আপনি কি একজন আর্কিটেকচার, আপনাকে কি প্রায়ই বাড়ি কিংবা অফিসের ডিজাইন করতে হয়? তবে, আপনার জন্যে প্রয়োজন আর্কিটেকচার সফটওয়্যার যা দিয়ে আপনি অনায়াসেই সুন্দর সুন্দর ডিজাইন করে ফেলতে পারবেন যে কোন বাড়ি বা অফিসের।
আপনি যদি একজন আর্কিটেকচার স্টুডেন্ট হয়ে থাকেন, তবে আপনাকে আপনার স্কিল বাড়ানোর প্র্যাকটিস করতে হবে। আর এ ধরণের সফটওয়্যার আপনাকে ভার্সুয়ালি প্র্যাকটিস করার এবং নিজেকে যোগ্য করে গড়ে তোলার সুবিধা প্রদান করবে। অনেকেই অটো ক্যাড শেখার সেরা কিছু ওয়েবসাইট থেকে রিসোর্স নিয়ে এই সব সফটওয়্যারে নিয়মিত আর্কিটেকচার প্র্যাকটিস করে থাকেন যা তাদের স্কিল বাড়াতে সাহায্য করে থাকে।
অনেক সময়ই আমাদের নিজেদের বাড়ি বা অফিসকে রি-ডিজাইন করতে হয়, কিংবা অ্যাপার্টমেন্টের ইন্টেরিয়র নতুন করে সাজাতে হয়, তখনো আমাদের আর্কিটেকচার ডিজাইনিং সফটওয়্যারের দরকার হয়।
আপনি যদি নিজেই অ্যাপার্টমেন্ট কিংবা অফিসের মালিক হয়ে থাকেন আর আপনি নানা রকম ডিজাইন পরখ করে দেখতে চান, তবে এ ধরণের সফটওয়্যার দিয়ে নিজেই ডিজাইন করে দেখতে পারেন। আর পছন্দের ডিজাইনটি রেখে দিতে পারেন।
৫টি ফ্রি আর্কিটেকচার সফটওয়্যার
একবার যখন একটি ডিজাইন সম্পন্ন হয়ে যায়, তখন সেটিকে ভেঙ্গে নতুন করে করা যায় না। এটা অনেক ব্যয়বহুল, বিশেষত সবকিছু আবার শুরু থেকে শুরু করা। কাজেই, ফ্রি সফটওয়্যার দিয়ে আগে ডিজাইন করে তারপর নির্মাণে যান।
Revit Architecture
আর্কিটেকচারের ছাত্রদের জন্যে Revit Architecture সম্পূর্ণ ফ্রি। আর প্রপেশনাল আর্কিটেকচারদের জন্যে ৩ বছরের লাইসেন্স ফ্রি। ল্যান্ডস্কেপ মডিফায়িং সুবিধা নিয়ে এই সফটওয়্যারটি হাইলি স্ট্রাকচারড্ এবং আদর্শ ডিজাইনের নিশ্চিত অনুসঙ্গ। অ্যাকিউরেসি এই সফট্ওয়্যারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট যা আপনাকে নির্ভুল ডিজাইনের নিশ্চয়তা দেয়।
যে কোন ধরণের স্ট্রাকচার দাঁড় করানো যায় এই সফটওয়্যার দিয়ে। এমনকি, সেটিকে থ্রিডি ফর্মে ভিউ করে দেখা যায়। ড্রাফট্ করে রাখা যায় এবং শুরু থেকে শেষ পর্যন্ত ডিজাইনের প্রতিটি পার্ট ওভারভিউ করা যায়। তবে, এটি ব্যবহারের জন্যে কিছু অভিজ্ঞতার প্রয়োজন আর সেটা আপনি টিউটোরিয়াল দেখেই শিখে নিতে পারেন।
SweetHome 3D
ওপেন সোর্স সফটওয়্যার হিসেবে আর্কিটেকচারদের কাছে SweetHome 3D এর প্রচুর কদর রয়েছে। এটি মূলত তাদের জন্যে যারা তাদের অফিস, বাড়ি কিংবা যে কোনও ভবন পূন:ডিজাইন করতে চান।
একজন ইউজার তার বাড়ি কিংবা অফিসের ডিজাইন করার পাশাপাশি ভেতরের ফার্নিচারও অ্যারেঞ্জ করতে পারবেন। এমনকি, থ্রিডি ভার্সণে দেখে নিতে পারবেন ডিজাইন কেমন হয়েছে। কিছু অতিরিক্ত থ্রিডি মডেলস্ রয়েছে যা ব্যবহার করে ডিজাইনকে আরো আকর্ষণীয় করে তুলতে পারবেন।
Design Wordshop Lite
নিট এন্ড ক্লিন এবং ইজি টু ইউজ একটি ইন্টারফেস নিয়ে Design Wordshop Lite আপনাকে দিচ্ছে ফ্রিতে ব্যবহার করার সুবিধা। তবে, কিছু বাড়তি সুবিধার জন্যে চাইলে আপনি এই থ্রিডি মডেল সফটওয়্যারটির পেইড ভার্সণও ইউজ করতে পারেন।
প্রতিটি ফ্লোর, ওয়াল ও অন্যান্য অংশের জন্যে আপনি ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়ালস্ ইউজ করতে পারবেন। অবজেকট ক্যাটেগোরাইজ করার অপশন আছে। ফেজেজ এবং নাম নির্ধারণেরও সুযোগ আছে। যারা আর্কিচেকচার ডিজাইনিংয়ে নতুন, তাদের জন্যে Design Wordshop Lite একটি আদর্শ চয়েস হতে পারে।
3D Home Design
নাম থ্রিডি হলেও এই পাওয়ারফুল সফটওয়্যারটি দিয়ে আপনি টু-ডি প্রপেশনাল প্ল্যানও ডিজাইন করতে পারবেন। এমনকি, একই সঙ্গে আপনি এটি দিয়ে আপনার ইনডোর এবং আইটডোর ডিজাইন ভিউ করে দেখতে পারবেন।
3D Home Design একটি ফ্রি এবং ওপেন সোর্স ডিজাইন সফটওয়্যার। এটির গ্রাফিক্স একেবারে বাস্তবধর্মী অর্থাৎ আপনি আপনার স্বপ্নের ডিজাইনটির একেবারে বাস্তব চিত্রই দেখতে পাবেন এর মাধ্যমে। নতুন কিংবা পুরাতন, আনাড়ি কিংবা এক্সপার্ট, সব ধরণের আর্কিটেকচাররাই এটি সহজে ব্যবহার করতে পারবেন।
My Virtual Home
ঘর-বাড়ি, অফিস বা অ্যাপার্টমেন্ট নির্মাতাদের জন্যে My Virtual Home একটি গেমের মতো। আপনি স্ট্যান্ডার্ড সাইজের রুম সিলেক্ট করতে পারবেন, এরপর আপনার ডিজাইনের সঙ্গে অ্যাড করতে পারবেন, এমনকি ফার্নিচার কিংবা অন্যান্য মেটেরিয়ালস্ মুভ করতে পারবেন।
আশা করি, উপরে বর্ণিত ৫টি ফ্রি আর্কিটেকচার সফটওয়্যার সম্পর্কে সম্যক ধারণা পেয়েছেন। এবার ব্যবহার করার পালা, বাটনে দেয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন আর এনজয় করুন আপনার স্বপ্নের ডিজাইন।
Leave a Reply