আইকন এঁকে আয় করার অনেক মাধ্যম রয়েছে। বিভিন্ন লোকাল কোম্পানী, সামাজিক সংস্থা, কিংবা ডিজাইনিং ফার্মের হয়ে আপনি আইকন আঁকতে পারেন। আবার, আন্তর্জাতিক বিভিন্ন ছোট-বড় কোম্পানীর জন্যেও আইকন ডিজাইন করে আয় করতে পারেন।
কিন্তু, ইন্টারন্যাশনাল কোনও কোম্পানী তো আপনাকে খুঁজে বের করে আইকন আঁকার কাজ দেবে না। বরং, তারা সাধারণত কাজ দিয়ে থাকে কিছু ডিজাইনিং সংস্থাকে যারা কাজ নেয়া এবং কাজ করিয়ে দেয়ার কাজটি ওয়েবসাইটের মাধ্যমে করে থাকে। এই রকম অনেক অনলাইন ডিজাইনিং ফার্ম রয়েছে এবং তাদের ওয়েবসাইটও আছে।
আপনিও চাইলে তাদের ওয়েবসাইটের মাধ্যমে আইকন আঁকার কাজ নিতে পারেন। ওয়েবসাইটগুলো সম্পর্কে জানার আগে আসুন আইকন এবং আইকন ডিজাইন সম্পর্কে কিছুটা ধারণা নেয়া যাক।
আইকন কি?
আইকন হচ্ছে একটি গ্রাফিক্যাল সিম্বল। একটি ছোট সিম্বল দিয়ে অনেক কিছু বোঝানোর মাধ্যমটিই হচ্ছে আইকন। ওয়েবডিজাইনসহ নানা মাধ্যমে আইকন ব্যবহার করা হয়। বিভিন্ন কোম্পানীর লোগো তৈরিতে অনেক সময় আইকন ব্যবহার করা হয়।
আইকন আঁকা বলতে কি বুঝায়?
আইকন আঁকা এমন একটি গ্রাফিক্যাল ডিজাইন প্রসেস যা কোনও বাস্তব অথবা ফ্যান্টাসী, কিংবা বিমূর্ত ভাবনা বা কর্ম প্রক্রিয়াকে উপস্থাপন করে। একটা কোম্পানীর কর্ম-প্রক্রিয়াকে প্রকাশ করার জন্যে একটি সিম্বল, কোনও সংস্থার সামাজিক সেবার ধরণ উপস্থাপনার সিম্বল, ইত্যাদি আঁকাই হচ্ছে আইকন আঁকা।
সাধারণত, গ্রাফিক্স ডিজাইনারই আইকন এঁকে থাকেন। তবে, গ্রাফিক্স ডিজাইনার না হয়েও অনেকে আইকন আঁকতে পারেন, যেমন চিত্রশিল্পী। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার, চিত্রশিল্পী কিংবা যে কোনও ধরণের আঁকিয়ে হয়ে থাকেন, তবে আপনিও আইকন ডিজাইন করে আয় করতে পারেন নিচের ৫টি ওয়েবসাইট থেকে।
আইকন এঁকে আয় করার ওয়েবসাইট
আঁকা-আঁকি থেকে আয় করার ৮টি উপায় নিয়ে আমরা আগে একটি পোস্ট দিয়েছিলাম এবং আপনাদের অনেক সাড়া পেয়েছি। লেখাটি পড়ে অনেকেই আঁকা-আঁকিকে পেশা হিসেবে নেয়ার জন্যে প্রস্তুতি নিয়েছেন বলে আমাদের জানিয়েছেন। আজ আপনাদের জানাচ্ছি সেই ৮টি উপায়ের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ আয়ের উপায়। আসুন, জানা যাক এমন ৫টি ওয়েবসাইট সম্পর্কে যেগুলো থেকে আইকন ডিজাইন করে আয় করা যায়।
১. Icon Finder
Icon Finder মূলত একটি ওয়েব কোম্পানি যার প্রধান কাজের মাধ্যম হলো আইকন ইঞ্জিন। ২০০৭ সালে এই কোম্পানি প্রতিষ্ঠা হয়। কোম্পানিটির সদর দপ্তর ডেনমার্কের কোপেনহেগেনে অবস্থিত। আইকন ডিজাইন করে আয় করার জন্য Icon Finder হতে পারে আপনার জন্য বেশ ভালো একটি মাধ্যম। বর্তমানে আইকন ইঞ্জিন নিয়ে কাজ করা সর্ববৃহৎ প্রতিষ্ঠান এটি।
২. Noun Project
নাউন প্রজেক্ট একটি গ্রাফিক আর্ট লাইব্রেরী বিষয়ক ওয়েবসাইট। ২০১০ সালে নির্মিত করা হয় এই ওয়েবসাইটটি। এখানে আপনি আপনার প্রতিটি আইকনের জন্য ১.২০ ডলার করে পাবেন। তাই, আইকন একে আয় করার ইচ্ছা থাকলে Noun Project হতে পারে আপনার এই ইচ্ছা পূরণ করার একটি মাধ্যম।
৩. Graphic River
Graphic River এ কাজ করতে চাইলে আপনাকে সবার আগে এখানে একটি একাউন্ট খুলতে হবে। রেজিস্ট্রেশন করে আপনি আইকন এঁকে খুব সহজেই অর্থ আয় করতে পারবেন এখানে। একটি আইকন প্যাক তৈরী করার পর তা আপনি এই সাইটে ৭-১২ ডলারে বিক্রি করতে পারবেন। ক্ষেত্রবিশেষে এই মূল্যসীমা কম-বেশি হতে পারে।
৪. Creative Market
আইকন এঁকে অর্থ আয় করার আরেকটি অন্যতম মাধ্যম হলো Creative Market। তবে এখানে আপনি পাচ্ছেন আপনার প্রতিটি আইকন বিক্রির জন্য ৭০%। এখানে এই সাইটের কমিউনিটি মেম্বাররা আইকন ক্রয় বিক্রয় করে থাকে। আপনি ভালো আইকন তৈরী করতে পারলে Creative Market হতে পারে আপনার জন্য সর্বোত্তম একটি ওয়েবসাইট।
৫. Canva
গ্রাফিক ডিজাইনার ও আইকন নির্মাতাদের জন্য Canva একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। এর সদরদপ্তর অস্ট্রেলিয়াতে অবস্থিত। এখানে অবশ্য আইকন আকার পাশাপাশি গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিং নিয়েও কাজ করা হয়। স্থায়ীভাবে এখানে ১০০০ জনের অধিক লোক কাজ করলেও ফ্রিল্যান্সার হিসেবে এখানে অনেকেই কাজ করে। আপনিও চাইলে আইকন একে আয় করতে পারেন Canva এর মাধ্যমে।
আইকন এঁকে আয় করার প্রবণতা বর্তমানে জ্যামিতিক হারেই বেড়েছে। সমান্তরালে বেড়ে চলছে এই কাজের চাহিদা। তাই প্রতিযোগিতার এই যুগে টিকে থাকতে হলে আইকন আঁকা শিখে রাখাটাই হবে বুদ্ধিমানের কাজ। এতে আপনার অর্থ আয়ের পাশাপাশি সৃজনশীল প্রতিভাও বিকশিত। তাই উপরে বর্ণিত পাঁচটি ওয়েবসাইট থেকে আপনি আইকন একে আয় করার সুবিধাটি গ্রহণ করতে পারবেন।
Leave a Reply