স্মার্টফোনে আইইএলটিএস প্রস্তুতি অ্যাপস্ ব্যবহার করে আপনি স্পিকিং, লিসেনিং, ভোকাবুলারি ও রাইটিং প্র্যাকটিস করে পরীক্ষার জন্যে শতভাগ প্রস্তুত হয়ে যেতে পারেন।
আপনি যেখানেই থাকেন আর যে অবস্থাতেই থাকেন, যদি আপনার হাতে কেবল একটি স্মার্টফোন থাকে, তবে আপনি আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্যে এই অ্যাপগুলো ব্যবহার করতে পারেন।
কেন আইইএলটিএস অ্যাপস্ ব্যবহার করবেন?
- অ্যাপগুলো প্রায় পুরোপুরি প্রস্তুতি নির্ভর করে ডেভেলপ করা হয়েছে।
- প্রতিটি অ্যাপের ইন্টারফেস অত্যন্ত সিম্পল ও ইউজার ফ্রেন্ডলি।
- আন্তর্জাতিক আইইএলটিসের আপডেট অনুযায়ী অ্যাপগুলো প্রতিনিয়তই আপডেট করা হয়।
- কোচিং-এ ভর্তি না হয়েও কোচিং ক্লাস আপনার হাতের মুঠোয়।
- আপনি যখন পড়ার টেবিলে নেই, তখনও আইইএলটিএস প্র্যাকটিসের সাথে সম্পৃক্ত থাকতে পারছেন।
আইইএলটিএস অ্যাপস্ ব্যবহারের গুরুত্ব জানলেন। কিন্তু এটা জেনে নিশ্চয়ই অবাক হবেন যে, গুগলের প্লে-স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোর দু’টোই বন্যার মতো বয়ে গেছে এ ধরণের অ্যাপস্ দিয়ে। এগুলোর মাঝে আপনার জন্যে সঠিক প্রস্তুতিমূলক অ্যাপ খুঁজে বের বেশ ঝামেলার ও কঠিন।
তাই, আপনার জন্যে বাছাই করা ৫টি আইইএলটিএস অ্যাপস্ নিয়ে আমাদের আজকের আয়োজন।
আইইএলটিএস প্রস্তুতি অ্যাপস্
এখানে ৫টি অ্যাপস্ নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেগুলো মূলত আপনাকে ঘরে বসে আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করবে। আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন আর আইফোন ব্যবহার করেন, কোন সমস্যা নেই; আমি দু’টো অপারেটিং সিস্টেমের জন্যে ইনস্টলিং লিংক দিলাম। কাজেই, আপনার প্রয়োজন অনুয়ায়ী ডাউনলোড ও ইনস্টল করে নিন।
১. IELTS Prep App
এই অ্যাপটি ব্রিটিশ কাউন্সিলের আর এটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় অপারেটিং সিস্টেমের জন্যেই ডেভেলপ করা হয়েছে। রিডিং, লিসেনিং, রাইটিং ও স্পিকিংসহ আইইএলটিএস এর সব ধরণের কম্পোনেন্ট নিয়ে সাজানো হয়েছে অসাধারণ এই অ্যাপটি।
IELTS Prep App এর কিছু গুরুত্বপূর্ণ ফিচার-
- সব ধরণের প্রয়োজনীয় টুলস্ এর ইনস্ট্যান্ট অ্যাক্সেস।
- ফ্রিতে আনলিমিটেড প্র্যাকটিস টেস্ট, গ্রামার টিপস্, এক্সারসাইজ ও কুইজ।
- আইইএলটিএস এর স্পিকিং ইন্টারভিউয়ের প্রচুর ভিডিও।
- ভোকাবুলারি এক্সারসাইজ।
২. IELTS Practice & IELTS Test
আইইএলটিএস পরীক্ষার সব ধরণের প্রস্তুতির জন্যে যত ধরণের প্র্যাকটিস ও টেস্টের প্রয়োজন রয়েছে, তার সবটা দিয়েই IELTS Practice & IELTS Test অ্যাপটি সাজানো হয়েছে। অ্যাপটিকে আপনি আইইএলটিস এর একটা গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেল হিসেবেই আখ্যায়িত করতে পারেন।
