লোগো একটা ব্র্যান্ড ভ্যালু। তাই, যে কোনও ব্যবসায়ীক বা সৃষ্টিশীল কাজের সাথে লোগো থাকা আবশ্যক। ইউটিউব ভিডিওতে লোগো না থাকলে ভিডিওর কিংবা চ্যানেলের কিংবা ভিডিওর পেছনে যিনি রয়েছেন, তার ব্র্যান্ড ভ্যালু থাকে না। ফলে, প্রতিটি সচেতন ইউটিউবারকেই ভিডিওতে নিজস্ব লোগো ব্যবহার করার ব্যাপারে সিরিয়াস হওয়া উচিৎ।
ইউটিউবে অসংখ্য চ্যানেল রয়েছে। আর প্রতিটি চ্যানেলেরই একটা আলাদা আইডেনটিটি রয়েছে। ইউটিউবাররা সাধারণত তাদের চ্যানেল ও ভিডিওর ব্র্যান্ড ভ্যালু তৈরির জন্যে লোগো যুক্ত করে থাকে। আপনার চ্যানেল ও ভিডিওতে যদি লোগো যুক্ত না করেন, তবে আপনি অন্যান্য ইউটউবারদের কাছ থেকে পিছিয়ে পড়বেন।
ইন্টারনেট দুনিয়ায় অনেক অনলাইন ভিডিও এডিটর রয়েছে। কিন্তু আপনি যদি না জানেন যে কিভাবে এগুলো ব্যবহার করবেন, তবে আপনার ভিডিও কিংবা ভিডিও চ্যানেল নন-ব্র্যান্ডই থেকে যাবে। তাই চলুন জানা যাক কিভাবে কোন সফট্ওয়্যার ছাড়াই আপনার ভিডিওতে কাস্টম লোগো যুক্ত করবেন।
ইউটিউব ভিডিওতে লোগো যুক্ত করার উপায়
আপনি হয়তো ভিডিও মার্কেটিংয়ে একজন এক্সপার্ট লোক। তাই আপনার প্রতিটি ভিডিওতেই আপনি নিজস্ব লোগো যোগ করে দিতে চান যাতে আপনার ভিডিওর একটা ব্র্যান্ডিং তৈরি হয়ে যায়। কোন ব্যাপার না, নিচের কয়েকটি স্টেপ ফলো করে আপনি খুব সহজেই এ কাজটি করতে পারবেন, গড়ে তুলতে পারবেন একটি নিজস্ব ইউটিউব ব্র্যান্ড। আসুন, শুরু করা যাক।
আশা করি, আপনার ইউটিউব চ্যানেল ও ভিডিওর জন্যে আগে থেকেই চমৎকার একটি লোগো তৈরি করে রেখেছেন। যদি না করে থাকেন, তবে এখনই আগে লোগো ডিজাইনে লেগে পড়ুন। তবে লোগো ডিজাইন করার আগে আপনার অবশ্যই এই ৫টি বিষয় জেনে রাখা উচিৎ। যাইহোক, ধরে নিলাম আপনার লোগো রেডি এবং আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। এখন আপনি আপনার ভিডিওতে নিজস্ব ব্র্যান্ডিং এর জন্যে লোগো যুক্ত করতে চাইছেন। সুতরাং, নিচের প্রক্রিয়াগুলো ফলে করুন।
গুগলের ১৮টি ফ্রি সার্ভিস এর মধ্যে ইউটিউব একটি। প্রথমে YouTube.com এ যান, এরপর আপনার চ্যানেলে লগইন করুন। ডান পাশের উপরের কর্ণারে আপনি Sign in বাটন দেখতে পাবেন।
আর আপনার জিমেল অ্যাকাউন্ট যদি সাইন ইন করা থাকে, তবে Sign in এর জায়গায় আপনার ছবি দেখতে পাবেন।
উপরের ডান কর্ণারে থাকা এই Sign in কিংবা আপনার ছবির উপর ক্লিক করুন। একটা ড্রপ ডাউন মেন্যু ওপেন হবে যেখানে আপনি অনেক অপশন দেখতে পাবেন।
সব অপশন আপনার দরকার নাই, শুধু মাত্র Settings এ ক্লিক করুন। Settings এ ক্লিক করলে সেটিংস সেন্টার পেজ ওপেন হবে। এখান থেকে View Additional Features এ ক্লিক করুন।
ক্লিক করার পর যে পেজটি ওপেন হবে, তার বাম পাশে দেখুন Channel ক্যাটেগরির আন্ডারে Status & Features, Upload Defaults এবং তারপর Branding নামে একটি সাব-ক্যাটেগরি রয়েছে। এটির ওপর অর্থাৎ Branding এর উপর ক্লিক করুন।
Branding Watermark নামে আরেকটি পেজ ওপেন হবে। এর নিচে Add Watermark নামের বাটনটিতে ক্লিক করুন।
ক্লিক করার পর নতুন একটি পপআপ উইন্ডো খুলবে যেখানে আপনার তৈরি করা লোগোটি আপলোডের জন্যে চুজ করে দিতে হবে। সুতরাং, Choose File এ ক্লিক করে আপনার কম্পিউটার থেকে লোগোর ফাইলটি চুজ করে দিন।
ব্যাস্, আপনার ইউটিউব ভিডিওতে লোগো যুক্ত করার কাজ শেষ। এখন থেকে দর্শকরা যখনই আপনার চ্যানেলের ভিডিও দেখবে, তখনই ভিডিওতে আপনার লোগো বা ওয়াটার মার্ক দেখা যাবে। এটা শুধু আপনার ইউটিউব চ্যানেলকে ব্র্যান্ডিংই করবে না, একই সাথে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও দর্শকদের অনুপ্রাণিত বা আকর্ষিত করবে। আর সাথে সাথে আপনার চ্যানেলটিও র্যাংক পেতে থাকবে। চাইলে আপনি ইউটিউব চ্যানেল ও ভিডিও র্যাংক করানোর এই উপায়গুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন। এতে, নিশ্চিত থাকতে পারেন যে, আপনার চ্যানেল র্যাংক করানোর মাধ্যমে আপনার ইউটিউব ক্যারিয়ার আগের থেকে অনেক উজ্জ্বল হবে।
MD MOJNU KHAN says
ইউটিউব ভিডিওতে ওয়াটারমার্ক যুক্ত করার প্রয়োজনীয়তা দেখা দেয় প্রায়ই। কিন্তু সঠিক উপায়টি না জানার কারণে অনেকেই ওয়াটারমার্ক বা লোগো যুক্ত করতে পারেন না। তাদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে আসায় হৈচৈ বাংলাকে ধন্যবাদ।
Md nazim uddin says
অনেকেই দেখি ইউটিউব থেকে আয় করছে বলে শোনা যাচ্ছে। আমিও ইউটিউব খুলে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাই। যারা ইউটিউবে এক্সপার্ট আছেন, তাদের সাথে যোগাযোগ করতে চাই, তাদের সহযোগীতা পেতে চাই।