ইউটিউবে অটো রিপিট সেট করে বারবার চালু করার বিরক্তি থেকে বাঁচার উপায় আছে। কেন চালু করবেন অটো রিপিট অপশন?
ইউটিউবে এমন একটি গান শুনছেন যা আপনার অত্যন্ত ভাল লেগে গেল যে গানটি বারবার শুনতে ইচ্ছে করছে। কিন্তু বারবার শুনার জন্যে গানটা শেষ হওয়ার পর আবার চালু করতে হচ্ছে যা খুবই বিরক্তিকর।
আবার, হয়তো এমন একটি ভিডিও ক্লিপ দেখছেন যা ভাল করে বোঝার জন্যে কিংবা অন্য কোনও কারণে বারবার দেখার প্রয়োজন হচ্ছে। এক্ষেত্রেও, সেই একই সমস্যা।
হতে পারে কুরআনের একটি সূরা শিখছেন যা নামাজের জন্যে প্রয়োজন। এখন, ভাল করে শেখার জন্যে সূরাটি বারবার শুনা প্রয়োজন। কিন্তু এখানেও আপনাকে শেষ হওয়ার পর আবার চালু করতে হচ্ছে।
এ সমস্যা থেকে উত্তরণের উপায় হচ্ছে অটো রিপিটিং সেট করা যাকে ইউটিউবের ভাষায় লুপ (Loop) বলা হয়। হ্যাঁ, ইউটিউব ভিডিওতে এই লুপ অপশনটি চালু করেই আপনি বারবার ভিডিও চালু করার বিরক্তি থেকে বাঁচতে পারেন।
আসুন, জেনে নেই কিভাবে ইউটিউব ভিডিওতে অটো রিপিট সেট করবেন।
ইউটিউবে অটো রিপিট সেট করার উপায়
আপনি নিশ্চয়ই ইউটিউব ব্যবহারের সেরা কিছু টিপস্ সম্পর্কে আগে থেকেই জানেন। আজ জেনে নিন ইউটিউব ভিডিওতে অটো রিপিট সেট করার উপায়।
- স্টেপ-১: ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করুন।
- স্টেপ-২: যে ভিডিওটি বারবার দেখতে চান, সেটি চালু করুন।
- স্টেপ-৩: ভিডিওটির উপরে রাইট বাটন ক্লিক করুন।
- স্টেপ-৪: দেখুন অনেকগুলো অপশন রয়েছে, তার মাঝে Loop নামের অপশনটির উপর ক্লিক করে টিক মার্ক দিয়ে দিন।
ব্যস্, ইউটিউবে অটো রিপিট সেট করার কাজ শেষ। এখন আপনার পছন্দের ভিডিও বা গানটি শেষ হওয়ার কয়েক সেকেন্ড পরই আবার অটোমেটিক চালু হয়ে যাবে।
Leave a Reply