শিরোনামটা দেখে আশ্চর্য হওয়ার কিছু নেই, বরং আপ্লুত হতে পারেন; হওয়াই উচিৎ। কারণ, সত্যিকার অর্থেই শুধুমাত্র আর্টিকেল লিখে আয়, তাও আবার এ রকম একটা মোটা অংক, ভাবা যায়! না, শুধু ভাবা যায় না, করাও যায়; অনেকেই করছেন। আপনি কেন নন?
কারণ, আপনার হয়তো জানা নেই যে আর্টিকেল লিখে আয় করা যায়, শুধু ৫০ হাজার কেন, লক্ষাধিক টাকা আয় করা সম্ভব । কিংবা আপনি হয়তো জানেন, কিন্তু তৈরি নন। কিংবা আর্টিকেল রাইটিং কিভাবে শুরু করতে হবে, আর কোথা থেকে শুরু করতে হবে, এ নিয়ে রয়েছে সংশয়। ইস! যদি আগে জানতেন, এতদিনে হয়তো সব সংশয়, সীমাবদ্ধতা কাটিয়ে তৈরি হয়ে যেতেন আর এখন হয়তো ৫০ হাজার কেন, তারও বেশি আয় করতেন প্রতি মাসে। কিভাবে? পড়তে থাকুন-
আর্টিকেল লিখে আয়
এখানে এমন কয়েকটি ওয়েবসাইটের সাথে আপনার পরিচয় করিয়ে দেবো, যারা প্রতি লেখার জন্য ২৫ ডলার থেকে ৫০০ ডলার পর্যন্ত অর্থ্যাৎ ২ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত লেখক সন্মানী দিয়ে থাকে। এমন সাইট রয়েছে যেখানে একটা মাত্র আর্টিকেল লিখেই পাওয়া যায় ৫০০ ডলার বা ৩৫ হাজার টাকা। যদিও আপনার পক্ষে হয়তো প্রতিদিনই একটা করে আর্টিকেল লেখা সম্ভব, তবু আমি ধরে নিলাম একটা আর্টিকেল লিখতে আপনার ২ দিন লেগে যাবে। তাতেই মাসে আপনার আর্টিকেল লেখা হবে ১৫টি। আর ২৫ থেকে ৫০০ ডলার নয়, ধরে নিলাম আপনি গড়ে মাত্র ৫০ ডলার করে পাবেন। হিসেব করে দেখুন ১৫ X ৫০ ডলারে কত হয়। পেয়ে গেছেন, তাই না? ৭৫০ ডলার, তাই তো?
ডলারের দাম যেহেতু সচরাচর ৭২ থেকে মোটামুটি ৮৫ পর্যন্ত উঠা-নামা করে, আমরা গড় হিসেবে প্রতি ডলারের দাম ৭৫ টাকা ধরি, কি বলেন? তাহলে, ৭৫০ ডলারে কত হয়? ৫৬, ২৫০ টাকা যেটাকে আমি ৫০ হাজার বলেছি লেখাটির শিরোনামে। ভুল বলেছি?
আর্টিকেল লিখে আয় করার উপায় জানতে লেখাটা শেষ পর্যন্ত ভাল করে পড়ুন এবং প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে আরো বিস্তারিত জানুন এবং যাচাই করুন আসলেই তারা এত টাকা সন্মানি দেয় কিনা। আপনার সন্দেহ দূর করার জন্য আমি স্ক্রিন শট নিয়ে প্রতিটি আর্টেকেল লেখার সন্মানির অংকটা লাল রং এর বৃত্ত দিয়ে মার্ক করে দিয়েছি।
সাইটের নাম – কলেজ হিউমার : সন্মানি – ৩৫ থেকে ৫০ ডলার
‘কলেজ হিউমার’ মূলত আমেরিকার নিউইয়র্ক সিটির বিখ্যাত এন্টারটেইনমেন্ট কোম্পানী ‘কলেজ হিউমার মিডিয়া’র একটি অনলাইন পোর্টাল। দুই কলেজ বন্ধু মিলে ১৯৯৯ সালে এই পোর্টালটি চালু করে। পোর্টালটির মূল বিষয় বস্তুর মধ্যে রয়েছে কলেজ জীবনের আনন্দ-কৌতুক, ভিডিও, ছবি, লাইফ স্টাইল ইত্যাদি।
এখানে প্রতিটি এক পৃষ্টার ছোট আর্টিকেলের জন্য ৩৫ ডলার, প্রায় ২৬২৫ টাকা আর একের অধিক পৃষ্টার বড় আর্টিকেলের জন্য ৫০ ডলার, প্রায় ৩৭৫০ টাকা প্রদান করা হয়।
