আর্টিকেল লিখে আয় করুন ১ম পর্বে আমরা ৪টি আকর্ষণীয় ওয়েব সাইটের সঙ্গে পরিচিত হয়েছিলাম। এ পর্বে আমরা পরিচিত হবো আরো কয়েকটি সাইটের সঙ্গে যার মধ্যে এমন একটা সাইট রয়েছে যেখানে একটা আর্টিকেল লিখেই প্রতি মাসে ৩৫০০০ টাকা আয় করা যায়। তাহলে আসুন, অন্যগুলোর সাথে জেনে নেই এই সাইটটি সম্পর্কেও।
একটা আর্টিকেল লিখে আয় করুন ৩৫ হাজার টাকা
আপনার যদি ইংরেজীতে ভাল লেখার যোগ্যতা থাকে আর আপনি যদি কোন বিষয়ে দক্ষ বা অভিজ্ঞ হন, তাহলে অনায়াসে ঘরে বসে আর্টিকেল লিখে আয় করতে পারেন। কিভাবে? পড়ুন-
সাইটের নাম – হোয়াট কালচার : সন্মানি – ২৫ থেকে ৫০০ ডলার
ইংল্যান্ডে বসে দুই বন্ধু মিলে প্রথমে “সিনেমায় স্থুলতা” বিষয় নিয়ে ব্লগিং শুরু করে। ধীরে ধীরে বাড়তে থাকে তাদের সাইটের জনপ্রিয়তা, সেই সাথে বাড়তে থাকে ব্লগের বিষয়ও, আর গুগল অ্যাডসেন্স থেকে পকেটে ঢুকতে থাকে কাড়ি কাড়ি টাকা। পরবর্তীতে তারা ব্লগটাকে একটা ম্যাগাজিনে রূপ দেন।
৫২৯০ অ্যালেক্সা র্যাংক নিয়ে সাইটি এখন বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় সাইট হিসেবে অবস্থান করছে। এখন আর তারা নিজেরা তেমন একটা লিখেন না, অন্যদের থেকে লেখা সংগ্রহ করেন। আর বিনিময় হিসেবে মোটা অংকের সন্মানি প্রদান করেন।
তবে এই সন্মানি আপনি লেখার পর পরই পাবেন না। আপনাকে অপেক্ষা করতে হবে এক মাস পর্যন্ত। এক মাস পর দেখা হবে আপনার লেখাটির পেইজ ভিউ কত? যদি পেজ ভিউ ১০০০ হাজার হয়, তাহলে আপনি পাবেন ৫০ পাউন্ড বা প্রায় ৫ হাজার টাকা। ২০০০ হাজার পেজ ভিউ হলে ১০ হাজার টাকা। এভাবে পেজ ভিউ যত বাড়তে থাকবে, আপনার সন্মানিও তত বাড়তে থাকবে। এ সাইটের একটা জনপ্রিয় আর্টিকেলের পেজ ভিউ হয় ৭ হাজার পর্যন্ত। আর এর লেখক তখন সন্মানি পান প্রায় ৩৫ হাজার টাকা।
কি লিখবেন-
- মুভি, টিভি, গেম, খেলা-ধূলা ইত্যাদি বিষয়।
- নিউজ বেইজড্ আর্টিকেল কিংবা লিস্টিং বেইজড্ লেখা অগ্রাধিকার পাবে।
কিভাবে লিখবেন-
- প্রকাশিত লেখার ধরণ দেখে নিন এখানে – হোয়াট কালচার
- লেখার জন্য প্রাসঙ্গিক অভিজ্ঞতা কিংবা বিশেষ কোন কোয়ালিটির দরকার নেই। কিন্তু যা দরকার তা হচ্ছে- চমৎকার সৃষ্টিলীতা, বিস্তারিতভাবে লেখাটার গভীরে যাওয়ার জন্য অন্যরকম অর্ন্তদৃষ্টি, লেখা-লেখির প্রতি গভীর আবেগ আর সময়ের সঙ্গে আফডেট থাকা।
- লিখতে হবে সম্পূর্ণ মৌলিক লেখা, কারো লেখা থেকে কপি পেস্ট করলে চলবে না।
- লিস্টিং এর ক্ষেত্র লেখাটি হতে হবে কমপক্ষে ১৫০০ শব্দের।
- লেখা প্রকাশিত হলে আপনার নিজস্ব ফেসবুক ও টুইটার প্রোপাইলে লেখাটি শেয়ার করতে হবে।
