বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড এবং আইওএস বেশ জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম। তবে সংখ্যার বিবেচনায় অ্যান্ড্রয়েডের ব্যবহারকারী অনেক বেশী, কারণ এটির দাম কম। আর আইফোনের দাম বেশি হওয়ায় এটির ব্যবহারকারী কম। যেহেতু আইফোনের মত ব্যয়বহুল ফোন আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহার করে, তাই এর ব্যবহারকারী কম হওয়াটাই স্বাভাবিক।
আইফোন যেমন ব্যয়বহুল, এর অ্যাপস্ আর গেমস্ও ব্যয়বহুল এবং আকর্ষণীয়। বিশেষ করে, আইফোনে এমন কিছু গেম ও অ্যাপ রয়েছে যেগুলো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মনে আফসোস তৈরি করে থাকে। ইস্, যদি আইফোনের ওই গেমটা খেলতে পারতাম! কিংবা ওই অ্যাপটা ইউজ করতে পারতাম!
একজন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হিসেবে আপনারও যদি এ রকম আফসোস থেকে থাকে, তবে আপনার জন্যেই হৈচৈ বাংলার আজকের এই লেখা। আপনি জেনে আনন্দিত হবেন যে, এমন কিছু পদ্ধতি রয়েছে যেগুলোর মাধ্যমে আইফোনের অ্যাপস্ ও গেমস্ অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যায়। আসুন, সেই পদ্ধতিগুলো জানি আর অ্যান্ড্রয়েড ফোনে উপভোগ করি আইফোনের অ্যাপস্ ও গেমস্।
অ্যান্ড্রয়েডে আইফোনের অ্যাপস্ ও গেমস্
সাধারণত প্রায় সকল অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকে। কিন্তু অনেক আইওএস অ্যাপ ডেভেলপারদের কাছে আইফোন থাকে না। তাই তাদের অ্যাপ পরীক্ষা করার জন্য বন্ধু কিংবা অন্য কারো আইফোনের প্রয়োজন হয়। যদিও কম্পিউটারে আইওএস অ্যাপ পরীক্ষার জন্য অসংখ্য ইমুলেটর রয়েছে। জেনে নিন ইমুলেটর কি ও ইমুলেটর কি কাজে ব্যবহার হয়। ইমুলেটর দিয়ে ডেভেলপাররা তাদের অ্যাপ পরীক্ষাসহ আরো নানা রকম কাজ করে থাকে।
আইফোনের অ্যাপ স্টোরে অসংখ্য অ্যাপ এবং গেমস রয়েছে। যার ফলে অনেকের আবার সেগুলো ব্যবহার করে দেখার ইচ্ছা হয়। এছাড়া আরও অনেক কারণেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর আইফোনের অ্যাপ ব্যবহারের ইচ্ছা জাগে। তাই আজকের লেখায় আমি এ রকম ৩টি উপায় দেখাবো যেগুলোর মাধ্যমে আপনি আইফোনের অ্যাপ অ্যান্ড্রয়েডে ব্যবহার করতে পারবেন।
আপনি মোট ২টি উপায় আপনার অ্যান্ড্রয়েড ফোনে আইফোনের অ্যাপ ব্যবহার করতে পারবেন। যথা:
- ব্রাউজারের মাধ্যমে
- অ্যাপ ব্যবহারের মাধ্যমে
১. ব্রাউজারের মাধ্যমে ব্যবহারের উপায়
এই পদ্ধতিটি সবচেয়ে নিরাপদ এবং সহজ। এই পদ্ধতি ব্যবহার করলে আপনার ফোনে আর কষ্ট করে অ্যাপ ইনস্টল করতে হবে না। আর ব্রাউজারের অ্যাপ ব্যবহারের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট Appetize। সবচেয়ে মজার ব্যাপার হল এই সাইটির মাধ্যমে একদম আসল আইফোনের স্বাদ পাবেন।
ব্যবহার পদ্ধতি :
- আপনার ফোনের ব্রাউজার ওপেন করে Appetize.Io এই সাইটে প্রবেশ করুন।
