ইউটিউব ব্যবহারের টিপস্ জানাটা জরুরি। ইউটিউবকে বিভিন্ন উপায়ে চমৎকারভাবে ব্যবহার করা যায়। ইউটিউবের ভিডিও ডাউনলোড করা, শর্টকাট পদ্ধতিতে ইউটিউব ব্যবহার করার মত অনেক কৌশল আছে। এসব কৌশল জেনে ইউটিউব ব্যবহার করলে আপনার ইউটিউব ব্যবহারে নতুন মাত্র যোগ হবে।
ইউটিউবে সার্চ দিয়ে কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পাওয়া! ইউটিউবে ডার্ক মোড চালু করা। ব্যাকগ্রাউন্ডে ইউটিউব ভিডিও চালু রাখার মত অনেক ফিচার হয়তো আপনার জানা নেই। ইউটিউবকে আরও আকর্ষণীয় এবং ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্য দিতে, ইউটিউব প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যোগ করে যাচ্ছে।
তাই, বরাবরের মত আপনাদেরকে সেই ফিচারের সাথে পরিচয় করিয়ে দিতে আজকে আমাদের এই লেখাটি। এই লেখায় ইউটিউবের গুরুত্বপূর্ণ সব টিপস্ এবং ট্রিকস নিয়ে আলোচনা করা হবে।
ইউটিউব ব্যবহারের টিপস্
১. ইউটিউব ডার্ক-মোড
ডার্ক -মোড বর্তমানে অ্যান্ড্রোয়েড দুনিয়ার সবচেয়ে আলোচিত ফিচার। কমবেশি সব অ্যাপে এখন ডার্ক-মোড রয়েছে। ইউটিউব তার ব্যতিক্রম নয়। স্মার্টফোনের পাশাপাশি ইউটিউব অ্যাপেও এই ফিচারটি রয়েছে। রাতের বেলা এই ফিচারটি বেশ কাজে দেয়।
ইউটিউব ডার্ক-মোড চালু করার উপায়
- কম্পিউটার: Youtube এ প্রবেশ করে আপনার প্রোফাইলে ক্লিক করে নিচের Dark theme অপশনটি On করে দিলেই চালু হয়ে যাবে ডার্ক-মোড।
- স্মার্টফোন: Youtube অ্যাপে যাওয়ার পর প্রোফাইল আইকনে ক্লিক করে Settings এ যান। তারপর General এ গিয়ে Dark Theme অপশনটি চালু করে দিন।
২. ইউটিউব সার্চ টিপস্
আমরা সবাই জানি, আমরা যখন ইউটিউবের সার্চ বক্সে সার্চ করি, তখন কাঙ্ক্ষিত ভিডিও চলে আসে। তবে, হাজার হাজার ভিডিও থেকে কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। কিন্তু, আপনার যদি ইউটিউব সার্চ টিপস্ সম্পর্কে ধারণা থাকে তাহলে কাজটি একদম সহজ হয়ে যাবে।
লেখার নিয়ম: “cricket, live” লিখে সার্চ দিলে আপনি লাইভ সব ক্রিকেট ম্যাচের ভিডিও পাবেন। allintitle: ”bangladesh street food” লিখে সার্চ দিলে, যে-সব ভিডিওর টাইটেলে bangladesh street food লেখা আছে সেই ভিডিওগুলো পাবেন।
সার্চ ফিল্টার ব্যবহার: ইউটিউব অ্যাপ এবং কম্পিউটার উভয় জায়গায় এই অপশনটি রয়েছে। যে কোন কিছু সার্চ দেয়ার পর এই অপশনটি পাবেন। এই অপশনে ক্লিক করে আপনি অনেক কিছু করতে পারবেন।
যেমন, Last Hour এ ক্লিক করলে কয়েক ঘণ্টা আগে যে ভিডিও আপলোড হয়েছে তা দেখতে পারবেন। Short (<4 minutes) এ ক্লিক করলে শুধু ৪ মিনিটের কম সময়ের ভিডিও দেখাবে। এই অপশনের সুবিধা নিশ্চয়ই বুঝতে পারছেন। ইউটিউব ব্যবহারের টিপস্ হিসেবে এটি অনেক গুরুত্বপূর্ণ।
৩. ভিডিও দেখার টিপস্
ইউটিউব ভিডিও দেখার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। অ্যাপে ভিডিও চালু করার পর উপরের ৩টি ডটে ক্লিক করলে বেশ কিছু অপশন পাবেন। কম্পিউটারের ক্ষেত্রে সেটিং আইকন দেখবেন। এখানে ক্লিক করে আপনি ভিডিও কোয়ালিটি ঠিক করে দিতে পারবেন। 144p বা 244p সিলেক্ট করে দিলে আপনার কম ডাটা খরচে হবে।