কি লিখবেন:
- যে কোন বিষয় যার মূলে থাকবে হিউমার।
- কলেজ বিষয়ক হিউমার হলে ভাল হয়।
- হতে পারে কৌতুক।
- হতে পারে ফানি ভিডিও আর্টকেল।
- হতে পারে লাইফস্টাইল বিষয়ক হিউমার।
- হতে পারে টেকনোলোজি হিউমার।
কিভাবে লিখবেন-
- একটা কলেজ হিউমার অ্যাকাউন্ট খুলে নিন।
- আর্টিকেল সাবমিট পেজ-এ যান।
- আপনার যে কোন মজার আর্টিকেল লিখুন আর সাবমিট বাটনে ক্লিক করুন
- অপেক্ষা করুন যতক্ষণ না সম্পাদনার টেবিল থেকে ছাড়পত্র পায়
- যদি আপনার আর্টিকেল সম্পাদনার টেবিলে মনোনীত হয়, আপনাকে তারা ই-মেইল পাঠিয়ে নিশ্চিত করবে।
সাইটের নাম – ওয়াও উইমেন : সন্মানি – ৫০ থেকে ৭৫ ডলার
ওয়াও উইমেন-এর একটা চমৎকার দিক হচ্ছে, তারা মহিলাদের প্রাধান্য দেয়, প্রমোট করে, লেখার জন্য উৎসাহ-উদ্দীপণার যোগান দেয়। তার মানে আবার এ নয় যে, পুরুষরা লিখতে পারবে না, তারাও লেখার জন্য অনুমতিপ্রাপ্ত। তবে লেখার বিষয়বস্তু হতে হবে মহিলাদের জন্য।
ওয়াও উইমেনের মূল উদ্দেশ্যই হচ্ছে মহিলাদেরকে লেখালেখিতে এক্সপার্ট করে তোলা, তাই তাদের আর্টিকেলগুলোর বেশিরভাগই লেখালেখি বিষয়ক। এ সাইটটি মূলত লেখক তৈরি করার কারখানা। এখানে লিখে শুরুর দিকে প্রতি লেখার জন্য ৫০ ডলার বা ৩৭৫০ টাকা এবং পরবর্তীতে ৭৫ ডলার বা ৫৬২৫ টাকা দেয়া হয়।
কি লিখবেন-
- এমন বিষয় যা মহিলাদের জীবন-যাপনের সঙ্গে সম্পর্কিত।
- এমন বিষয় যা মহিলাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে।
- এমন বিষয় যা মহিলাদের মেধা ও মননের উপযোগী।
- এমন বিষয় যা মহিলাদের পারিবারিক, সামাজিক এবং ব্যবসায়িক সহায়ক হয়।
- এমন বিষয় যা মহিলাদের লেখা-লেখিতে উৎসাহ যোগায়, দক্ষ করে তোলে।
কিভাবে লিখবেন-
- নিশ্চিত হয়ে নিন আপনি যে টপিক নিয়ে লিখতে চাইছেন, তা এখানে আগে প্রকাশিত হয়নি। একই টপিকের লেখা যদি আগেই প্রকাশ হয়ে থাকে তো আপনার লেখা প্রকাশিত হওয়ার সম্ভাবণা অনেকাংশেই কমে যাবে। কিভাবে বুঝবেন, এ বিষয়ে ইতিমধ্যেই লেখা হয়েছে কিনা? আপনার নির্ধারিত টপিকের কি-ওয়ার্ড লিখে তাদের সাইটে সার্চ করুন। কিভাবে করবেন? ধরা যাক, আপনার টপিক, ‘home business idea for women’, তাহলে সার্চ বক্সে এই লাইনটি লিখে এন্টার চাপুন। এ বিষয়ে কোন লেখা থাকলে, আপনাকে দেখিয়ে দেবে। না থাকলে, আপনিই শুরু করে দিন।
- আপনার লেখাটি যেন ১৫০০ থেকে ৩০০০ ওয়ার্ডের মধ্যে থাকে, সেদিকে লক্ষ্য রাখুন। অর্থাৎ, ১৫০০ ওয়ার্ডের কম লিখবেন না, আবার ৩০০০ ওয়ার্ডের বেশিও নয়।
- আপনার লেখাটি যেন পাঠকদের উপকারে আসে সেদিকে নজর দিন। ধরা যাক, আপনি আপনার নিজের জীবনের কোন ঘটনাই লিখছেন, তাতে কোন সমস্যা নেই। কিন্তু সেই ঘটনা থেকে যদি কোন কিছু শেখার না থাকে, তাহলেই সমস্যা। সুতরাং, যা-ই লিখবেন, মাথায় রাখবেন, যারা পড়বে তাদের কি কাজে আসবে, সেটা।