- ওয়েবসাইটটি লোড হলে নিচের মত ছবি আসবে, এবার Tap to Play তে ক্লিক করুন।
- এবার আপনার আইফোন চালু হল। এখন আপনি এদের ওয়েবসাইটে আপনার কাঙ্ক্ষিত আইওএস অ্যাপটি আপলোড করে ব্যবহার করতে পারবেন।
সর্বশেষ বলে রাখা ভাল, এর সকল সুবিধা ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই টাকা ব্যয় করতে হবে। কেননা এদের ফ্রি সেবাতে আপনি কেবল ১০০ মিনিট প্রতি মাসে ব্যবহার করতে পারবেন।
২. অ্যাপ ব্যবহারের মাধ্যমে
অ্যান্ড্রয়েডে আইফোনের অ্যাপ ব্যবহারের জন্য অনেক ইমুলেটর রয়েছে তার মধ্যে Cider এবং iEMU বেশ জনপ্রিয়। প্রথমেই বলে রাখি এগুলো থার্ড পার্টি অ্যাপ এবং প্লে-স্টোরে পাবেন না। তাই এই অ্যাপগুলো আপনার নিজ দায়িত্বে ব্যবহার করতে হবে। অ্যাপ ইনস্টল করার পূর্বে আরও কিছু বিষয় স্মরণ রাখতে হবে:
- আপনার ফোনে কমপক্ষে ১ জিবি র্যাম থাকতে হবে।
- পর্যাপ্ত পরিমাণ স্টোরেজ খালি রাখতে হবে।
- যেহেতু থার্ড পার্টি অ্যাপ তাই আপনার ফোনের সিকিউরিটি সেটিংস থেকে installing apps from other sources অথবা Unknown Sources এই অপশনটি চালু করে দিতে হবে।
Cider
Cider বেশ জনপ্রিয় একটি অ্যাপ। এই অ্যাপটি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্র মিলিত হয়ে তৈরি করেছে। সব ফোনে এই অ্যাপ ব্যবহার করা যায় না। তবে নতুন ভার্সনের ফোনগুলোতে ভালভাবে ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েড অ্যাপের মতো করেই আইফোন অ্যাপ ব্যবহার করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।
ব্যবহার পদ্ধতি:
- প্রথমে এই লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন।
- তারপর অ্যাপটি ইনস্টল করুন।
- ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন এবং অনান্য আইওএস অ্যাপ রান করে ব্যবহার করতে থাকুন।
iEMU
iEMU এটা আরেকটি জনপ্রিয় অ্যাপ। তবে এটাও আপনি প্লে-স্টোরে পাবেন না। তবে এটা কিন্তু Cider থেকে বেশ ভাল। এটাতে আপনি অনেক বেশী সুবিধা পাবেন। আর এটা একটি ওপেন সোর্স সফটওয়্যার।
ব্যবহার পদ্ধতি:
- প্রথমে এই লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ইনস্টল করুন।
- তারপর অ্যাপটি রান করে আপনার কাঙ্ক্ষিত আইওএস অ্যাপটি ইনস্টল করুন।
শেষ কথা
উপরে উল্লেখিত পদ্ধতি ব্যবহার করে আপনি খুব সহজে আপনার অ্যান্ড্রয়েডে আইফোনের অ্যাপস্ ও গেমস্ উপভোগ করতে পারবেন। তবে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এই তিনটির মধ্যে সেরা বা ভাল পদ্ধতি কোনটি! আমি বলবো, আপনি প্রথম পদ্ধতিটি ব্যবহার করুন। এটা আপনার জন্য নিরাপদ এবং সহজ হবে। আর সর্বশেষ আপনার পিসিতে যদি অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করতে চান, তাহলে সেরা ৪টি অ্যান্ড্রয়েড ইমুলেটর এর তালিকা দেখে নিন।
Leave a Reply