সাইটের নাম – ক্র্যাকড্ : সন্মানি – ১০০ থেকে ২০০ ডলার
ক্র্যাকড্ মূলত একটি হিউমার সাইট। আপনি যদি একজন স্মার্ট, মজার এবং সৃষ্টিশীল মানুষ হন, তাহলে ক্র্যাকড্ আপনাকে আর্টিকেল লিখে নগদ ইনকামের সুযোগ দিচ্ছে।
লেখার জন্য কোনও পূর্ব অভিজ্ঞতার প্রয়োজনীয় নেই আপনার। আপনি ভাল লিখতে পারলেই তারা আপনাকে সন্মানি দেবে।
কি লিখবেন-
- আপনি যদি টিভি এবং মুভি দেখার পোকা হন এবং সে সম্পর্কে আপনি যথেষ্ট জ্ঞান রাখেন, তাহলে লিখতে পারেন টিভি-সিনেমা নিয়ে।
- আপনি গান শোনেন, গান-বাজনা এবং শিল্পীদের সম্পর্কে ভাল খোঁজ-খবর রাখেন; লিখতে পারেন সেগুলো নিয়ে।
- অথবা আপনি একজন ভাল গ্রাফিকস্ ডিজাইনার। ডিজাইনের উপর টিউটোরিয়াল লিখে ইনফোগ্রাফিকস্ এ প্রকাশ করে সাবমিট করতে পারেন।
- আপনার সংগ্রহে যদি মজার মজার ভিডিও থাকে কিংবা না থাকলেও আপনি যদি ফানি ভিডিও তৈরী করে মজার একটি ডেসক্রিপশন লিখে সাবমিট করেন, তাতেও ক্র্যাকড্ আপনাকে একই সন্মানি প্রদান করবে। বোঝেনই তো, সাইটার নামই ক্র্যাকড্, মালিকও বোধ ক্র্যাকড্।
কিভাবে লিখবেন-
- প্রথমে রেজিস্ট্রেশন করুন। এরপর “ক্লিক অন দ্যা রাইটারস্ ওয়ার্কশপ” বাটনে ক্লিক করুন যা আপনাকে ম্যাসেজ বোর্ড পেজ-এ নিয়ে যাবে যেখানে আপনার আর্টিকেল সাবমিট করতে হবে।
- লেখার একটা পটভূমি ঠিক করুন, আইডিয়াটি লিখুন, সঙ্গে পাঁচটা সাব-টপিক উল্লেখ করুন। এরপর আপনার পুরো আর্টকেলটি দিয়ে দিন।
- শুরুর দিকে আপনাকে প্রতি আর্টিকেলের জন্য ১০০ ডলার দেয়া হবে।
- আপনার লেখা পাঁচটা আর্টিকেল ছাপা হওয়ার পর থেকে প্রতি আর্টিকেলের জন্য ২০০ ডলার করে দেয়া শুরু করবে।
- আপনার আর্টিকেল যদি তাদের সাইটের র্যাংক আর ভিজিটরের দিক থেকে টপ টেন-এর ভেতরে উঠে আসতে পারে, তাহলে আপনাকে আরও ১০০ ডলার বোনাস দেয়া হবে।
- আর প্রতি সপ্তায় তাদের যে “ফটোশপ প্রতিযোগীতা” হয়, তাতে যদি সবার আগে অংশ নিতে পারেন, তাহলে আপনাকে আরও একশ ডলার এক্সট্রা দেয়া হবে।
সাইটের নাম – স্ট্রং হুইসপার : সন্মানি – ৫০ থেকে ১৫০ ডলার
স্ট্রং হুইসপার এমন একটি সাইট যা পৃথিবীব্যাপি ধনী-গরীবের মাঝে সমতা তৈরির লক্ষে কাজ করছে। বিশেষত যারা গরীব, ধনীদের মত নানাবিধ সুবিধা থেকে বঞ্চিত যারা, তাদেরকে বড় হতে উৎসাহিত করা, জীবন-যাপনের কলা-কৌশল শেখানো এবং আয়ের পথ দেখানোই এ সাইটের মূল লক্ষ্য। আর এ লক্ষে আপনিও অংশ নিতে পারেন এবং এখানে একটা আর্টিকেল লিখেই আয় করতে পারেন ৫০ ডলার বা ৩৭৫০ টাকা থেকে ১১২৫০ টাকা।