ডাটা খরচ কমানোর ব্যাপারটা শুধু ইউটিউবের ক্ষেত্রেই নয়, বরং সর্বক্ষেত্রেই প্রয়োজন। তাই, স্মার্টফোনে অতিরিক্ত ডাটা খরচ কমানোর কিছু উপায় জেনে রাখুন, এটা বাড়তি হিসেবে দিলাম আর কি। যাইহোক, ভিডিও কোয়ালিটি সেট করার পাশাপাশি এখানে আপনি Playback speed এ ক্লিক করে ভিডিও দ্রুত বা স্লো করতে পারবেন।
ইউটিউবের সেটিংসে গিয়ে Duble-tap to seek অপশনে আপনি সেকেন্ড সেট করে দিতে পারেন। এর ফলে, আপনি ভিডিওর ডান পাশে ডাবল ক্লিক করলে যত সেকেন্ড সেট করবেন তত সেকেন্ড সামনে যাবে। আবার, বাম দিকে ক্লিক করলে পেছনে যাবে।
৪. ইউটিউব ভিডিও সেভ বা ডাউনলোড
ইউটিউবের ভিডিও সেভ করার অনেক অপশন রয়েছে। কোন ভিডিও দেখার সময় যদি আপনার ইচ্ছা হয় ভিডিওটি পরে আবার দেখবেন, তাহলে Save এ ক্লিক করুন এবং প্লে-লিস্টে যোগ করে নিন। পরবর্তীতে আপনি এই সেভ করা ভিডিও দেখতে পারবেন।
ইউটিউবের ভিডিও ডাউনলোড করার উপায় ২টি। একটি সুবিধা ইউটিউব অ্যাপে রয়েছে। ভিডিওর নিচে ডাউনলোড আইকনে ক্লিক করলে ডাউনলোড হবে। ডাউনলোড করা ভিডিও পরে ইন্টারনেট ছাড়া দেখতে পারবেন। কিন্তু, এই ফিচারের সমস্যা হল এই ভিডিও অন্যকে শেয়ার করা যায় না, মিডিয়া প্লেয়ার দিয়ে দেখা যায় না এবং ১ সপ্তাহ পর আবার ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হয়।
এক্ষেত্রে, ২য় অপশনটি ব্যবহার করা যেতে পারে। ইউটিউব ভিডিওর লিংকটি কপি করে ss যোগ করে দিলে, ভিডিও ডাউনলোড করা যাবে। যেমন, একটি ভিডিওর লিংক হল http://youtube.com/watch?v=dfsfsfssdfsdf&t41s এখন আপনার কাজ হল Youtube এর আগে ss যোগ করা। যোগ করার পর লিংকটি হবে http:/ssyoutube.com/watch?v=dfsfsfssdfsdf&t41s। ইন্টারনেট ব্রাউজার থেকে লিংকটিতে প্রবেশ করলে ভিডিও ডাউনলোড করতে পারবেন।
৫. ইউটিউব নিয়ন্ত্রণ
ইউটিউব নিয়ন্ত্রণ করার কিছু সুবিধা রয়েছে। ইউটিউবে আপনি কি কি সার্চ করেছেন, কোন কোন ভিডিও দেখছেন, প্রতিদিন কত ঘণ্টা ইউটিউব ব্যবহার করেছেন তা দেখা যায়। এছাড়া, নির্দিষ্ট সময় আপনাকে মনে করিয়ে দিবে আপনার এখন ইউটিউব বন্ধ করা উচিত। এরকম বেশ কিছু চমকপ্রদ ফিচার রয়েছে।
নির্দিষ্ট সময় আপনাকে মনে করিয়ে দেয়া ও প্রতিদিন সময় ব্যয় করার ফিচারটির নাম Time Watched। এই ফিচারটি পেতে আপনার অ্যাপের প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। অপর দিকে আপনার ওয়াচ আর সার্চ হিস্টোরি দেখতে পারবেন Settings থেকে History & Privacy অপশন থেকে।
Turn on Incognito মোড নামে আরেকটি অসাধারণ ফিচারের দেখা মিলবে ইউটিউব অ্যাপে। এই ফিচারটি চালু করলে আপনি ইউটিউবে কোন ভিডিও দেখছেন বা সার্চ করছেন তা জমা থাকবে না।
শেষ কথা
ইউটিউব ব্যবহারের টিপস্ হিসেবে লেখাটি আশা করি আপনাদের ভাল লেগেছে। এখানের অনেক ফিচার ইউটিউবের লেটেস্ট ভার্সনের অ্যাপে রয়েছে। তাই, আপনার অ্যাপটি যদি পুরাতন হয়, তাহলে অবশ্যই আপডেট করে নিবেন।
মোহাম্মদ রাশেদ আলী says
ইউটিউব ব্যবহারের উপর খুব ভালো একটা আর্টিকেল, ভাইয়া। কিছু দিন ধরে ডার্ক মোড ইউজ করছি, ভালো একটা ফিচার।
ওমর ফারুক says
আপনাকেও ধন্যবাদ, ভাই