সাইটের নাম – ওয়ার্ক অনলাইন ব্লগ : সন্মানি – ৫০ ডলার
ওয়ার্ক অনলাইন ব্লগ লন্ডনের অন্যতম প্রতিষ্ঠিত কোম্পানী Gadgitech Ltd এর একটি সিস্টার কনসার্ন। লেখক, প্রিলেন্সার, ব্লগার এবং অনলাইন ক্যারিয়ার ও অনলাইন ব্যবসা নিয়ে কাজ করেন যারা, তাদের জন্য একটি উপযুক্ত সাইট হল ওয়ার্ক অনলাইন ব্লগ। এই ব্লগে কমপক্ষে ১৫০০ ওয়ার্ডের একটা আর্টিকেল লিখলে প্রতি আর্টিকেলের জন্য আপনাকে সন্মানি দেয়া হবে ৫০ ডলার। আমাদের টাকায় যা প্রায় ৩৭২৫ টাকা।
কি লিখবেন-
- এমন কিছু যা অন্যদের ব্যবসা শুরু করা কিংবা রানিং ব্যবসার প্রসারে কাজে লাগে।
- লিস্টিং টাইপ আর্টিকেল হলে সবচেয়ে ভাল হয়। যেমন, ‘২০ টি নতুন ব্যবসার আইডিয়া’ কিংবা ‘২০টি ভুল যা ব্যবসার জন্য ক্ষতিকারক।‘ ২০টি, ২০টি করছি এই জন্য যে, আপনি যদি কোন লিস্টিং করেন, সেটা অবশ্যই কমপক্ষে ২০টি হতে হবে, এটা তাদের নিয়ম।
- লিখতে পারেন ব্যবসায়িক টেকনিক শেয়ারিং আর্টিকেল কিংবা ব্যবসায়িক পরামর্শ বিষয়ক লেখা।
- একটু ভিন্নধর্মী লেখা লিখতে পারলেই, এখানে নিয়মিত লেখার সুযোগ পাবেন আপনি।
কিভাবে লিখবেন-
- প্রথমে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে, যেখানে আপনার নাম, যোগাযোগের জন্য ই-মেল অ্যাড্রেস, কি লিখতে চান- সাধারণ লেখা না লিস্টিং না অন্যকিছু লিখবেন তা সহ কিছু ইনফরমেশন দিতে হবে।
- এই ফর্মেই লেখার শিরোনাম, মূল বডি এবং যাবতীয় সমস্ত কিছু দেয়া আছে। নিচের বাটনে ক্লিক করে দেখে নিন।
সাইটের নাম – লিস্ট ভার্স : সন্মানি – ১০০ ডলার
লিস্ট ভার্স আমেরিকার একটি টপ লিস্টেট সাইট যারা মূলত টপ টেন লিস্টিং করে থাকে। এখানে একটা লিস্টিং আর্টিকেল পাবলিশ করলেই পাবেন ১০০ ডলার। প্রায় ৭ হাজার ৫০০ টাকা।
এখানে লেখার জন্য আপনাকে এক্সপার্ট হতে হবে না। ইংরেজীতে মোটামুটি ভাল হতে হবে, সেন্স অব হিউমার থাকতে হবে, আর থাকতে হবে অস্বাভাবিক, যা সচরাচর ঘটে না এমন জিনিসের প্রতি আপনার ঐকান্তিক ভালবাসা।
কি লিখবেন-
- লিখতে পারেন সাধারণ জ্ঞান, হতে পারে যে কোন বিষয়ের।
- লিখতে পারেন অদ্ভূত, অস্বাভাবিক, অনাকাংখিত, ক্রেজি বিষয় নিয়ে। এই বিষয়গুলোই মূলত প্রাধান্য পায় এখানে।
- লিখতে পারেন শিল্প-সাহিত্য, সঙ্গীত, টিভি-সিনেমা কিংবা গেম বিষয়ে।
- লিখতে পারেন খাবার, স্বাস্থ্য, খেলা-ধূলা ও ভ্রমন বিষয়ে।
- এমনকি লিখতে পারেন বিজ্ঞান বিষয়েও।
কিভাবে লিখবেন-
- এই লিংকে গিয়ে যা যা ইনফরমেশন চাইছে, দিয়ে দিন।
- যে বিষয় নিয়ে লিখবেন, তা অবশ্যই ১০টি লিস্টিং এ লিখবেন। ধরা যাক আপনি লিখতে চাইছেন যে-সব কুসংস্কার আদিকাল থেকে এখনো চলছে, এ রকম একটি বিষয় নিয়ে। সুতরাং লিখুন- ১০টি কুসংস্কার যা আদিকাল থেকে এখনো চলছে।
