রোযা পরিপূর্ণ করার জন্য তারাবির নামাজ পড়তে হয়। তারাবি নামাজের নিয়ম-কানুন জানা না থাকলে নামাজটা পরিপূর্ণভাবে পড়া হয় না। ফলে, একটা অতৃপ্তি থেকে যায়, মনের মধ্যে সংশয় থেকে যায় যে, আমার তারাবি পড়া ঠিক হয়েছে তো!
তারাবি নামাজের নির্দিষ্ট্য কিছু নিয়ম-কানুন রয়েছে, সেই সাথে রয়েছে কিছু নির্দিষ্ট্য দোয়া কালামও। কিন্তু আমরা অনেকেই সেগুলো সম্পর্কে ভালভাবে জানি না। তবে, প্রযুক্তির অগ্রগতিতে এগুলো জানা এখন অনেক সহজ হয়ে গিয়েছে। এখন মোবাইলেই জেনে নেয়া যায়, শিখে নেয়া যায় তারাবি নামাজ পড়ার পদ্ধতি ও নিয়ম-কানুন।
তারাবি নামাজের নিয়ম-কানুন শিখতে মোবাইল অ্যাপ
প্লে-স্টোরে এমন কিছু অ্যাপ রয়েছে যেগুলো আপনাকে খুব সহজেই তারাবি নামাজের যাবতীয় সব নিয়ম-কানুন শেখাবে। এখানে এমনই ৩টি অ্যাপ সম্পর্কে আলোচনা করা হল যেগুলোতে তারাবি নামাজের পদ্ধতি, দোয়া, সূরা ও অন্যান্য প্রয়োজনীয় সবকিছু পাওয়া যাচ্ছে।
১. তারাবির নামাজের নিয়ম
রমযান উপলক্ষে প্লে-স্টোরে রিলিজ হওয়া এই অ্যাপটিতে তারাবি নামাজের নিয়ত ও নিয়ম কানুনের পাশাপাশি অনেক দোয়া ও সেগুলোর ফজিলত বর্ণনা করা হয়েছে। সাথে আছে, তারাবি নামাজের মোনাজাতের নিয়ম। এছাড়া, বিপদ আপদ থেকে মুক্তির দোয়া, দোয়া কুনুত ও দোয়া মাসুরাও রয়েছে এই অ্যাপটিতে।
২. তারাবির নামাজের দোয়া
তারাবি নামাজের নিয়ত, সূরা, দোয়া ও মোনাজাত নিয়ে সাজানো হয়েছে এই অ্যান্ড্রয়েড অ্যাপটি। সঙ্গে বোনাস হিসেবে রয়েছে বাংলা নামাজ শিক্ষা, জুম্মার নামাজের নিয়ম, ফজিলত ও জুম্মার খুতবা এবং আরো অনেক কিছু।
৩. তারাবিহ নামাজ পড়ার নিয়ম
তারাবি শব্দের অর্থ, উৎপত্তি ও সংজ্ঞাসহ বিস্তারিত রয়েছে এই অ্যাপটিতে। তারাবি নামাজ আদায়ের সহি নিয়ম, নিয়ত করার পদ্ধতি, দুই রাকআত ও চার রাকআত পড়ার পরের দোয়া এবং পুরো নামাজের ফজিলতসহ যাবতীয় সবকিছুই রয়েছে এই অ্যান্ড্রয়েড অ্যাপটিতে।
রোযার জন্য তারাবি নামাজ খুবই গুরুত্বপূর্ণ আর এ নামাজের রয়েছে অনেক ফজিলত। তাই, তারাবি নামাজ সম্পর্কে বিস্তারিত জানতে ও সমস্ত নিয়ম-কানুন ঠিক রেখে তারাবি নামাজ আদায় করতে আপনার স্মার্টফোনে ডাউনলোড করে নিন উপরের অ্যাপগুলোর যে কোনটি।
সানজিদা জামান says
আপনার আর্টিকেলটা আমার অনেক কাজে লাগলো, ধন্যবাদ আপু।