভালো মানের ভিডিও আপলোড করুন।
তো এটি ছিল ওয়াইল্ড স্পার্কে ইইউটিউব ভিডিও প্রমোট করে আয়ের উপায়। আশা করছি, এটি ইউটিউবারদের উপকারে আসবে। ওয়াইল্ড স্পার্ক কিংবা এই লেখা সম্পর্কে কোন কিছু জানার থাকলে বা কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান।
হাছিবুল ইসলাম says
এখানে কি অন্য কারও ভিডিও আপলোদ করা যাবে? নাকি নিজে ভিডিও তৈরী করে আপলোড করতে হবে?
টি আই অন্তর says
অন্য কারো ভিডিও হলে কপিরাইট ইস্যুতে ব্যান খেয়ে যেতে হবে। তাই, নিজের ভিডিওই আফলোড করতে হবে।
হাছিবুল ইসলাম says
আর একটা প্রশ্ন আছে। ইউটিউবে কপিরাইট আইন কড়াকড়ি। অন্য কারও ভিডিও কেউ নিজের চ্যানেলে আপলোড করলে তার চ্যানেল ব্যান হয়ে যাবে।
এখন মনে করুন, আপনি একটা মুভি, গান, ইন্টারেস্টিং কোনো ভিডিও আপলোড করতে চান।আপনি তা ইউটিউব থেকে ডাউনলোড করে নিজের চ্যানেলে আপলোড করতে চান। তো কিভাবে আপলোড করলে কপিরাইটের ঝামেলা হবে না , কোনো সমস্যা হবে না এই ব্যাপারে খানিকটা ধারণা দিন, প্লিজ।
টি আই অন্তর says
অন্য কারো চ্যানেলের ভিডিও অ্যামভেড করা যাবে অর্থাৎ লিংক শেয়ার করা যাবে কিন্তু ডাউনলোড করে আবার অন্য কোথাও আফলোড করা যাবে না। আর যদি ডাউনলোড করে নিজের চ্যানেলে আফলোড করা হয়, তো চ্যানেল ব্যান খাওয়ার সম্ভাবণা ৯৯%। ১% সতর্কতামূলক নোটিশ পাওয়া।
যদি একান্তই কোন ভিডিও ডাউনলোড করে আফলোড করতে হয়, তবে মডিফাই করে নিতে হবে। যেমন, একই টপিকের উপর কয়েকটা ভিডিও নিয়ে সেগুলো কেটে কেটে নতুন ভিডিও বানানো যেতে পারে। যেমন, হতে পারে সেরা ৫টি ভূতের ছবি।
হাছিবুল ইসলাম says
অন্তর ভাই আপনার মতামতের জন্য ধন্যবাদ।
ভাই সম্প্রতি আমি এই ব্যাপারে খানিকটা রিসার্চ করেছি। এই তথ্যটুকু অন্তত জেনেছি যে, মডিফাই করা ভিডিও তেও রিস্ক থাকে। ভাই, আমি আপনাকে কয়েকটি প্রশ্নের একটি বিশাল লিস্ট দিচ্ছি।
আশা করি আপনি আমাকে পরামর্শ দেবেন।
আমি ইউটিউবের কপিরাইট এর ব্যাপারে একটু বিস্তারিত জানতে চাই। আমরা জানি ইউটিউবে কপিরাইট আইন অনেক কড়া। পান থেকে চুন খসলেই ব্যান!!!! সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হয় নতুন ইউটিউবাররা।
ইউটিউবারদের অনেকেই তো নিজেদের ক্যামেরা দিয়ে ভিডিও তৈরী করে তা ইউটিউবে আপলোড করে, এক্ষেত্রে কপিরাইট আইনে কোন সমস্যা হয়না তা আমরা জানি।
কিন্তু, অনেকেই আছে যারা ক্যামেরা দিয়ে ভিডিও তৈরী করতে অনীহা প্রকাশ করে, বিপরীতে বিভিন্ন ওয়েবসাইট থেকে সোর্স সংগ্রহ করে তা এডিটিং করে ভিডিও তৈরী করতে পছন্দ করে। এখন আমার প্রশ্নগুলো হলঃ
*****১।
ইউটিউব থেকে ডাউনলোড করা হয়নি, কিন্তু অন্য কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তা এডিটিং করে ভিডিও তৈরী করে আপলোড করলে কপিরাইটের কোন সমস্যা হবে?