যে কোন বিষয়ে আপনার মতামত অন্যদেরকে জানাতে কিংবা কোন বিষয়ে আপনার জ্ঞান পৃথবীব্যাপি ছড়িয়ে দিতে স্টং হুইসপার আপনাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে। সুতরাং, এখানে লিখুন এবং সেই সাথে আয় করুন।
কি লিখবেন-
- লিখতে পারেন ব্যবসা-বাণিজ্য সম্পর্কে, দিতে পারেন ব্যবসায়িক পরামর্শ।
- আপনি যদি সংস্কৃতি-প্রেমী হন, লিখতে পারেন সংস্কৃতি বিষয়ক লেখা।
- লিখতে পারেন চাকরি ক্ষেত্রে সমস্যা, উত্তরেণর উপায়, চাকরিতে সফলতা পাওয়ার কৌশল কিংবা চাকরি করতে গিয়ে আপনার নিজস্ব অভিজ্ঞতা যা অন্যদের জন্যে উপকারী হতে পারে।
- আপনার যদি মুভি-মিউজিক কিংবা বিনোদনের যে কোন অঙ্গনের প্রতি আগ্রহ আর নলেজ থাকে, লিখতে পারেন বিনোদন নিয়ে। ধরা যাক, আপনি অনেক হরর মুভি দেখেছেন, সেগুলো নিয়ে লিখতে পারেন- ”সর্বকালের সেরা ১০টি হরর মুভি” শিরোনামে।
- এছাড়াও লিখতে পারেন প্রকৃতি, অনলাইনে আয়, রাজনীতি, খেলা-ধূলা, এমনকি ভ্রমন বিষয়ে।
কিভাবে লিখবেন-
- প্রথমে স্ট্রং হুইসপার সাইটের হোম পেজ-এ (http://strongwhispers.com/) গিয়ে দেখে নিন তারা সাধারণত কী ধরণের লেখা প্রকাশ করে থাকে।
- এবার নিজে একটি বিষয় নির্ধারণ করুন, যে বিষয়ে আপনি ভাল জানেন।
- আপনার নির্ধারিত বিষয়টি, মানে আপনি যে বিষয়ে লিখতে চাইছেন তা মেইল করে ওদের জানান। সেই সাথে আপনার বিষয়টির আউট লাইন জানাতে ভুল করবেন না।
- মনে রাখবেন, আপনার পুরো লেখাটি মেইল করার দরকার নেই শুধুমাত্র শিরোনাম আর সারমর্ম লিখুন।
- আপনার টপিক পছন্দ হলে ওরা আপনাকে মেইলের জবাব দিয়ে নিশ্চিত করবে এবং লেখার জন্য আমন্ত্রণ জানাবে।
- এরপর আপনাকে পুরো লেখাটি পাঠাতে হবে। রিভিউ বোর্ড থেকে ছাড় পেলে আপনার লেখাটি প্রকাশ করা হবে এবং আপনাকে উপরোল্লেখিত সন্মানি প্রদান করা হবে।
আগামী পর্বে থাকবে আরো কিছু ওয়েব সাইটের কথা যারা লেখার জন্য পে করে। আর এর মাঝে জেনে নিতে পারেন যে ইংরেজীতে আর্টিকেল লেখা কিভাবে শুরু করবেন। এটি কিভাবে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে হয় তার ওপর একটি ধারাবাহিক লেখা। আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখুন, পরবতীর্তে যাতে এ ধারাবাহিক লেখার সবগুলোই সহজে খুঁজে পেতে পারেন।
Nipu says
পোষ্টটি খুবই তথ্যবহুল । আশা করি এমন পোষ্ট আরো পাবো ।
রাজন says
অনেক ভালো একটা পোস্ট…… খুব উপকার পাব আশা করি… এমন আরো পোস্ট আশা করতেছি…
Antor says
ধন্যবাদ, রাজন। নিশ্চয়ই এমন আরো পোস্ট পাবেন, সাথে থাকুন।
Rayhan Uddin Farhad says
ধন্যবাদ, ভাই অসাধারণভাবে লেখার জন্য। কিন্তু একটা প্রশ্ন, যদি কারও দিয়ে লিখিয়ে পোস্ট করি, তাহলে ওরা এপ্রুভ করবে? যদি ওই লেখাটা ১০০% ইউনিক হয়?
