স্মার্টফোনের দুনিয়ায় শাওমি এখন জনপ্রিয় একটি ব্র্যান্ড। আর তারা তাদের জনপ্রিয়তা ধরেও রেখেছে দারুণভাবে। এই ধারাবাহিকতায় এবার শোনা যাচ্ছে শাওমির নতুন ডিভাইস শাওমি রেডমি এস২ এর নাম।
বাজেট ফোনে অসাধারণ ফিচার প্রদানের শীর্ষে এখন শাওমি। তাই স্মার্টফোন প্রেমীরাও শাওমির প্রতি আজকাল বিশেষ দূর্বলতা প্রকাশ করছে। শাওমির আপ-কামিং ফোন রেডমি এস২ নিয়েও শোনা যাচ্ছে নানা কথা। চলুন দেখি এবার কি কি থাকতে পারে শাওমির এই নতুন হ্যান্ডসেটটিতে।
শাওমি রেডমি এস২ এর বিস্তারিত
শাওমি রেডমি এস২ ডিভাইসটি ২০১৮ সালের মে মাসেই লঞ্চ হওয়ার কথা। ফোনটিতে ৫.৯৯ ইঞ্চি টাচস্ক্রিন ডিস্প্লের সাথে ৭২০ পিক্সেল বাই ১৪৪০ পিক্সেল রেজুলেশন রয়েছে।
ফোনটিকে শক্তি জোগাবে ২ গিগাহার্জ অক্টা কোর প্রসেসর এবং এতে র্যাম রয়েছে ৩জিবি। শাওমির এই ডিভাইসটিতে ৩২জিবি ইন্টারনাল মেমরি রয়েছে যেটাকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।
ক্যামেরা সম্পর্কে যতটুকু শোনা যাচ্ছে, তাতে নতুন এই হ্যান্ডসেটটির রিয়ারে রয়েছে ১২ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা এবং সেলফির জন্য ফ্রন্টে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট শ্যুটার।
চলুন দেখি অন্যান্য স্পেসিফিকেশনে আর কি কি থাকতে পারে শাওমি রেডমি এস২ স্মার্টফোনটিতে।
বডিঃ
শাওমি রেডমি এস২ আয়তন হল ১৬০.৭*৭৭.৩*৮.১ মিলিমিটার। হ্যান্ডসেটটির ওজন ১৭০ গ্রাম। ফোনটির বডি তৈরি করা হয়েছে এলুমিনিয়াম দিয়ে এবং ফ্রন্টে গ্লাস দেয়া হয়েছে। সেটটি ডুয়াল ন্যানো সিম সাপোর্ট করবে।
ডিসপ্লেঃ
হ্যান্ডসেটটিতে রয়েছে IPS LCD ক্যাপাসিটিভ টাচস্ক্রিন। ৫.৯৯ ইঞ্চির ডিসপ্লের পিক্সেল রেজুলেশন ৭২০*১৪৪০ এবং এস্পেক্ট রেশিও ১৮:৯। মাল্টিটাচ এই ডিসপ্লেটির পিক্সেল পার ইঞ্চির ডেনসিটি ২৬৯।
প্ল্যাটফর্মঃ
শাওমি রেডমি এস২ হ্যান্ডসেটটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ৮.১ অরিও। এতে কোয়ালকম MSM8953 স্ন্যাপড্রাগন ৬২৫ চিপসেট আছে। সাথে আছে অক্টা কোর ২ গিগাহার্জ কর্টেক্স A53 সিপিইউ এবং এড্রিনো ৫০৬ জিপিইউ।
মেমরিঃ
ফোনটি ২টি ভার্সনে পাওয়া যাবে। একটি হল ৬৪ জিবি ইন্টারনাল মেমরির সাথে ৪জিবি র্যাম এবং অপরটি হল ৩২জিবি ইন্টারনাল মেমরির সাথে ৩জিবি র্যাম। দুটি ভার্সনেই মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল মেমোরি বাড়ানো যাবে।
ক্যামেরাঃ
সেটটিতে প্রাইমারী ডুয়াল ক্যামেরার একটি ১২ মেগাপিক্সেল এবং অপরটি ৫ মেগাপিক্সেল। সাথে আছে ফেজ ডিটেকশন অটোফোকাশ এবং এলইডি ফ্ল্যাশ। ক্যামেরার ফিচারে আছে জিও ট্যাগিং, টাচ ফোকাস, ফেস ডিটেকশন, প্যারানোমা এবং এইচডিআর। এতে ভিডিও ধারণ করা যাবে ১০৮০ পিক্সেলের। সেকেন্ডারি ক্যামেরা আছে ১৬ মেগাপিক্সেল এবং সাথে আছ এইচডিআর, এলইডি ফ্ল্যাশ।
সাউন্ডঃ
শাওমি রেডমি এস২ হ্যান্ডসেটটির সাউন্ড সিস্টেমেও সাধারণ সব কিছুই আছে বলে শোনা যাচ্ছে। যেমন ভাইব্রেশন, এমপি৩, WAV রিংটোন। আরো আছে লাউডস্পিকার, ডেডিকেটেড মাইকের সাথে একটিভ নয়েজ ক্যানসিলেশন এবং ৩.৫ এমএম জ্যাক।
ফিচারঃ
শাওমি রেডমি এস২ একটি ফিচার ফোন, তাই ফিচারে অনেক কিছু থাকবে বলেই আশা করা যাচ্ছে। ডিভাইসটির রিয়ারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়াও রয়েছে এক্সেলোমিটার, গাইরো, প্রক্সিমিটি সেন্সর এবং কম্পাস। ম্যাসেজিং অপশনে আছে এসএমএস, এমএমএস, ইমেইল, পুশ ইমেইল এবং আইএম। ব্রাউজার সেকশনে আছে এমপি৪, এমপি৩, ফটো/ভিডিও এডিটর, ডকুমেন্ট ভিউয়ার ইত্যাদি।
ব্যাটারিঃ
ডিভাইসিটিতে নন রিমুভেবল লি-পো ৩০৮০ মিলি আম্প্যায়ারের ব্যাটারি রয়েছে। ডিভাইসটির প্রসেসর এবং ফিচারের সাথে এর ব্যাটারি কতটুকু সাপোর্ট দিতে পারবে সেটা ফোনের হ্যান্ডস অন রিভিউ প্রকাশ পেলেই তা জানা যাবে।
অন্যান্যঃ
শাওমি রেডমি এস২ এ আরো আছে ওয়াই ফাই, ৪.২ ব্লুটুথ, ইনফ্রারেড পোর্ট, জিপিএস, এফএম রেডিও, মাইক্রো ইউএসবি ২.০ ইত্যাদি। ডিভাইসটি ৩টি ভিন্ন ভিন্ন রঙে পাওয়া যাবে বলে জানা গেছে।
রিলিজ ডেটঃ
উইবোতে পোস্ট করা টিজার অনুসারে মে মাসের ১০ তারিখ শাওমি রেডমি এস২ চীনে রিলিজ হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতে ফোনটি আগামি জুন মাস নাগাদ রিলিজ পেতে পারে বলে শোনা যাচ্ছে।
এই ছিল এখন পর্যন্ত পাওয়া শাওমি রেডমি এস২ এর পাওয়া সর্বশেষ তথ্য। ডিভাইসটির জন্য অনেকেই অপেক্ষায় আছে জানি। তাই এর হ্যান্ডস অন রিভিউ প্রকাশের সাথে সাথেই আবারো বিস্তারিত তথ্য নিয়ে আমি হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।
Leave a Reply