- লেখার একটি আকর্ষণীয় শিরোনাম দিন, আর সুন্দর করে একটি সূচনা লিখুন, তারপর লিস্টে যান।
- লেখা অবশ্যই আপনার নিজস্ব হতে হবে। কোথাও থেকে কপি-পেস্ট করতে পারবেন না।
- সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে লিখতে হলে পেমেন্ট নেয়ার জন্য আগে থেকেই আপনার একটা পে-পাল অ্যাকাউন্ট থাকতে হবে। তানাহলে, আবেদনই করতে পারবেন না।
শুধু এ সাইটই নয়, প্রায় সব ওয়েভসাইটেরই পেমেন্ট অপশন পে-পাল। পে-পাল অ্যাকাউন্ট না থাকলে অনেক সাইটেই আপনি লিখতে পারবেন না। কি করবেন তাহলে? উপায় আছে, আস্তে আস্তে জানবেন। আমাদের সাথেই থাকুন, আমাদের সাইটটি বুকমার্ক করে রাখুন, কাজে দেবে।
আর্টিকেল লিখে আয় করার উপায় নিয়ে এ লেখার ১ম পর্ব এখানেই থাকুক। পরবর্তী পর্বে পাবেন আরো অনেকগুলো গুরুত্বর্পূর্ণ সাইটের ঠিকানা যেগুলোতে লেখালেখি করে আপনি নি:সন্দেহে আয় করতে পারবেন মাসে কমপক্ষে ৫০ হাজার টাকা। আপনি যদি নিজেকে পুরোপুরি প্রস্তুত করে নেন, আর এটাকেই গ্রহণ করেন নিজের পেশা হিসেবে, তাহলে ৫০ হাজার নয়, আয় করতে পারবেন তারচেয়েও অনেক বেশি।
কিভাবে?
ফ্রিল্যান্সিং করার সেরা কিছু ওয়েবসাইট এর মধ্যে প্রত্যেকটিতেই প্রচুর আর্টিকেল রাইটিংয়ের কাজ রয়েছে। এগুলোতে এমন অনেক রাইটার রয়েছেন যারা কেবল লেখা-লেখি করেই মাসে লক্ষাধিক টাকা আয় করছেন। আপনিও পারবেন, শুধু দরকার আগ্রহ আর কাজের প্রতি মনোযোগ।
এ লেখাটি শেয়ার করতে ভুলবেন না যেন। আপনার চারপাশের পরিচিতজনরা যদি চেষ্টা শুরু করে, সেটা আপনার জন্য লাভই হবে। আইডিয়া শেয়ার করতে পারবেন, একজন আরেকজনকে সহযোগীতা করতে পারবেন।
Nur a alam says
Well done brother
barkat says
Need more information, easiest way to earn, article writing is not easy for normal people.
Antor says
We are delighted to provide you more information. Why don’t you visit the source pages for having more information you need? Moreover, a post in 3 parts on how to write article has been linked with this one. Hope you have also read those which are highly helpful to make one easy to write article. What you exactly need is just English skills & research capabilities on a topic you want to write with.
Md.Shamsul Arman says
Really awesome & helpful for newcomer or experienced people who want writing article & earn money at home. Thanks for giving us a wonderful clue.
Thanks
Arman.
Antor says
Thanks for your wonderful opinion & being with Tech Trainee. Hope you will get the great help in making money by writing articles online.
Pranto says
Is there any site from where i can earn by writing bangla article or stories?
