মোহাম্মদ আব্বাসের পেস তান্ডবে গুড়িয়ে গেল অস্ট্রেলিয়া। আবুধাবিতে অস্ট্রেলিয়াকে ৩৭৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ জিতে নিল পাকিস্তান।
জিততে হলে শেষ ইনিংসে আলৌকিক কিছুই করতে হতো অস্ট্রেলিয়াকে!! কারণ টেস্টের ৪র্থ ইনিংসে ৫০০ এর বেশি রান তাড়া করে জিততে পারেনি কোন দলই।
সেখানে ৫৩৮ তো অসম্ভব লক্ষ্যই। এ অসম্ভব লক্ষ্য ছুঁতে পারল না অস্ট্রেলিয়াও।
মোহাম্মদ আব্বাসের বোলিং তোপে পড়ে লক্ষ্যের আশে-পাশেও জেতে পারেনি অস্ট্রেলিয়া।
শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করে অতিথি ব্যাটসম্যানদের দিশেহারা করে ফেলেছিলেন আব্বাস। যার সুফলও মিলে যায় দ্রুত।
আব্বাসের বোলিংয়ের সামনে টিকতে না পেরে অজি ব্যাটসম্যানরা একের পর এক প্যাভিলিয়নে ফিরতেই যেন স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন। মার্শ, টিম পেইনরা কেউই পারেননি আব্বাসে ঠেকিয়ে দলকে বিপদমুক্ত করতে।
অজিদের টপ-অর্ডার আর মিডল অর্ডার একাই ধ্বসিয়ে দিয়েছেন এই পেসার, পেয়েছেন ম্যাচে দ্বিতীয়বারের মত ৫ উইকেট।
মোহাম্মদ আব্বাসের ৫ উইকেটের সাথে লেগি ইয়াসির শাহ এর ৩ উইকেটে অজিরা অলআউট হয় ১৬৪ রানে।
এর আগে পাকিস্তানের ব্যাটসম্যানরাই জয়ের ভিত গড়ে দিয়েছিল। ২য় ইনিংসে বাবর আযমের ৯৯, সরফরাজের ৮১, ফখর জামানের ৬৬ আর আজহার আলীর ৬৪ রানে ভর করে ৪০০ রানের বিশাল স্কোর গড়ে পাকিস্তান।
তারপর বাকি কাজটি সারে বোলাররাই।
এই জয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-০ তে জিতে নিয়েছে পাকিস্তান। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ মোহাম্মদ আব্বাস।
Leave a Reply