উদাহণস্বরূপ, ধরুন বিটিভিতে একটি অনুষ্ঠান আমার পছন্দ হয়েছে। এখন আমি অনলাইন (ইউটিউব বাদে) থেকে বিটিভির ঐ ভিডিওটি ডাউনলোড করলাম। এরপর এডিট করে অপ্রয়জনীয় অংশ বাদ দিয়ে একটি ভিডিও তৈরী করে আপলোড করলাম। অথবা, ঐ অনুষ্ঠানটির আরো কয়েকটি ভিডিও একত্রিত করে একটি ভিডিও তৈরী করে তা আপলোড করলাম। এখন কোন সমস্যা হবে কি?
*****২।
ধরুন, আমার প্রিয় কোন অনুষ্ঠানের লাইভ ভিডিও চলছে বা আমার প্রিয় কোন তারকা লাইভে এসেছেন। এখন আমি তার ঐ লাইভ অনুষ্ঠানটি রেকর্ড করে তারপর এডিট করলাম, তারপর ইউটিউবে আপলোড করলে কপিরাইটের কোন সমস্যা করবে ইউটিউব?
*****৩।
ইউটিউবে অনেক সময় দেখা যায় একই গানের হুবহু ভিডিও অনেক ইউটিউবার আপলোড করেছে। এখন, সেক্ষেত্রে কি ইউটিউব ঐ ভিডিও এর ক্ষেত্রে কপিরাইট ধরে? যদি না ধরে থাকে তবে জানতে ইচ্ছে করে ঐ ইউটিউবাররা কিভাবে ভিডিও আপলোড করে যাতে কপিরাইটের সমস্যা হয়না?
*****৪।
ধরুন কেউ মোশাররফ করিমের ১০ টা ফানি ডায়ালগ বা ১০ অসাধারণ রোবট এর ভিডিও বানালো। এখন সে হয়তো ইউটিউব খুঁজে খুঁজে ১০ টা ফানি ডায়ালগ বের করলো বা ইউটিউব খুঁজে খুঁজে অনেকগুলো রোবটের ভিডিও ডাউনলোড করলো। তারপর কাটছাঁট করে “১০টি অসাধারণ রোবটের তালিকা দেখেনিন” জাতীয় ভিডিও তৈরী করে আপলোড করলো। এখন ইউটিউব কপিরাইট ধরবে?
মনোযোগ দিয়ে একবার দেখুন, সে কারও ভিডিও হুবহু নকল করেনি, খুঁজে খুঁজে ১০ টি রোবট খুঁজে বের করেছে অনেকগুলো ভিডিও থেকে। তারপর আপলোড করেছে। ইউটিউব কি কপিরাইট ধরবে? এখানে হয়তো ১৯-২০ টি ভিডিও এর অংশবিশেষ দিয়ে একটি ভিডিও তৈরী করা হয়েছে। কপিরাইটের সমস্যা হবে?
*****৫।
অনেক সময় দেখা যায়, একটি ভিডিও ইংরেজীতে আছে। কেউ এই ভিডিও নিয়ে কেবল ভয়েসটা চেঞ্জ করে এটিকে বাংলা ভিডিও বানালো।বাকি সব আগের ভিডিওর। তো এই ক্ষেত্রে কি কপিরাইটের সমস্যা হয়না?
না হয়ে থাকলে কেন হয়না?
*****৬
আমরা যখন আর্টিকেল লিখি, তখন আর্টিকেল ইউনিক হয়েছে কিনা তা জানতে পারি অনেক ওয়েবসাইট/সফটওয়্যার ব্যবহার করি। ভিডিও ইউনিক হয়েছে কিনা তা জানার জন্য এ ধরণের কোন ব্যবস্থা আছে?
