পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বব্যাপী ছাত্র-ছাত্রীদের নানান সুযোগ-সুবিধার প্রস্তাব বা অফার দিয়ে থাকে। মানসম্মত শিক্ষা পাওয়ার জন্য বিশ্বব্যাপী ছাত্র-ছাত্রীরা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান সম্বন্ধে তথ্য ও ধারণা নেওয়ার চেস্টা করে।
কিন্তু বাস্তবে দেখা যায়, মাত্র গুটি কয়েক প্রতিষ্ঠান আতর্জাতিক ছাত্র-ছাত্রীরা বিদেশে পড়ার জন্য বাছাই করে। কারণ এই অল্প কয়েকটি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রীধারি ছাত্র-ছাত্রীরাই কর্মজীবনে কাঙ্খিত সাফল্য লাভ করে। এরাই আন্তর্জাতিক বিশ্বের সরকারি-বেসরকারি সেরা চাকুরি দখল করে আছে।
মানুষ বিদেশে লেখা-পড়া করতে যায় উচ্চ স্বপ্ন জীবনে বাস্তবায়ন করে গর্বিত জীবনের স্বাদ উপভোগ করার জন্য। তবে, শিক্ষার নানা রকম ভাগ আছে- সাইয়েন্স, আর্টস, কমার্স ইত্যাদি। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে সকল ছাত্র-ছাত্রী প্রযুক্তি প্রতিষ্ঠানে লেখা-পড়া করে এবং সেখান থেকে ডিগ্রী নিয়ে বের হয়, তারাই সব থেকে বেশি বেতনের চাকুরি পায়। আর এরাই বেশি আয় করে বিলাসি জীবন যাপন করতে পারে।
প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আয়ারল্যাণ্ডের “ওয়াটারফোর্ড ইনস্টিটিউট অব টেকনোলজি ( the Waterford Institute of Technology/WIT)” একটি বিখ্যাত শিক্ষা-প্রতিষ্ঠান।
আয়ারল্যান্ডে ইন্টারন্যাশনাল স্কলারশিপ
আপনার ভবিষ্যৎ্ জীবনের স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনি আয়ারল্যাণ্ডের “ওয়াটারফোর্ড ইনস্টিটিউট অব টেকনোলজি ( the Waterford Institute of Technology/WIT)” বেছে নিতে পারেন। অবশ্য এটা আপনার একান্ত নিজস্ব বিষয় যেহেতু পছন্দ-অপছন্দ আপনার ব্যক্তিগত ব্যাপার। আয়ারল্যাণ্ডে ইণ্টারন্যাশন্যাল স্কলারশিপ গ্রহণ করে পড়তে অনেক আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীর আগ্রহ রয়েছে।
the Waterford Institute of Technology ইন্টারন্যাশনাল স্কলারশিপ
আয়ারল্যান্ডে রাষ্ট্রীয় বা সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান হলো “ওয়াটারফোর্ড ইনস্টিটিউট অব টেকনোলজি। ১৯৭০ সালে আঞ্চলিক টেকনিক্যাল কলেজ হিসেবে এই শিক্ষা প্রতিষ্ঠান আয়ারল্যান্ডে বিখ্যাত শহর “ওয়াটারফোর্ড”-এ প্রতিষ্ঠিত হয়।
দিন দিন উচ্চ শিক্ষার খরচ বাড়ছে। বিদেশি ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার বাড়তি খারচ কমানোর জন্য “ওয়াটারফোর্ড ইনস্টিটিউট অব টেকনোলজি” আন্তর্জাতিকভাবে ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা সহায়তা হিসেবে আণ্ডারগ্রাজুয়েট লেভেলে ইন্টারন্যাশন্যাল স্কলারশিপ বা বৃত্তি প্রদান করছে।
ওয়াটারফোর্ড ইনস্টিটিউট অব টেকনোলজিতে কেনো পড়বেন
প্রতিষ্ঠানটি ছাত্র-ছাত্রীদের জন্য সতর্ক যত্নশীল এবং সহায়ক যথাযথ শিক্ষার পরিবেশ প্রদান করতে প্রতিজ্ঞাবদ্ধ। এই প্রতিষ্ঠানে শিক্ষার অতি চমৎ্কার পরিবেশ রয়েছে এবং রয়েছে একটি স্বপ্নচারি উদ্যমী ছাত্র সমাজ।
প্রতিষ্ঠানটি ছাত্র-ছাত্রীদেরকে পেশা উপযোগি সেবা, অবকাঠামো এবং আজকের প্রতিযোগিতাপূর্ণ পৃথিবীর সাথে খাপ খাওয়াতে ছাত্র-ছাত্রীদেরকে পরামর্শ দিয়ে থাকে। ডাবলিনসহ অন্যান্য শহরের তুলনায় ওয়াটারফোর্ড শহরের জীবনযাত্রার ব্যয় কম।
ওয়াটারফোর্ড শহর থেকে পৃথিবীর বিভিন্ন দেশে সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা রয়েছে। সমুদ্র উপকুল এবং সৈকতের কাছাকাছি থাকায় ছাত্র-ছাত্রীদের সুন্দর আমোদ-প্রমোদের সুযোগ রয়েছে। সর্বোপরি, টেলিকমুনিকেশন সফটওয়ার ডেভোলোপমেন্ট এবং গবেষণার জন্য “ওয়াটারফোর্ড ইনস্টিটিউট অব টেকনোলজি” ইউরোপের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোর একটি।
