একজন ব্লগারের ব্লগিং করার যাত্রাটা শুরু হয় ব্লগের ডোমেইন নেম নির্বাচনের মধ্য দিয়ে। আপনার ডোমেইন নেমটি নির্বাচন করার ক্ষেত্রে আপনি কতটুকু চিন্তা ভাবনা করছেন এটি আপনার ব্লগের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার ব্লগকে গুগল অ্যাডসেন্স বা অন্যান্য পেইড টু ক্লিক সার্ভিসের জন্য তৈরী করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এ বিষয়টি মাথায় রেখে কাজ শুরু করতে হবে।
আর যদি কোন অর্থ উপার্জনের উদ্দেশ্য ছাড়াই আপনি ব্লগিং করতে চান, তবে ফ্রি ডোমেইন এবং হোস্টিং এর জন্যে নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকেই বিনামূল্যে ডোমেইন নেয়া উচিৎ। তবে, এক্ষেত্রেও একটি আদর্শ ডোমেইন নেম নির্বাচন করা খুবই জরুরী। এটা এজন্য যে আপনার ভিজিটর যাতে সহজেই আপনার ব্লগের নামটি মনে রাখতে পারে। কাজেই ডোমেনই কেনার আগে
একটি ব্লগ কতটুকু সফলতা অর্জণ করবে তার অনেকটাই সঠিক ডোমেইন নেম নির্বাচনের উপর নির্ভর করে। আপনি যেটাই নির্বাচন করেন না কেন, সেটিকে অবশ্যই নতুন, সহজে স্মরণযোগ্য ও আপনার ব্লগের বিষয়ের সাথে মিলে এরকম একটি ডোমেইন নেম খুঁজে বের করতে হবে।
আপনার ব্লগের জন্য সবচেয়ে উপযুক্ত ডোমেইন নেম নির্বাচনের জন্য আপনার ব্লগের সাথে সামঞ্জস্য রেখে আগে কিছু আইডিয়া বের করুন। আর সেগুলির বিষয়বস্তুকে একত্রিত করুন।
খুঁজে দেখুন যে আপনি যে নামটি নির্বাচনের জন্য ভাবছেন সেটি ডোমেইন বিক্রয়কারী ওয়েবসাইটে ক্রয়ের জন্য আছে কিনা অর্থাৎ পূর্বেই এই একই নামে কেউ ডোমেইন নিয়েছে কিনা এবং সোস্যাল মিডিয়াগুলোতে এই নামে কোন প্রতিষ্ঠান বা ব্লগের পেজ আছে কিনা। যদি উত্তর না হয়ে থাকে, তাহলে দেরি কেন? শুরু করে দিন আপনার ব্লগিং যাত্রা।
ব্লগের ডোমেইন নেম
ব্লগিং হচ্ছে অনলাইনের সেরা কাজ যাতে ঘুমিয়ে থেকেও ইনকাম করা যায়। কাজেই, এই প্যাসিভ ইনকামের জগতে প্রবেশের শুরুটা অবশ্যই ভাল হওয়া জরুরী। আর শুরুটা যেহেতু, ডোমেইন দিয়ে, সেহেতু এর নামের প্রতি গুরুত্ব দেয়া আপনার জন্যে অপরিহার্য্যই বটে।
এতক্ষনে অবশ্যই বুঝে গেছেন যে ডোমেইনের নাম আপনার ব্লগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। আপনার ব্লগের সফলতা বা ব্যর্থতার দায়ভার অনেকটাই ডোমেইন নেম বহন করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এটি এত গুরুত্বপূর্ণ?
- আপনার ব্লগের যে জিনিসটি সর্বাগ্রে আপনার ভিজিটরের সামনে দৃশ্যমান হয় তা হলো আপনার ইউআরএল বা ডোমেইনের নাম। একটি ভালো ডোমেইন ভিজিটরের মনে আপনার ব্লগের জন্য ইতিবাচক ধারণার সৃষ্টি করে এবং দীর্ঘ সময় ধরে তাকে ব্লগের বিভিন্ন কন্টেন্ট পড়তে আগ্রহী করে তোলে। অপরদিকে একটি বাজে ডোমেইন নেম আপনার ভিজিটরের মনে প্রথমেই আপনার ব্লগ সম্পর্কে নেতিবাচক ধারনার জন্ম দেয় এবং সে আপনার ব্লগ ত্যাগ করে চলে যায়।
- আপনার ব্লগের মূল কি-ওয়ার্ডের সাথে মিল রেখে যদি ডোমেইনের নাম নির্বাচন করা হয়, তাহলে এটি অবশ্যই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে এবং আপনার ব্লগটিকে গুগলে র্যাংক করানোর বিষয়টিকে আরো সহজ করে তুলবে।
- একটি আদর্শ ডোমেইন নেম আপনার ব্লগটিকে একটি ব্র্যান্ডে পরিণত করতে সক্ষম। আপনার ডোমেইন নেমটি যদি আকর্ষনিয় এবং বিষয় সম্পৃক্ত হয়, তবে এটি আপনার ব্র্যান্ড হিসাবেও প্রতিনিধিত্ব করে।