টি আই অন্তর says
ধন্যবাদ, রায়হান উদ্দিন ফারহাদ। আপনার প্রশ্নের উত্তর কোন কোন সাইটের ক্ষেত্রে ‘হ্যাঁ’ আর কোন কোন সাইটের ক্ষেত্রে ‘না’। আপনি যে সাইটে লিখতে চাইছেন, সেই সাইটের আর্টিকেল গ্রহণ করার পদ্ধতি যদি হয় ইমেল, অর্থাৎ আর্টিকেল লিখে ইমেলে পাঠাতে হয়, তবে আপনি যে কাউকে দিয়ে লিখিয়ে পাঠাতে পারেন। এক্ষেত্রে, তারা কখনো সেটা যাচাই করতে যাবে না যে আর্টিকেলটি আপনিই লিখেছেন, না অন্য কাউকে দিয়ে লিখিয়ে নিয়েছেন। আর যাচাই করতে গেলেও করতে পারবে না, কারণ যাচাই করার অপশন নেই। অন্যদিকে যে সাইটগুলোতে আর্টিকেল সাবমিট করার জন্যে অ্যাডমিন প্যানেল দিয়ে দেয়া হয় যেখানে আপনি ওদের সাইটে ইউজার অ্যাকাউন্ট খুলে নেবেন কিংবা তারাই খুলে দেবে, সে-সব সাইটে অন্যের লেখা সাবমিট করাটা ভাল উপায় হবে না। তবে, চাইলে আপনি করতে পারবেন। যেমন, যাকে দিয়ে লিখিয়ে নেবেন, তার নামেই অ্যাকাউন্ট খুলবেন, প্রোপাইলে তার ছবিই ব্যবহার করবেন। এতেও একটা সমস্যা আছে, যদি ওই সাইটের কেউ আপনার সঙ্গে ভিডিও কনফারেন্স করতে চায়, তখন আবার ওই লোককে আপনার হয়ে প্রক্সি দিতে হবে। তবে, আমি মনে করি কোন অসততার আশ্রয় না নেয়াই ভাল। চাইলে আপনি নিজেও লিখতে পারবেন। আমাদের সাইটে আর্টিকেল রাইটিং কিভাবে শুরু করবেন শিরোনামে ৪ পর্বের একটা লেখা আছে, এটি পড়ুন। আস্তে আস্তে নিজেকে তৈরি করুন, সময় তো আর শেষ হয়ে যায়নি। আপনি যদি আর্টিকেল লেখা শিখে নেন, তবে শুধু এইসব সাইট কেন, আরো অনেক সাইট পাবেন লেখার জন্যে। এছাড়া, আপওয়ার্ক, ফ্রিল্যান্সারসহ আর অসংখ্য মার্কেটপ্লেস রয়েছে যেগুলোতে আপনি আর্টিকেল রাইটার হিসেবে নিজের ক্যারিয়ার তৈরি করতে পারবেন।
Md.Imrul kayes says
আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি লেখা উপহার দেওয়ার জন্য।
টি আই অন্তর says
আপনাকেও ধন্যবাদ লেখাটি পড়ার জন্যে। আরো বেশি খুশি হবো যদি কোন দিন জানতে পারি যে আপনি এখানে কিংবা অন্য কোথাও আর্টিকেল লিখে সফলতা পেয়েছেন। আপনাকে অগ্রিম সফলতার শুভেচ্ছা।
SOHEL HOSSEN says
How to registration on whatculture?
জেসিকা জেসমিন says
Find the blue button where you will see a Bangla text “শুরু করুন এখান থেকে”। Click on this button that will take you to the page where you will see the announcement or the invitation of writing for whatculture. Find the text “Create content & get paid” on the top of this page, see the box below text. Write your email on this box & click on the button just right the box with the text “Get Started”. This click will take you to the next page where you will see next instruction or process.
Md. Motiar Rahman says
আমার খুব ইচ্ছে হয় লিখতে, কিন্তু সবসময় মনে হয় আমি কি পারব? আবার মনে মনে ভাবি সত্যিই কি আয় করা সম্ভব? কিন্তু যখন আপনাদের মত, এত সুন্দর করে যারা উপস্থাপন করেন, দেখে অনেক আশা পাই।
কিন্তু কিভাবে শুরু করব, বুঝতে পারি না। তবে আমার মনে হয় আমি পারব, ইনশাল্লাহ। আমার একটু সুন্দর নির্দেশনা প্রয়োজন। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সদস্য তাদের জন্য আসলেই এ ধরনের কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। Please, Brother gives me some advice and way to make confidence.
Don’t mind if I make any mistake in my above words.