ইউটিউবে অ্যাড আসবে এটা একদম স্বাভাবিক ব্যাপার। অ্যাডের উপর নির্ভর করেই ইউটিউব এবং ভিডিও ক্রিয়েটররা টিকে আছে। এটা খুব সহজে অনুমেয় যে, অ্যাড ছাড়া ইউটিউব আশা করা যায় না। মূলত অ্যাড থেকে আসা অর্থ দিয়েই ইউটিউব এবং ইউটিউবাররা টিকে আছেন।
তবে, কিছু কিছু ক্ষেত্রে এই অ্যাড বিরক্তির চরম পর্যায় পৌঁছে যায়। ফলে, ইউটিউবে আসা এই অ্যাড বন্ধ করার প্রয়োজন হয়। এখন, আপনি যদি ইউটিউবের বিরক্তিকর এই অ্যাড বন্ধ করতে চান, তাহলে বলা যায় আপনি সঠিক জায়গায় চলে এসেছেন।
আপনি হয়তো জানেন যে, ইন্টারনেট ছাড়াই ইউটিউবে ভিডিও দেখার উপায় আছে। কিন্তু না জানার কারণে হয়তো আপনি বিরক্তিকর অ্যাড বন্ধ করতে পারছেন না।
আজকের এই লেখায় ইউটিউবের অ্যাড বন্ধের মোটামুটি সবগুলো উপায় নিয়ে আলোচনা করা হবে। এই পদ্ধতির মধ্যে যেমন ফ্রি উপায় রয়েছে, পাশাপাশি রয়েছে পেইড উপায়ও। এছাড়া কম্পিউটার এবং স্মার্টফোন দুটি মাধ্যমে অ্যাড ব্লক করার উপায় নিয়েও আলোচনা করা হবে।
নিচের এ-সব পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে আপনি খুব সহজে ইউটিউবে আসা অ্যাড বন্ধ করতে পারবেন। এছাড়া, ব্যাকগ্রাউন্ডে ইউটিউবের গান ছেড়ে অন্যান্য কাজ করার উপায় জেনে নিতে পারেন।
ইউটিউবে অ্যাড বন্ধ করার উপায়
পদ্ধতি-১: অ্যাপ ব্যবহার করে অ্যাড ব্লক
স্মার্টফোনে অ্যাপ ব্যবহার করে অ্যাড ব্লক করার ক্ষেত্রে প্রথমে যে অ্যাপটির নাম আসবে সেটা হল YouTube Vanced। দারুণ একটি ইউটিউব অ্যাপ এটি। অ্যাড ব্লক করার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে ভিডিও প্লে করার সুযোগ পাবেন এই অ্যাপের মাধ্যমে। অ্যাপটি ব্যবহার করতে আপনার যা যা লাগবে।
দুটি অ্যাপ অন্যান্য অ্যাপের মত ডাউনলোড করে ইন্সটল করলেই হবে। তবে, অ্যাপ দুটি ইন্সটল করার পূর্বে অবশ্যই আপনার ফোনে থাকা ডিফল্ট ইউটিউব অ্যাপটি ডিজ-অ্যাবল করে নিবেন এবং ভবিষ্যতে আর আপডেট করবেন না। আপডেট করলে এই অ্যাপটি আর কাজ করবে না।
উপরের পদ্ধতি কি বিদঘুটে মনে হচ্ছে? যদি উপরের পদ্ধতি আপনার কাছে খুব একটা সমস্যা মনে না হয়, তাহলে আপনি অ্যাড ব্লকার অ্যাপ ব্যবহার করতে পারেন। এসব অ্যাড ব্লকার অ্যাপ আপনি শুধু আপনার ফোনে ইন্সটল করবেন এবং যখন ইউটিউবে প্রবেশ করবেন, তখন অ্যাড ব্লকারটি চালু করে নিবেন। তাহলে, আর বিরক্তিকর অ্যাডের জ্বালাতন সহ্য করতে হবে না।
অ্যান্ড্রয়েডের জন্য অ্যাড ব্লকার-
আই-ফোনের জন্য অ্যাড ব্লকার-
উইন্ডোজ পিসির জন্য অ্যাড ব্লকার-
পদ্ধতি-২: এক্সটেনশন ব্যবহার করে অ্যাড ব্লক
যেহেতু পিসিতে ইউটিউব আমরা ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করি, তাই পিসিতে অ্যাড ব্লক করার সবচেয়ে কার্যকরী পদ্ধতি হল ব্রাউজার এক্সটেনশন। ব্রাউজার এক্সটেনশনের সবচেয়ে মজার ব্যাপার হল, একবার অ্যাড ব্লকার এক্সটেনশন যোগ করলে আপনাকে আর কিছু করতে হবে না। আরামে ইউটিউব ব্যবহার করতে পারবেন কোন রকম বিজ্ঞাপন ছাড়াই। আরেকটি সুসংবাদ হল এই এক্সটেনশন আপনি স্মার্টফোনেও ব্যবহার করতে পারবেন। এগুলো ব্যবহার করাও বেশ সহজ।
