আমাদের প্রয়োজনীয় ই-মেইল ঠিকানাতে যদি অন্য কেউ প্রবেশ করে এবং গুরুত্বপূর্ণ মেইলটি দেখে ফেলে তাহলে ঝামেলায় পড়তে হয়। অনেক সময় আমাদের ভুলের কারণে ই-মেইল ঠিকানাটি হ্যাক হয়ে যায়। আগে থেকে সতর্ক থাকলে ঝামেলা এড়ানো সম্ভব হয় অনেকাংশেই।
আপনার ইমেলে অন্য কেউ প্রবেশ করলে যেভাবে জানবেন
যদি কেউ আপনার ই-মেইলের পাসওয়ার্ড জেনে যায় এবং মাঝে মধ্যে সে আপনার মেইল ঠিকানায় অনুমতি ছাড়াই প্রবেশ করে বা আপনার মেইল ঠিকানাটি হ্যাক করা হয়েছিলো, কোনোভাবে হয়তো আপনি পুনরায় উদ্ধার করেছেন। এখন আপনি কিভাবে জানতে পারবেন কে আপনার মেইল ঠিকানায় প্রবেশ করেছিল অর্থাৎ কোন IP (ইন্টারনেট প্রোটোকল) ঠিকানা হতে আপনার মেইল ঠিনাকায় প্রবেশ করেছিলো? নিচের নিয়মগুলো অনুসরণের মাধ্যমে তা আপনি জানতে পারবেন।
জিমেইলের ক্ষেত্রে জানার উপায়
প্রথমে আপনাকে জিমেইলে লগইন করতে হবে। লগইন করার পর ইনবক্সে থাকা ইমেলগুলোর নিচে ডান পাশে দেখুন Last account activity লেখাটি রয়েছে।
এ লেখাটির ঠিক নিচে Details লেখাটিতে ক্লিক করুন। তারপর একটি নতুন পেইজ আসবে। সেই পেইজটিতে আপনার জিমেইল ঠিকানায় কোন ব্রাউজার থেকে বা মোবাইল থেকে গত দশবার কোন দেশ (আইপি ঠিকানা সহ) থেকে, কত তারিখ আপনার জিমেইল ঠিকানায় প্রবেশ করেছিলো, সব তালিকা দেখতে পারবেন।
যদি সব সময় আপনি একই কম্পিউটার থেকে জিমেইলে লগইন করেন এবং একই কোম্পানির ইন্টারনেট সেবা নিয়ে থাকেন তাহলে চারটি আইপি ঠিকানার মধ্যে অন্তত প্রথম দুটি অংশের আইপি ঠিকানা একই রকম থাকবে।
যদি কোনো ভিন্ন আইপি ঠিকানা দেখেন বা ভিন্ন কোনো সময়ে কেউ আপনার মেইল ঠিকানায় কেউ প্রবেশ করেছিলো জানতে পারেন এবং আপনি যদি সেই আইপি ঠিকানা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে Whoer.Net ওয়েবসাইটে প্রবেশ করুন। হোম পেজে নিচের ছবির মত একটি বক্স দেখতে পাবেন।
এবার যে আপই ঠিকানাটি চেক করতে চান সেটি কপি করে এই বক্সে পেস্ট করে Check বাটনে ক্লিক করুন। সেখান থেকে আপনি ওই আইপি ঠিকানাটি কোন দেশের, কোন সার্ভিস প্রোভাইডারের, তাদের ই-মেইল, ফোন নাম্বার, তাদের ঠিকানাসহ সবকিছু বিস্তারিত দেখতে পারবেন।
ইয়াহুর ক্ষেত্রে জানার উপায়
প্রথমে আপনাকে ইয়াহু মেইলে লগইন করতে হবে। লগইন করার পর আপনার নামের উপরে ক্লিক করে তার নিচে Account Info তে ক্লিক করুন।
তারপর একটি নতুন পেইজ আসলে সেই পেইজটিতে Recent activity এর উপর ক্লিক করুন। এখন পেইজটি লোড হবার পর আপনার বর্তমান অ্যাক্টিভিটিসহ বেশ কয়েকটি অ্যাক্টিভিটি আপনি দেখতে পাবেন।
সেখান থেকে Sign in history for the last 30 days এর নিচে কোন দেশ থেকে, কত তারিখ, কয়টার সময়, কোন আইপি থেকে মেইল ঠিকানায় প্রবেশ করা হয়েছিলো সব দেখা যাবে।
আপনি যদি সব সময় একই কম্পিউটার থেকে ইয়াহু আইডি লগইন করেন এবং একই কোম্পানির ইন্টারনেট সেবা নিয়ে থাকেন, তবে চারটি আইপি ঠিকানার মধ্যে অন্তত প্রথম দুটি অংশের আইপি ঠিকানা একই রকম থাকবে।
কোনো ভিন্ন আইপি ঠিকানা যদি দেখতে পান বা ভিন্ন কোনো সময়ে কেউ আপনার মেইল ঠিকানায় কেউ প্রবেশ করেছিলো জানতে পারেন এবং আপনি যদি সেই আইপি ঠিকানা সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে আইপি ঠিকানাটি কপি করে একইভাবে Whoer.Net এ গিয়ে টেক্সটবক্সে কপি করা আইপি ঠিকানাটি পেস্ট করে Check বাটনে ক্লিক করুন। এবারেও আপনি ওই আইপি ঠিকানাটি কোন দেশের, কোন সার্ভিস প্রোভাইডারের, তাদের মেইল ঠিকানা, ফোন নাম্বার, তাদের ঠিকানাসহ সবকিছু বিস্তারিত দেখতে পারবেন।
জীবনের সব ক্ষেত্রেই যেমন সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, তেমনই আপনার ই-মেইলের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আমরা যারা ফ্রিল্যান্সার বা ব্যবসায়ী তারা এ বিষয়ে জানতে পারলে, আমাদের ই-মেইলে অন্য কেউ প্রবেশ করছে কিনা জানতে পারবো এবং কোনোরূপ সন্ধেহজনক কিছু লক্ষ্য করলে আমরা আমাদের পাসওয়ার্ডটি পরিবর্তণ করে ফেলতে পারবো। ফলস্বরূপ, আমাদের ই-মেইল ঠিকানাটি নিরাপদ থাকবে।
সোহেল রানা says
সাইবার ক্রাইম থেকে সতর্ক থাকার জন্য এই টপিকটি জানা প্রয়োজন। ভালো একটা জিনিস জানলাম।
শাহরিয়ার আহমেদ says
ধন্যবাদ 🙂