আপনার মূল্যবান মতামত প্রত্যাশা করছি।
ভাই, একটু ধৈর্য্য ধরে সবগুলো প্রশ্নের উত্তর দেবেন প্লিজ।
ভাই জানতে চাই বিস্তারিত। তাই এই পোস্টটি করলাম।
টি আই অন্তর says
হ্যালো হাছিবুল ইসলাম,
মনে হচ্ছে আপনি ইউটিউব নিয়ে কাজ করার চিন্তা করছেন, তাই এত রিসার্চ করছেন এবং আপনার মনে নানা প্রশ্ন জাগছে। ইউটিউব নিয়ে আমাদের দেশে অনেকেই কাজ করছেন। তাদের মাঝে কেউ কেউ ভাল পরিমাণ আয় করছেন। কেউ কেউ বারবার কপিরাইট ইস্যুতে ধরা খাচ্ছেন, চ্যানেল কিংবা ভিডিও ব্যান হয়ে যাচ্ছে। এটা সত্যি যে, জেনে-বুঝে, ভালভাবে কাজ করতে পারলে, আপনিও একজন সফল ইউটিউবার হতে পারবেন এবং আয় করতে পারবেন অন্য অনেকের মতো।
যাইহোক, এবার আপনার প্রশ্নগুলোর উত্তর দেয়া যাক-
১. ইউটিউব ছাড়া অন্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইউটিউবে আপলোড করলে সমস্যা হতেও পারে, নাও হতে পারে। যেমন, ওই ওয়েবসাইটটি যদি পাবলিক ওয়েবসাইট হয় এবং তাদের টার্মস্ এন্ড কন্ডিশনে অনুমতি দেয়া থাকে, তবে সমস্যা নেই। আর যদি ওই ওয়েবসাইটের টার্মস্ এন্ড কন্ডিশনে উল্লেখ করা থাকে যে, তাদের কন্টেন্ট ডাউনলোড কিংবা রি-ডিস্ট্রিবিউট করা যাবে না, তবে অবশ্যই আপনার উচিৎ হবে না, তাদের ভিডিও ইউজ করা। সুতরাং, কোন ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করার আগে তাদের প্রাইভেসী পলিসি এবং টার্মস্ এন্ড কন্ডিশনগুলো আগে পড়ে নেবেন।
বিটিভি কিংবা যে কোন টিভি থেকে অনুষ্ঠান রেকর্ড করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন। তবে, আপনাকে চেক করে নিতে হবে, ওই টিভির ইউটিউব চ্যানেল রয়েছে কিনা। যদি থাকে, তবে অবশ্যই তারা অনুষ্ঠানটি তাদের চ্যানেলে আপলোড করেছে কিংবা করবে। সুতরাং, আপনি সেটা আপলোড করতে পারবেন না। যদি করেন, তবে তারা ইউটিউবে রিপোর্ট করবে আর ইউটিউব কর্তপক্ষ আপনার চ্যানেল কিংবা ভিডিও ব্যান করে দেবে।
বিভিন্ন ভিডিও থেকে ফুটেজ নিয়ে নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে ইউটিউবের ফেয়ার ইউজ পলিসি রয়েছে। এখান থেকে Youtube Fair Use Policy পড়ে নিন।
২. আপনি যদি কোন টিভির লাইভ প্রোগ্রাম রেকর্ড করে আপলোড করেন, তাহলে ওই টিভি ইউটিউবে ক্লেইম না করা পর্যন্ত কোন সমস্যা হবে না। সাধারণত, কোন টিভির যদি নিজস্ব ইউটিউব চ্যানেল না থাকে, তবে তাদের ক্লেইম করার অপশনই থাকে না, থাকলেও এত ঝামেলা নিতে কেউ যাবে না।
আপনার কোন প্রিয় তারকার লাইভ যদি রেকর্ড করেন আর সেটি যদি ফেসবুক কিংবা ইউটিউব ছাড়া অন্য কোথাও হয়, তবে সমস্যা হবে না। তবে, ওই তারকার যদি ইউটিউব চ্যানেল থাকে, তবে ক্লেইম করতে পারে। কাজেই, আগে যাছাই করে নিন।
৩. একই গানের ভিডিও অনেকেই হুবহু আপলোড করছে, এটা সত্যি। সেক্ষেত্রে অনেকগুলো বিষয় বিবেচনায় রয়েছে-
ক. গানটির কপিরাইট হয়তো কেউই হোল্ড করছে না। যেমন, কোন গানের বয়স যদি ৬০ বছর পার হয়ে যায়, তবে ওই গানের কপিরাইট থাকে না। তাই, যে কেউ ইউজ করতে পারে।
