আপনি সম্ভবত ইউটিউবে মানুষের নিয়মিত অর্থ উপার্জনের গল্প শুনেছেন। জেনেছেন ইউটিউব থেকে আয় করা যায় এবং মনে মনে চিন্তা করেছেন, “আরে, আমিও তো এটা করতে পারি!”. অবশ্যই পারেন, ইউটিউব ভিডিও তৈরির সেরা আইডিয়া থেকে বেছে নিন আপনার পছন্দের আইডিয়াটি আর শুরু করুন আয়।
যদিও এখান হাজার হাজার ডলার রোজগার সম্ভবত বাস্তবসম্মত নয়, কিন্তু আপনি দ্রুত টাকা রোজগার শুরু করতে পারেন। বিশেষ করে যদি আপনার একটি শক্তিশালী গ্রাহক বেস থাকে। অর্থাৎ আপনার চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার থাকে। মূলত, সাবস্ক্রাইবাররাই হচ্ছে আপনার চ্যানেলের ভিউয়ার্স যারা আপনার চ্যানেলটি নিয়মিত ভিজিট করবে।
তো ইউটিউবে আপনার ভিডিও মনেটাইজ করতে এখনই এই লেখাটি অনুসরণ করুন। এখানে চ্যানেল খোলা হইতে শুরু করে স্টেপ বাই স্টেপ সমস্তা গাইডলাইন দেয়া হয়েছে।
ইউটিউব থেকে আয়
১. ইউটিউব চ্যানেল গঠন করা: প্রথমেই জেনে নিন কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন। মনে রাখবেন, আপনার চ্যানেলটি ইউটিউবে আপনার ব্যক্তিগত বহিঃপ্রকাশ। প্রতিটি ইউটিউব অ্যাকাউন্টে একটি চ্যানেল সংযুক্ত থাকে। একটি ইউটিউব চ্যানেল একটি গুগল অ্যাকাউন্টেরই মতো, এবং একটি ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করলে আপনি গুগলের অন্যান্য পণ্য ও ব্যাবহার করতে পারবেন ঠিক জিমেইল বা ড্রাইভের মতো।
- আপনার অ্যাকাউন্ট তৈরি করুন অথবা আপনার বর্তমান অ্যাকাউন্ট ব্যবহার করুন। মানুষ যাতে সহজে খুজে পায় তাই সহজ কিওয়ার্ড যুক্ত করুন। আপনি আপনার চ্যানেল সেটিংসে এ গিয়ে ভাল কিওয়ার্ড যোগ করতে পারেন। এটা নিশ্চিত করুন যে আপনার কীওয়ার্ড যেন আপনার বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক হয়।
- আপনার “ইউজার নেম” বা ব্যবহারকারী নাম আপনার পক্ষে অথবা বিপক্ষে কাজ করতে পারে। যদি এটা, সহজ, সংক্ষিপ্ত এবং মনে রাখার মত হয়, তবে মানুষ আপনার চ্যানেল মনে রাখবে যা আপনার খুব কাজে দিবে। আপনি যদি আপনার বিদ্যমান অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন, তবে আপনি যে কোনো সময় আপনার গুগল প্লাস অ্যাকাউন্টে গিয়ে ব্যবহারকারী নাম পরিবর্তন করতে পারেন।
২. কনটেন্ট যোগ করাঃ এমন কনটেন্ট আপলোড করার চেষ্টা করুন যার কোয়ালিটি খুব ভাল এবং খুব দীর্ঘ নয়। এই অপশনটি আপনি কি ধরনের কনটেন্ট আপলোড করছেন সেই বিষয়বস্তুর উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। এছাড়াও নিয়মিত আপলোড করার চেষ্টা করুন এবং আপনার আপলোডের বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রাখুন।
প্রথমে আপনার ভিডিও যদি খুব ভাল নাও হয়, এটা ধরে রাখুন। অনুশীলন সাফল্যর চাবিকাটি। প্রতিটি ভিডিও গত বারের ভিডিওর চেয়ে ভাল করতে চেষ্টা করুন। আপনি করতে করতেই অনেক কিছু শিখবেন।