Antor says
You should contact with Bangla newspapers for having this opportunity. We are also looking for some writers for having bangla articles for our blog. If you can prove that you are capable to write in a way we exactly want, you can contact us by using the contact form of our blog, BN Tech Trainee.
Sourojit Das says
দাদা, বাংলায় লিখলে চলবে? নাকি সবকিছুই English এ লিখতে হবে?
টি আই অন্তর says
এখানে যে সাইটগুলো সম্পর্কে লেখা হয়েছে সেগুলোর সবক’টির ভাষাই ইংলিশ। সুতরাং, এগুলোতে লিখতে হলে ইংলিশেই লিখতে হবে। আপনি যদি বাংলায় লিখতে চান, তবে আমাদের সাইটে বাংলায় আর্টিকেল লিখতে পারেন এবং বিকাশে পেমেন্ট নিতে পারেন।
Nasim Hossain says
আমি বাংলাতে লিখতে পারি, যে কোন বিষয়ে । আমি আপনাদের সাইটে লিখতে চাই। আশা করি খুব ভালো কাজ করতে পারবো। আপনার নিকট থেকে সাহায্য ও উপযুক্ত তথ্য পাওয়ার আশায় রইলাম ।
টি আই অন্তর says
আমাদের সাইটে লেখার আগ্রহ প্রকাশের জন্যে আপনাকে ধন্যবাদ, নাসিম হোসাইন।
আপনি কি বিশেষ কিছু বিষয়ে লিখতে চান, নাকি কি যে কোনও টপিকে লিখতে পারবেন? আমাদের সাইটের ক্যাটেগরিগুলো দেখে জানান আপনি কোন কোন ক্যাটেগরিতে লিখতে চান। তাহলে, আমরা সে-সব ক্যাটেগরিতেই আপনাকে টপিক দেবো যেগুলোতে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন। আর যদি যে কোনও বিষয়েই লিখতে চান, তাহলে তো কোন কথাই নেই; সেটাই সবচেয়ে ভাল।
md hridoy says
কিভাবে আপনার সাইটে লিখবো, লিংক দেন আপনার সাইটের।
টি আই অন্তর says
ভাই, এই পোস্টটি কিন্তু আমাদের সাইটে লিখার জন্যে নয়, বরং কিছু ইংরেজী ওয়েবসাইটে লিখার জন্যে। আমাদের সাইট বাংলায় আর এখানে লেখার জন্যে কিছু নিয়ম-কানুন রয়েছে যেগুলোর লিংক এই লেখায় দিতে পারছি না। আপনি বরং আমাদের ফেসবুক পেজ এ এসে ইনবক্সে যোগাযোগ করুন, সেখানেই আপনাকে প্রয়োজনীয় লিংকগুলো দেয়া হবে।
Rakhi Chowdhury says
What language, Bengali or English, should we use to write this type of articles?
Antor says
Hello Rakhi,
As all these websites in English, you must write in this international language. If you are willing to write in Bengali, you can contact with some Bangla online portal.
zia says
আমার মত করে কোন লেখা লিখতে হবে? নাকি কোন ক্লাইয়েন্টের লেখা লিখতে হবে?
Antor says
যে-সব ওয়েবসাইটগুলো সম্পর্কে বলা হয়েছে সেগুলোতে আপনার মত করেই লিখতে হবে। এখানে কোন ক্লায়েন্ট নেই। আপনি যদি লিখেন আর ওদের পছন্দ হয় এবং লেখা ছাপায় তাহলেই আপনি টাকা পাবেন। ক্লায়েন্টের জন্য লিখতে হয় আউটসোর্সিং এর ওয়েবসাইটগুলোতে। ওই সব সাইটে আপনাকে আগে অ্যাকাউন্ট খুলতে হবে এরপর ক্লায়েন্টের দেয়া জব পোস্টে আবেদন করতে হবে। এরপর ক্লায়েন্ট যদি আপনাকে কাজ দেয়, তাহলে কাজ শেষ করে টাকা পাবেন। ওয়েবসাইটগুলোতে ক্লায়েন্ট আপনাকে টপিক বলে দেবে। ওই টপিকের উপর অনলাইন রিসার্চ করে আপনাকে আর্টিকেল লিখে দিতে হবে। কিন্তু এখানে আপনি যে-সব ওয়েবসাইটগুলো সম্পর্কে জেনেছেন, সেগুলোতে লিখতে হলে আপনার মত করেই লিখতে হবে।