যাই হোক, পিসিতে এক্সটেনশনের ব্যবহার ব্রাউজার ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। কিন্তু সবগুলোর কাজ একই রকমের। বর্তমানে জনপ্রিয় কিছু ব্রাউজারের এক্সটেনশনের তালিকা নিচে দেয়া হল। যথা:
গুগল ক্রোমের জন্যে ব্রাউজার এক্সটেনশন-
মজিলা ফায়ারফক্সে জন্যে ব্রাউজার এক্সটেনশন-
এতো গেল পিসির জন্য এক্সটেনশন। এবার আসুন জানি, স্মার্টফোনের এমন কোন ব্রাউজার আছে যেখানে এক্সটেনশন ব্যবহার করা যায়। সত্যিকার অর্থে এ-রকম ব্রাউজারের সংখ্যা কিছুটা কম। কিন্তু সবগুলো ব্রাউজার বেশ চমৎকার এবং ফিচার সমৃদ্ধ। ব্রাউজারগুলো হল:
উপরে উল্লেখিত এই তিনটি ব্রাউজারে আপনি গুগল ক্রোমের এক্সটেনশন ব্যবহার করতে পারবেন এবং অ্যাড ব্লক করতে পারবেন অনায়াসে।
পদ্ধতি-৩: অ্যাড ব্লক ব্রাউজার ব্যবহার করে অ্যাড ব্লক
স্মার্টফোনে অ্যাড ব্লক করার অসংখ্য ব্রাউজার রয়েছে। এ সকল ব্রাউজার ব্যবহার করে যদি আপনি ইউটিউব ব্যবহার করেন, তাহলে আপনাকে আর অ্যাডের যন্ত্রণা ভোগ করতে হবে না। আপনাকে শুধু ব্রাউজারে গিয়ে youtube.com লিখতে হবে। এ-রকম জনপ্রিয় কিছু অ্যাড ব্লক ব্রাউজার হল-
পদ্ধতি-৪: পেইড পদ্ধতিতে অ্যাড ব্লক
পেইড পদ্ধতিটি ইউটিউবে নিজে প্রদান করে থাকে। এক্ষেত্রে আপনি তাদের অর্থ প্রদান করবেন, তারা অর্থের বিনিময়ে আপনাকে আর বিজ্ঞাপন দেখাবে না। যদিও আপনি এর মাধ্যমে অতিরিক্ত ৩টি সুবিধা পেয়ে থাকবেন। যথা:
- অ্যাড ব্লক
- ব্যাকগ্রাউন্ড ভিডিও প্লে
- ডাউনলোড
- প্রিমিয়াম মিউজিক
আরেকটি কথা, আপনি যদি বাংলাদেশী হয়ে থাকেন, তবে আপাতত এই সুবিধা পেতে হলে ভিপিএন ব্যবহার করে নিতে হবে। আসুন জেনে নেই, কিভাবে চালু করবেন এটা? প্রথমে এই লিংকে প্রবেশ করুন? তারপর Try it free তে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি ২ মাসের জন্য ফ্রি পাবেন। তবে, এক্ষেত্রে আপনার ক্রেডিট কার্ড কিংবা পেপাল অ্যাকাউন্ট দিতে হবে। পরের ২ মাস থেকে ইউটিউব আপনাকে চার্জ করবে এবং ইউটিউব প্রিমিয়ামের সুবিধা দিবে। এই সুবিধা আপনি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় মাধ্যমে ব্যবহার করতে পারবেন।
শেষ কথা
এই ছিল আজকে ইউটিউবে অ্যাড বন্ধ করার উপায় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আমি চেষ্টা করছি অ্যাড বন্ধ করার সবচেয়ে সহজ পদ্ধতিগুলো আপনাদের সম্মুখে হাজির করার। উপরের যে কোনো একটি সহজ পদ্ধতি আপনি অনুসরণ করতে পারেন। যদি কোন একটি পদ্ধতি কঠিন মনে হয়ে থাকে, তাহলে কমেন্ট করে আমাদের জানতে পারেন।
wikiHow Bangla says
ইউটিউব চালানোর সময় হঠাৎ অ্যাড এসে যে বিরক্তি তৈরি করে তা থেকে বাঁচার জন্যে দারুণ একটি টিউটোরিয়াল, ধন্যবাদ।
Hasnat says
খুব ভাল লাগলো অ্যাড বন্ধ করার প্রক্রিয়াটি জানতে পেরে। আমার একটা লোগো প্রয়োজন। আমার নাম্বার 01795239745.কল দিলে বা আপনার নাম্বার দিলে উপকৃত হইতাম।
মো: মাহিন উদ্দীন মাহি says
ভাই, আমি আপনাকে লগো তৈরি করে দিতে পারব। আমি একজন গ্র্যান্টেড গ্রাফিক্স ডিজাইনার।