খ. আমাদের দেশে এখন মিউজিক কোম্পানীগুলো গানের গীতিকার, সুরকার ও শিল্পী থেকে কপিরাইট নিয়ে থাকে এবং তাদের অনেকেরই ইউটিউব চ্যানেল রয়েছে। যে-সব কোম্পানীর ইউটিউব চ্যানেল নেই কিংবা এ বিষয়টি নিয়ে তারা অতটা মাথা-ব্যাথা দেখাচ্ছে না, তাদের গানগুলোই নানা জনে নানাভাবে ইউটিউবে আপলোড করছে।
গ. কিছু শিল্পী রয়েছেন যারা কোন কোম্পানীর কাছে গান বিক্রি করছেন না এবং কপিরাইট নিয়েও মাথা ঘামাচ্ছেন না, তাদের গান অনেকেই আপলোড করছে।
ঘ. এছাড়া, যে গানগুলোর কপিরাউট হোল্ডার রয়েছে অথচ দেখছেন বিভিন্ন জন হুবহু আপলোড করে রেখেছে, কিছু দিন পর পর দেখবেন একজনেরটা আছে তো আরেকজনেরটা নেই। অর্থাৎ, গানের মালিক যখন যারটা দেখছে, তখন সেটার বিরুদ্ধে ইউটিউবে ক্লেইম দিচ্ছে আর ইউটিউব সেটা বন্ধ করে দিচ্ছে। আবার, এর মাঝেই হয়তো আরেকজন সেই গানটি আপলোড করে দিয়েছে। এভাবেই চলছে………
৪. না, এক্ষেত্রে ইউটিউব ধরবে না। আপনি বিভিন্ন নাটক থেকে খুবই ছোট ছোট ডায়ালগ নিয়ে ১০টি বা ২০টি ডায়ালগের ভিডিও বানাতে পারেন। এক্ষেত্রে ওই নাটকের মালিকও আপনার বিরুদ্ধে ক্লেইম করতে পারবে না। কারণ, এটি ইউটিউবের ফেয়ার ইউজের মধ্যেই পড়ে। সুতরাং, এ জাতীয় কোন ভিডিওর ক্ষেত্রেই সমস্যা নেই। তবে, খেয়াল রাখতে হবে যেন বড় ফুটেজ নেয়া না হয়। ছোট ছোট অংশ নিয়ে নতুন ভিডিও বানাতে পারেন।
৫. ইংরেজী ভিডিওর ভয়েস চেঞ্জ করে বাংলা ভয়েস দিয়ে অনেকেই আপলোড করছে। এতে সমস্যা হচ্ছে না এই কারণে যে ওই ভিডিওর মালিক সেটা জানতেও পারছে না, তাই ক্লেইমও করছে না। তবে, যদি কখনো জানে এবং ক্লেইম করে, তাহলে ব্যান খাওয়ার সম্ভাবণা শতভাগ।
৬. আমার জানা মতে, নেই। আসলে একটা ভিডিও ইউনিক হয়েছে কিনা, সেটা যিনি তৈরি করেন, তিনিই ভাল বুঝতে পারবেন। এটার জন্যে কোন টুল বা সফট্ওয়্যারের প্রয়োজন নেই।
আশা করি, আপনার সবগুলো প্রশ্নের উত্তর পেয়েছেন, ভাল থাকুন।
হাছিবুল ইসলাম says
অন্তর ভাই, আপনার মুল্যবান মতামত প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবসময় আপনার থেকে এভাবে সমর্থন পাব। ধন্যবাদ ভাই।
সাহেল says
আপনাদের এই খানে ভিডিও ছাড়লে চ্যনেলের কোন ক্ষতি হবে না ত।
টি আই অন্তর says
আমাদের এখানে কেন ভিডিও ছাড়বেন, ভাই? ভিডিও তো ছাড়বেন ওয়াইল্ড স্পার্কে আর সেখানে ভিডিও ছাড়লে ইউটিউব চ্যানেলের কোনও ক্ষতি হবে না। বরং, লাভ হবে।
Sahel mia says
একাউন্ড খুলছি কিন্তু ভিডিও আপলোড হয় না। একাউন্টে কিছুই জমা হয় নাই। এখন কিভাবে ভিডিও আপলোড দিব। জানান কিছু বুঝতাছি না।
টি আই অন্তর says
ওয়াইল্ড স্পার্কে ভিডিও আপলোড করার পদ্ধতি জানতে এই ভিডিওটি দেখুন।
MD Niloy says
ওয়াইল্ড স্পার্ক থেকে টাকা টা তুলবো কিভাবে? যদি বলেন…
Dipto says
Wildspark.me সাইটটি ওপেন হচ্ছে না।
টি আই অন্তর says
আমরা দু:খিত। সাইটটি site.hyperspace.app-তে রিডাইরেক্ট হচ্ছে। তার মানে সাইটটির ডোমেইন পরিবর্তিত হয়েছে। কিন্তু রিডাইরেকশন ঠিক মতো কাজ করছে না। অপেক্ষা করুন, আশা করি সাইটটি ওপেন হবে।