- একটি ভাল ক্যামেরা ব্যবহার বা কম্পিউটারের জন্যে ভাল এডিটিং সফটওয়্যার বা নতুন কোন কৌশল কাজে লাগিয়ে আপনার বিষয়বস্তু উন্নত করার চেষ্টা করুন। এছাড়াও কি উপায়ে শুট করা হচ্ছে তা উন্নত করার চেষ্টা করুন। একটি তেপায়া ব্যবহার করুন, একজন বন্ধুর সাহায্য নিতে পারেন যিনি আপনার দৃশ্যগুলো ভাল ভাবে নিতে সাহায্য করবেন। এই ব্যাপার গুলো আপনাকে একটি ভাল প্রোডাক্ট পেতে সাহায্য করবে যা কিনা দিনশেষে আপনাকে ভাল দর্শক এনে দিবে।
- নিয়মিতভাবে আপলোড করার মাধ্যমে আপনি আপনার শ্রোতা ধরে রাখতে পারবেন। এবং নতুন মানুষ আপনাকে সাবস্ক্রাইব করবে যদি আপনি নিয়মিত ভাবে আপনার বিষয়বস্তু অনুযায়ী ভিডিও আপলোড করতে পারেন।
- আপনার বিষয়বস্তু অনুযায়ী কীওয়ার্ড সহ একটি আকর্ষণীয় বিবরণ বর্ণনা দিয়ে আপনার ভিডিও ট্যাগ করতে ভুলবেন না। এটি ইউটিউব অনুসন্ধান থেকে মানুষকে আপনার ভিডিওতে আসতে সাহায্য করবে।
৩. শ্রোতা লাভঃ শ্রোতা তৈরি করাই আপনার উপার্জন বৃদ্ধির চাবিকাঠি। মানুষ যদি বিজ্ঞাপন দেখে তাহলেই আপনার উপার্জন হবে। একমাত্র ভাল কনটেন্ট তৈরি করা ছাড়া শ্রোতা বৃদ্ধির কোন গোপন সুত্র নেই।
- নিয়মিত ভিডিও আপলোড করতে থাকুন এবং শ্রোতা পাওয়ার চেষ্টা করুন। টুইটার এবং ফেসবুকে আপনার ভিডিওটি পাঠান। মানুষের সাথে শেয়ার করুন। সামাজিক মাধ্যম গুলোতে যত শেয়ার করবেন আপনার শ্রোতা বৃদ্ধির সম্ভাবনা তত বাড়বে।
- আপনার শ্রোতাদের সাথে যোগাযোগ করুন, তাদের কমেন্টের উত্তর দিন, মাঝে মাঝে শুধু তাদের জন্য ভিডিও তৈরি করুন। আপনার শ্রোতাদের সাথে আপনার যোগাযোগ আপনার কমিউনিটি বড় করতে খুব সাহায্য করবে।
৪. ভিডিও মনেটাইজ করাঃ আপনার ভিডিও থেকে অর্থ উপার্জন শুরু করার জন্য, মনেটাইজ নিশ্চিত করতে হবে। এর মানে হল আপনি ইউটিউবকে আপনার ভিডিওতে বিজ্ঞাপন স্থাপন করার অনুমতি দিচ্ছেন। এছাড়া আপনি স্বীকার করছেন যে আপনার ভিডিওতে কোন কপিরাইটযুক্ত উপাদান নেই।
- আপনি মনেটাইজ ট্যাবে ক্লিক করে এবং “Monetize With Ads” বক্স চেক করে আপলোড করে আপনি একটি ভিডিও মনেটাইজ করতে পারেন.
- একটি ভিডিও আপলোড করার পর তা মনেটাইজ করতে আপনার ভিডিও ম্যানেজার খুলুন এবং ভিডিওর পাশে “$” চিহ্নতে ক্লিক করুন। “Monetize With Ads” বক্স চেক করুন।
৫. গুগল অ্যাডসেন্স সেট আপঃ আপনি অ্যাডসেন্স ওয়েবসাইট এ বিনামূল্যে গুগল অ্যাডসেন্স সেট আপ করতে পারেন। আপনার অ্যাকাউন্ট তৈরি করার জন্য সাইন আপ বাটনে ক্লিক করুন। আপনাকে আপনার নিজের অ্যাকাউন্ট তৈরি করতে ১৮ বছর অথবা তার বেশী বয়স্ক হতে হবে। আপনি যে এর চেয়ে ছোট হন, তাহলে আপনার একজন পূর্ণবয়স্ক ব্যাক্তির সাহায্য প্রয়োজন হবে।
- আপনার একটি পেপ্যাল অথবা ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য তথ্যের সাথে বৈধ ঠিকানা লাগবে যাতে অ্যাডসেন্স যাচাই করতে পারেন আপনি কে এবং তারা কাকে টাকা পাঠাচ্ছে। আপনি শুধুমাত্র বিজ্ঞাপনে প্রতি ক্লিকের টাকা এবং প্রতি দর্শনে একটি ছোট পরিমাণটাকা লাভ করবেন কিন্তু এটা সময়ের সাথে যোগ হতে থাকবে। এই জন্যই শ্রোতা খুব গুরুত্বপূর্ণ।
