আপনার যদি ইউএসএ-তে পড়াশুনা করার স্বপ্ন থাকে, তাহলে মেরিট অ্যাওয়ার্ডস্ আপনার সে স্বপ্ন পূরণের সিঁড়ি। স্কুলের পড়াশুনা শেষ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। ইউএস এর সুসকেহনা বিশ্ববিদ্যালয় বিদেশী ছাত্র-ছাত্রীদের ৪০ হাজার ডলারের এই মেরিট অ্যাওয়ার্ডস্ দিচ্ছে।
এই অ্যাওয়ার্ড একাডেমিকভাবে যোগ্যতা সম্পন্ন যে-কোনো দেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এই অ্যাওয়ার্ডের আওতায় বাংলাদেশসহ যে কোন দেশের শিক্ষার্থীরা মার্কিন যুক্তরাষ্ট্রে সুসকেহনা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি প্রোগ্রাম অধ্যয়ন করার সুযোগ পাবেন।
লুথেরান-ভিত্তিক মিশনারি ইন্সটিটিউট হিসাবে, সুসকাহানা বিশ্ববিদ্যালয় পেনসিলভেনিয়ার সেলিনসগ্রোভের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের কো-কারিকুলাম অ্যাক্টিভেটিস এবং অনুপম শিক্ষা পদ্ধতি, শিক্ষার্থীদের অনন্য শিক্ষাগত অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে।
চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই অ্যাওয়ার্ডস্ পাবেন-
অবেদন করার শেষ সময়: ১ মার্চ ২০২০
আবেদন করার যোগ্যতা
বিশ্বের যে-কোনো দেশের মানুষ এখানে আবেদন করতে পারবে। আবেদনকারীর অবশ্যই তার স্কুল ডিগ্রির সার্টিফিকেট থাকতে হবে। যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবে। প্রাথমিকভাবে একাডেমিক কৃতিত্ব, গ্রেড এবং আপনার একাডেমিক প্রোগ্রামের উপর ভিত্তি করে অ্যাওয়ার্ডস্ প্রদান করা হবে।
কিভাবে আবেদন করবেন
প্রোগ্রামে তালিকাভুক্ত হওয়ার জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক অ্যাপ্লিকেশন ফরম বা সাধারণ আবেদন ফরম পূরণের মাধ্যমে স্নাতক ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হতে হবে।
ভর্তি হওয়ার পরে শিক্ষার্থীদের ইন্টারন্যাশনাল ফিন্সেশিয়াল এইড ফরম পূরণ করতে হবে।
যে-সব ডকুমেন্ট লাগবে
- পাসপোর্ট কপি
- রিকোমেন্ডশন লেটার
ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট
IELTS, TOEFL অথবা Duolingo English Test সঠিক স্কোর থাকতে হবে।
শেষ কথা
প্রত্যেক সফল শিক্ষার্থী ৪০ হাজার ডলার পাবে। প্রতি বছর সন্তোষজনক একাডেমিক অগ্রগতি এবং পূর্ণ-সময় নিবন্ধন বজায় রাখার মাধ্যমে আপনি প্রতি বছর এটা পেতে পারেন। এছাড়া, টিউশন ফি ছাড়াই পড়তে পারেন আমেরিকার আরো ৮টি ইউনিভার্সিটিতে।
Leave a Reply