আয়ারল্যান্ডে ইন্টারন্যাশনাল স্কলারশিপ নিয়ে Waterford Institute of Technology (WIT)-এ পড়ার আর একটি কারণ হচ্ছে এই প্রতিষ্ঠান আয়ারল্যাণ্ডের অন্যতম প্রাচীনতম, বৃহত্তম এবং প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে সবচাইতে মর্যদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি Irish National Qualifications Network (NFQ)–এর অধীন একটি স্বায়ত্বশাসিত প্রযুক্তি প্রতিষ্ঠান। WIT থেকে প্রাপ্ত এ্যাওয়ার্ডের বিশ্বব্যাপি গ্রহণযোগ্যতা রয়েছে এবং এই প্রতিষ্ঠানের স্নাতক ডিগ্রীধারি ছাত্র-ছাত্রীরা আয়ারল্যাণ্ড, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের নানা দেশের বড় বড় কোম্পানির গুরুত্বপূর্ণ পদে চাকুরি করছে।
আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীদের চাহিদাসহ সকলের শখ, আগ্রহ ইত্যাদি পূরণের জন্য প্রতিষ্ঠানটিতে ছাত্র-ছাত্রীদের বহু সংগঠন সক্রীয় রয়েছে। বিদেশি ছাত্র-ছাত্রীদের প্রতি বিশেষ নজরসহ এখানে ব্যাপক ছাত্রসেবা কার্যক্রম রয়েছে।
ঠিকানা এবং যোগাযোগ
- Address: Waterford Institute of Technology, Cork Road, Waterford,Co. Waterford
- Tel: +353-51-306124/845506
- Email: mailto:international@wit.ie – international@wit.ie
- Website: www.wit.ie
এ্যাপ্লিকেশন ডেডলাইনঃ ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য উন্মুক্ত
সংক্ষিপ্ত বিবরণ
- ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠানঃ Waterford Institute of Technology
- ডিপার্টমেণ্টঃ NA
- কোর্স লেভেলঃ Undergraduate or Advanced entry
- এ্যাওয়ার্ডঃ ২০% পর্যন্ত টিউশন ফি ছাড়
- এ্যাওয়ার্ড সংখ্যাঃ প্রতিষ্ঠানের ইচ্ছা অনুযায়ী
- আয়ারল্যান্ডে ইন্টারন্যাশনাল স্কলারশিপে আবেদন প্রক্রিয়াঃ অনলাইন
- জাতীয়তাঃ আন্তর্জাতিক
- অ্যাওয়ার্ডটি কেবল আয়ারল্যাণ্ডে থেকে পড়াশুনা করতে চাইলে গ্রহণ করা যাবে
যোগ্যতা
- কোন কোন ছাত্র-ছাত্রী যোগ্যঃ ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে এ্যাপ্লিকেশন করা যাবে।
- কোন কোন কোর্স বা বিষয়ে আবেদন করবেনঃ আন্ডারগ্রাজুয়েট ডিগ্রী এবং আণ্ডারগ্রাজুয়েট ডিগ্রীর উচ্চতর ধাপে পড়ার জন্য এই স্কলারশিপ পাওয়া যাবে।
- ব্যক্তিগত যোগ্যতাঃ প্রথম বর্ষে ভর্তি হয়ে ফুল-টাইম বা উচ্চতর বর্ষে ভর্তি হয়ে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের যে সকল ছাত্র-ছাত্রী নিজ খরচে এই প্রতিষ্ঠানে পড়তে চায়।
- আবেদনকারিদের নিজ নিজ প্রতিষ্ঠানের লেখা-পড়ায় অসাধারণ কৃতিত্ব থাকতে হবে
আবেদনের প্রক্রিয়া
- নাম তালিকাভূক্ত করাঃ কর্তৃপক্ষ তাদেরকে বিবেচনা করবেন যারা বিশ্ববিদ্যালয়ের bachelor’s degree program or advanced entry শাখায় নাম তালিকাভূক্ত করে কনফার্মমেশন পত্র গ্রহণ করবে।
- যে ধরনের কাগজপত্র সাবমিট করতে হবেঃ আবেদনকারিকে তার সিভি, সনদপত্র এবং পাসপোর্টের স্ক্যান করা কপি সাবমিট করতে হবে
- ভর্তির পূর্বশর্তঃ (ক) আবেদনকারির বয়স ভর্তি বছরের জানুয়ারি মাসে অনূর্ধ ১৭ বছর হতে হবে (খ) আবেদনকারির হাই স্কুল ডিপ্লোমায় ইংরেজি ও গণিতে ভালো নম্বর এবং কমপক্ষে অন্য চার বিষয়ে +৬০% অর্জন থাকতে হবে
- ভাষাগত দক্ষতাঃ আবেদনকারির IELTS বা সমমানের অন্য বিষয়ে স্কোর থাকতে হবে 6. (প্রতি ব্যাচে সর্বনিম্ন 6.0 স্কোরসহ)
- সুবিধাঃ ছাত্র-ছাত্রীদের শিক্ষা খরচের ২০% ব্যয় বহন করবে ওয়াটারফোর্ড ইনস্টিটিউট অব টেকনোলজি।
অনলাইন আবেদনের জন্য নিচের বাটনে ক্লিক করুনঃ
আয়ারল্যান্ডে ইণ্টারন্যাশনাল স্কলারশিপ পাওয়ার প্রক্রিয়া এখানে আলোচনা করা হয়েছে। আপনি আয়ারল্যান্ডে পড়লে কি কি সুবিধা পাবেন, বিশ্ববিদ্যালয় পরিচিতি, বিশ্ববিদ্যালয়ের লেখা-পড়ার আকর্ষণীয় সুযোগ-সুবিধা, স্বাস্থ্যকর পরিবেশ, সহজ যোগাযোগ ব্যবস্থা ইত্যাদিসহ আন্তর্জাতিক বন্ধুদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।
Leave a Reply