তাহলে চলুন এবার জেনে নেই একটি আদর্শ ডোমেইন নেম নির্বাচনের জন্য আমাদের কি কি করণীয়:
ডোমেইনের মাধ্যমে ব্লগকে প্রতিফলিত করুন
আপনার ডোমেইনের নাম যাই হোক না কেন, সেটি থেকে যেন আপনার ব্লগটি কি বিষয়ে, আপনার ব্লগিং এর উদ্দেশ্য কী, তার পরিষ্কার ধারণা পাওয়া যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া যতটা সম্ভব সাধারণভাবে ভাবতে হবে। অনেকেই ডোমেইনের নাম নির্বাচনের ক্ষেত্রে এমন একটি জটিল নাম নির্বাচন করেন যা ভিজিটরদের সহজে বোধগম্য হয় না।
চেষ্টা করুন বিষয় সম্পর্কিত কিওয়ার্ড বা অন্যান্য শব্দ ব্যবহার করে ডোমেইনের নাম নির্বাচন করার। যেমন আপনার ব্লগটি যদি স্বাস্থ্য সম্পর্কিত হয়ে থাকে, তাহলে ডোমেইনের নাম এর মধ্যে fit, inspire, strong; আবার যদি ফটোগ্রাফি সম্পর্কিত হয়ে থাকে তাহলে lens, focus, frame ইত্যাদি শব্দ ব্যবহার করতে পারেন।
নতুন কিছু করার চেষ্টা করুন
আপনার ডোমেইন নেমটি যথাসম্ভব অন্যদের থেকে আলাদা রাখার চেষ্টা করুন। কখনোই কাউকে অনুকরণ বা নকল করার চেষ্টা করবেন না। এতে আপনার সম্পর্কে ভিজিটরদের খারাপ ধারণার সৃষ্টি হবে। আপনার কাজের সাথে মিল রেখে ডোমেইনের নাম নির্বাচন করাটাই সবচেয়ে ভাল সিদ্ধান্ত।
আপনার ভিজিটর সম্পর্কে জানুন
আপনাকে এটি আগেই ঠিক করতে হবে যে কি বা কাদের উদ্দেশ্যে আপনি ব্লগিং করতে চলেছেন। যাদের জন্য আপনার ব্লগটি তৈরী করা বা আপনার ব্লগের যারা সবচেয়ে উপযুক্ত ভিজিটর তাদের প্রয়োজনের সাথে মিল রেখে ডোমেইনের নামে নতুনত্ব বজায় রাখুন।
বিভিন্ন টুলস্ এর সাহায্য নিন
বর্তমান সময়ে আপনার ডোমেইনের নাম নির্বাচনের চাপকে কিছুটা কমিয়ে দেবার জন্য ইন্টারনেটে বহুসংখ্যক এমন ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি আপনার ওয়েবসাইট এবং টার্গেটেড ভিজিটর সম্পর্কে সাধারণ কিছু তথ্য প্রদানের মাধ্যমে আপনার ডোমেইনের নাম সম্পর্কে আইডিয়া পেতে পারেন।
আমি বলছি না যে আপনাকে এ ধরনের টুলস্ ব্যবহার করতেই হবে। তবে এগুলি ব্যবহার করলে আপনি সেখান থেকে প্রাথমিকভাবে কিছু আইডিয়া পাবেন যা পরবর্তীতে আপনার মূল ডোমেইন নেমটি নির্বাচনে অনেক বেশি সহায়ক হিসেবে প্রমাণিত হবে।
প্রতিদ্বন্দিদের দিকে লক্ষ্য রাখুন
আপনি যে বিষয়েই ব্লগিং করতে চান না কেন, দেখবেন সে বিষয়ে আগেও অনেক ব্লগ আছে। লক্ষ্য করুন তারা তাদের ডোমেইনের নাম নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয়ের প্রতি লক্ষ্য রেখেছে। তবে অবশ্যই অনুকরণ বা নকল করতে যাবেন না। এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি হবে।
ব্লগিং এর জন্য ডোমেইনের নাম নির্বাচন করা অপরিহার্য। আর একটি আদর্শ ডোমেইন নেম নির্বাচনের জন্য উপরের বিষয়গুলির দিকে অবশ্যই লক্ষ্য রাখা প্রয়োজন। তবে আপনার ডোমেইনকে সবার নিকট গ্রহণযোগ্য ও আকর্ষনীয় করার জন্য উপরের বিষয়গুলোর সাথে সাথে আরো কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন।
আপনি যে ডোমেইন নেম নির্বাচন করছেন তা যেন খুব সহজেই উচ্চারন যোগ্য হয়। এছাড়া এমন একটি নাম নির্বাচন করুন যা মানুষ সহজেই মনে রাখতে পারে। এজন্য যথাসম্ভব ছোট নাম নির্বাচন করতে হবে। যদি ব্যক্তিগত ব্লগ না হয়ে থাকে তাহলে অবশ্যই ডোমেইনে আপনার নিজের নাম ব্যবহার করা থেকে বিরত থাকুন।
Leave a Reply