IELTS Practice & IELTS Test এর কিছু গুরুত্বপূর্ণ ফিচার-
- ৪ হাজার প্রশ্ন নিয়ে ৩৮০টির বেশি প্র্যাকটিস টেস্ট।
- রাইটিং স্যাম্পলসহ আইইএলটিস এর ১ ও ২ টাস্ক এর মডেল আন্স্যার।
- ৬ শোরও বেশি সেম্পল প্রবন্ধ এবং ৫ হাজারের উপরে কমোন ওয়ার্ড।
- ইডিঅম এবং প্রেইজ ভার্বসহ সাপ্তাহিক রিডিং আপডেট।
৩. IELTS Test Pro
প্রশ্নোত্তর, প্র্যাকটিস টেস্ট, ফ্ল্যাশকার্ড এবং স্কোর রিপোর্ট সুবিধা নিয়ে হাজির হওয়া IELTS Test Pro আপনাকে পরীক্ষার জন্যে পরিপূর্ণভাবে প্রস্তুত করে তুলবে। এটি আপনাকে আইইএলটিএস এর সকল ধরণের ক্রিটিক্যাল কনসেপ্টের সঙ্গে পরিচয় করিয়ে দেবে।
IELTS Test Pro এর কিছু গুরুত্বপূর্ণ ফিচার-
- এক্সপার্টদের দ্বারা তৈরি করা ৩ হাজার প্রশ্ন।
- প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে আপনার প্রগ্রেসের ডিটেইলস্ স্ট্যাটিটিক্স।
- অফলাইন মুড সাপোর্ট।
- আপনার পড়াশুনার ক্যালেন্ডার বেইজড্ প্রতিদিনের রিভিউ।
৪. IELTS Speaking 2020
অধিকাংশ আইইএলটিএস স্টুডেন্টরাই লিসেনিং, রাইটিং ও রিডিং এর চেয়ে স্পিকিংটাকেই বেশি ভয় পেয়ে থাকে। বস্তুত, এই পার্টটি আসলেই কঠিন, বিশেষত আমাদের দেশের বাংলা ভাষাভাষি ছাত্র-ছাত্রীদের জন্যে।
কিন্তু কেউ যদি প্রচুর পরিমাণে স্যাম্পল স্পিকিং টেস্ট সম্পন্ন এই অ্যাপটির মাধ্যমে স্পিকিং প্র্যাকটিস করে যায়, তবে তার জন্যে ভয়ের কোন কারণ নেই।
IELTS Speaking 2020 এর কিছু গুরুত্বপূর্ণ ফিচার-
- ৩টি পার্টে বিভক্ত অসংখ্য স্পিকিং স্যাম্পল।
- এক্সপার্টদের দেয়া নানা রকম স্পিকিং টিপস্ ও ট্রিকস্।
- টপিক অনুযায়ী স্পিকিং ভোকাবুলারি, অনলাইন ও অফলাইন।
- ফ্রি মক টেস্ট, চ্যাট রুম ও লাইভ আইইএলটিএস স্পিকিং।
উল্লেখ্য, যাদের স্পিকিং এর পাশাপাশি রিডিং সমস্যা আছে, তাদের জন্যে স্কোর বাড়াতে রয়েছে সেরা ১০টি রিডিং টিপস।
৫. IELTS Word Power
আইইএলটিএস এর যে কোনও কম্পোনেন্টেই ভাল করতে হলে ভোকাবুলারি এক্সপান্ড করতে হবে অর্থাৎ ওয়ার্ড পাওয়ার বাড়াতে হবে। রিডিং হোক, আর রাইটিং হোক, কিংবা স্পিকিং, সবটাতেই ব্যান্ড স্কোরের জন্যে ওয়ার্ড পাওয়ার প্রয়োজন। ব্রিটিশ কাউন্সিলের IELTS Word Power অ্যাপটি আপনাকে ভোকাবুলারিতে নি:সন্দেহে দক্ষ করে তুলবে।
IELTS Word Power এর কিছু গুরুত্বপূর্ণ ফিচার-
- প্রচুর পরিমাণে ভোকাবুলারি বিল্ডিং গেমস্।
- বন্ধুদের সঙ্গে ভোকাবুলারি চ্যালেঞ্জিং সুবিধা।
- প্রতিশব্দ ও বিপরীত শব্দ নিয়ে অসংখ্য কুইজ।
সবশেষে বলবো, উপরোক্ত ৫টি আইইএলটিএস প্রস্তুতি অ্যাপস্ ব্যবহার করে আপনি অনায়াসেই নিজেকে পরীক্ষার জন্যে পুরোপুরি তৈরি করে নিতে পারবেন। আপনার জন্যে আইইএলটিএস পরীক্ষায় একটি ভাল স্কোরের শুভকামনায় আজ এ পর্যন্তই।
Leave a Reply