৬. অ্যানালিটিক্স চেকঃ আপনি একবার কিছু ভিডিও আপলোড, নগদীকরণ, এবং দেখা হোলে, আপনি তাদের উপর বিশ্লেষণধর্মী অ্যানালিটিক্স চেক করতে পারবেন। আপনার চ্যানেল মেনুতে অ্যানালিটিক্স অপশনে ক্লিক করুন। এখানে আপনি আপনার আনুমানিক আয়, বিজ্ঞাপন কর্মক্ষমতা, ভিডিও দেখার পরিমান, এবং আরো অনেক কিছু দেখতে পারবেন।
- এই টুলস গুলো ব্যবহার করে দেখতে পারবেন কিভাবে আপনার কন্টেন্ট আপনার শ্রোতাদের সঙ্গে ইন্টারঅ্যাক্টিভ হয়। আপনি আপনার বিষয়বস্তু বা আপনার বিপণন পরিবর্তন করতে পারেন যদি আপনি মনে করেন যে এই বিপণন প্রক্রিয়া গুলো মানুষ টানতে পারছে না।
৭. অন্যত্র আপনার ভিডিও মার্কেটিং করুনঃ শুধু ইউটিউবে আপনার ভিডিও দেয়া না! একটি ব্লগ শুরু করুন, একটি ওয়েবসাইট বা অন্যান্য ভিডিও বা সামাজিক মিডিয়া সাইটে সেগুলো পোস্ট দিন। যেমন ইউটিউব ভিডিও প্রমোট করতে পারেন ওয়াইল্ড স্পার্কে আর এখানে রয়েছে আয়ের সুযোগ।
- আরও যাতে ভিউ বেশি পায়, তাই লিংক শেয়ারিং বা ইন্টারনেটে ভিডিও এম্বেড করুন। এটি আপনার শ্রোতা বাড়াতে সুযোগ বৃদ্ধি করবে।
৮. ইউটিউবের অংশীদার হোনঃ ইউটিউবের অংশীদার তারাই যে সব সদস্যদের বিপুল শ্রোতা সহ ভিডিও আছে। অংশীদাররা আরো কন্টেন্ট ক্রিয়েশন টুলসের অ্যাক্সেস লাভ, এবং দর্শকদের সংখ্যার উপর ভিত্তি করে তারা পুরস্কার জিততে পারে। এছাড়াও অংশীদাররা আরো অনেক কমিউনিটির সমর্থন এবং টিপস অ্যাক্সেস পান।
- আপনি ইউটিউব অংশীদারি পৃষ্ঠার মাধ্যমে যে কোন সময়ে ইউটিউব অংশীদারিত্বের জন্য আবেদন করতে পারেন। সবচেয়ে শক্তিশালী অংশীদার প্রোগ্রাম অ্যাক্সেস লাভ করার জন্য, গত ৯০ দিন ধরে আপনার চ্যানেলের জন্য ১৫,০০০ ক্রমসঞ্চিত ঘণ্টা ভিউ থাকতে হবে।
বাবু says
খুবই ভালো
Antor says
ধন্যবাদ।
Rudro says
খুব দরকারি একটা পোস্ট, আমারও ইচ্ছে আছে ইউটিউব নিয়ে কাজ করার, লেখাটি আমার জন্য সাহায্যকারি হবে। ধন্যবাদ।
Hasan says
10+ hazar views hobar por monetization hoy and google adsense er jonno apply kora jay?10 hazar view hobar por?
টি আই অন্তর says
গত মাসের ২০শে ফেব্রুয়ারী ইউটিইব কতৃপক্ষ চ্যানেল মনেটাইজের জন্য নতুন আফডেট দিয়েছে। আগে ১০ হাজার ভিউর শর্ত ছিল কিন্তু টাইমিংয়ের ব্যাপারে কোন শর্ত ছিল না। এখন এটাকে ৪ হাজার ভিউতে আনা হয়েছে কিন্তু কঠিন করে ফেলা হয়েছে টাইম উল্লেখ করে। অর্থাৎ ৪ হাজার ঘন্টা ভিডিও ভিউ থাকতে হবে। সবচেয়ে কঠিন হয়েছে যে বিষয়টি সেটি হল, কমপক্ষে এক হাজার সাবস্ক্রাইভার থাকতে হবে মনেটাইজ করতে চাওয়া চ্যানেলের।
Prince jaminur says
ইউটিউব ব্যবহার করেন সবাই, তবে এখান থেকে কেউ কেউ আয়ও করছেন। আর আয় করার উপায়গুলো সম্পর্কে জেনে বেশ ভাল লাগলো, তাই হৈচৈ বাংলাকে ধন্যবাদ।