মহাকাশে যাত্রা বা অভিযাত্রার বিষয়টি কেবল উন্নত দেশ এবং স্পেস সায়েন্স অর্গানাইজেশনগুলোর মাঝেই সীমাবদ্ধ। আর কেবল নভোচারীরাই মহাকাশ ভ্রমণের সুযোগ পেয়ে থাকেন। এটি সাধারণ নাগরিকের হাতের নাগালে নেই।
ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসনের নাম শুনে থাকতে পারেন আর পৃথবী বিখ্যাত আমাজনের প্রধান কর্ম-কর্তা যুক্তরাজ্যের জেফ বেজোসের নাম তো অবশ্যই জানেন। এরা দুইজন মিলে অনেক আগেই প্রতিষ্ঠা করেছেন ব্লু অরিজিন নামের একটি মহাকাশ ভ্রমণ সংস্থা। এ সংস্থাটির মূল উদ্দেশ্যই হচ্ছে সাধারণ মানুষকে মহাকাশ ভ্রমণের সুযোগ করে দেয়া।
এই উদ্দেশ্যে চলতি বছরেই তারা শেষ করেছেন সাধারণ মানুষের জন্যে প্রথম মহাকাশ যান, নিউ শেপার্ড। আপনি যদি বিজ্ঞানী না হন, কিংবা কোন মহাকাশ গবেষণা সংস্থায় কর্মরত না থাকেন, কোন অসুবিধা নেই। পৃথিবীর একজন সাধারণ নাগরিক হিসেবে এই নিউ শেপার্ডে করে মহাকাশ ভ্রমণে বের হতে পারবেন আপনিও।
তবে, এই ভ্রমণের জন্যে আপনাকে ব্যয় করতে হবে মাত্র ২ কোটি টাকা। আছে কি আপনার মহাকাশ ভ্রমণের শখ মেটাতে ২ কোটি টাকা ব্যয় করার সামর্থ্য? ধরা যাক, আছে এবং আপনি প্রস্তুত মহাকাশ ভ্রমণে যেতে। কিন্তু নিউ শেপার্ড মাত্র ৬ জন যাত্রী বহন করতে পারবে। ভাবুন তো, এই ৬ জনের মাঝে আপনি কখনো জায়গা পাবেন!
তাই বলে কি আপনার মহাকাশ ভ্রমণের স্বপ্ন অপূর্ণ থেকে যাবে? না, চাইলে আপনিও মহাকাশ ভ্রমণ করতে পারেন, আপনার হাতেই রয়েছে সেই বাহন, আপনার স্মার্টফোন। হুম, বুঝতেই পারছেন, ভ্রমনটা হবে ভার্সুয়াল্লি। ঘরে বসেই আপনার স্মার্টফোন দিয়ে মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা নিতে পারেন।
এর জন্যে আপনার প্রয়োজন হবে Solar System Scope নামের একটি অ্যাপ। এই মহাকাশ ভ্রমণ অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস, দুই অপারেটিং সিস্টেমের জন্যেই পাওয়া যাচ্ছে। আপনি যে অপারেটিং সিস্টেমের স্মার্টফোন ব্যবহার করছেন, সেটির জন্যে Solar System Scope অ্যাপটি ডাউনলোড করে নিন নিচের লিংকে ক্লিক করে।
অ্যাপটি আপনাকে ভার্সুয়াল্লি মহাকাশ ভ্রমণে নিয়ে যাবে, মহাকাশের কোথায় কি আছে, সে-সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। এমনকি, এ যাবৎ মহাকাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিবরণও শোনাবে। স্মার্টফোনের স্ক্রিণে লাইভ দেখাবে মহাকাশে ছড়িয়ে থাকা বিভিন্ন গ্রহ-নক্ষত্র। জানাবে তাদের গতিবিধি, আচরণ এবং ভেতরের খবর।
এই মহাকাশ অ্যাপটি আপনি অনলাইন এবং অফলাইন উভয় প্রক্রিয়াতেই ব্যবহার করতে পারবেন। যদি অফলাইন ইউজ করেন, তবে আপনি নির্দিষ্ট কিছু গ্রহ ঘুরতে পারবেন। আর যদি অনলাইনে ইউজ করেন, তবে আপনাকে আর অনেক স্পেস দেওয়া হবে ঘুরার জন্য। যাইহোক, অ্যাপটি আপনি যেভাবেই ব্যবহার করুন না কেন, মহাকাশ ভ্রমণে আপনাকে স্বাগতম।
অভিজিৎ মোদক says
ভালো লাগলো, মহাকাশে যেতে না পারলেও মহাকাশের অনেক কিছুই দেখা ও জানা যাবে এই অ্যাপস্ দিয়ে।
মুনতাকিমুল আবেদীন says
দারুন একটি তথ্য দিয়েছেন। আশাকরি এইরকম আরো লেখা পাব।