আঁকাআঁকি থেকে আয় করার নানা রকম উপায় আছে। উপায়গুলোর সঠিক ব্যবহার করে আপনি আপনার শখটিকে সার্থকতায় রূপ দিতে পারেন। আঁকাআঁকি আপনার মতো অনেকেরই শুধু শখের বিষয়। কিন্তু আপনি কি জানেন বহু আঁকিয়ে তাদের এই শখটাকে কাজে লাগিয়ে একদিকে যেমন বিখ্যাত হয়েছেন, অন্যদিকে অনেক আয়ও করছেন!
চাইলে আপনিও ড্রইং করে আয় করতে পারেন।
আপনারও যদি আঁকাআঁকির অভ্যাশ থাকে, হোক সেটা শখ বা সাধনা, তবে আপনার এই সৃজণশীলতাকে কাজে লাগানোর সময় এসেছে। অনলাইন দুনিয়া এত বিস্তৃত যে এখানে বহু অপশন রয়েছে নিজেকে প্রতিষ্ঠিত করার। আর যারা ড্রইং করতে ভালবাসেন, তাদের জন্যে বিস্তর সুযোগ রয়েছে নিজেকে মেলে ধরার, নিজের সৃজণশীলতাকে ছড়িয়ে দেয়ার এবং সেখান থেকে সম্ভবপর আয় বের করে নিয়ে আসার।
কিন্তু কিভাবে?
সেই গাইডলাইন জানানোর জন্যেই আমাদের আজকের ড্রইং বিষয়ক পোস্ট। এই পোস্ট থেকে আপনি পেয়ে যাবেন এমন কিছু উপায় যেগুলো আপনার আঁকাআঁকিকে প্রপেশনালিজমে রূপ দিতে সাহায্য করবে। সেই সাথে, সৌখিন এই সেক্টর থেকে আয় করার উপায় জানতে সহযোগীতা করবে।
আঁকাআঁকি থেকে আয় করার যত উপায়
আঁকাআঁকি কিংবা ড্রইং থেকে আয় করার আসলে অনেক উপায় রয়েছে। যারা ড্রইং করতে জানেন, তারা চাইলে এখনই আয় শুরু করতে পারেন। আর যারা জানেন না বা অল্প অল্প আঁকাআঁকি জানেন, তারা এই আঁকাআঁকি শেখার জন্যে ১০টি ফ্রি ড্রইং অ্যাপ ব্যবহার করে শিখে নিতে পারেন, হয়ে উঠতে পারেন আরো এক্সপার্ট।
১. তাদের জন্যে আঁকুন যারা আঁকতে জানে না
এই তারা কিন্তু সাধারণ মানুষ নয়, এদের কেউ ইউএক্স ডিজাইনার, কেউ ওয়েব ডিজাইনার, কেউ অ্যাপ ডেভেলপার। এদের প্রত্যেকেরই নিজ নিজ কাজের জন্যে আইকন আঁকার দরকার হয়। কিন্তু এদের কেউ আঁকতে জানে না। আপনিই এদের ওয়েবসাইটের জন্যে আইকন এঁকে দেবেন। কারো অ্যাপের জন্যে আইকন আঁকবেন যা কিনা অ্যাপের মেন্যু, অপশন কিংবা বাটন ইন্ডিকেট করবে।
এখন কথা হচ্ছে, এই সব লোকজনকে আপনি কোথায় খুঁজে পাবেন যারা আপনার আঁকা আইকন কিনে নেবে? হুম, প্রশ্ন বটে। আপনি যখন ডিজাইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলবেন তখন এরাই আপনাকে খুঁজে নেবে। তাহলে, কিভাবে ডিজাইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন?
সহজ কথা, সমস্ত ডিজাইন রিলেটেড ওয়েবসাইটে প্রোফাইল খুলুন, নিজের আঁকা বিভিন্ন কাজ আপলোড করুন। আর যদি আপনার কাছে প্রচুর আইকন রেডি করা থাকে এবং আপনি তাড়াতাড়ি সফলতা চান, তবে কিছু ওয়েবসাইটে আপলোড করে বিক্রি করে দিতে পারেন।
আইকন বিক্রি করবেন যে-সব ওয়েবসাইটে-
- Icon Finder – বিক্রিত টাকা থেকে আপনাকে ৭০% দেয়া হবে।
- The Noun Project – প্রতি আইকন থেকে ১.২০ ডলার পাবেন।
- Template Monster – প্রতি সেল থেকে ৭০%।
২. আপনার ড্রইংকে ভেক্টর আর্টওয়ার্ক হিসেবে বিক্রি করুন
প্রথমেই আপনার আঁকা ছবিকে ভেক্টর আর্টওয়ার্কে কনভার্ট করে নিন। ভাবছেন কিভাবে? ড্রইংটিকে ভেক্টোরাইজ করা কঠিন কিছু নয়। ফটোশপ ও ইলাস্ট্রেটর ব্যবহার করে সহজেই আপনি আপনার আঁকা কোনও আইকন, ছবি, বা সিম্পল কোনও ইলাস্ট্রেশনকে ভেক্টর আর্টওয়ার্কে কনভার্ট করে নিতে পারেন। এমনকি, মোবাইলে ব্যবহৃত এডিটিং অ্যাপ দিয়েও কাজটি করতে পারেন। জেনে নিন কিভাবে কাগজে আঁকা চিত্র বা ড্রইংকে কম্পিউটারে কনভার্ট করবেন যেখানে মাত্র কয়েকটি ক্লিকের প্রয়োজন হবে।
কম্পিউটারে কনভার্ট করার পর অর্থাৎ ভেক্টর আর্টওয়ার্কে রূপান্তর করার পর সেগুলোকে বিক্রি করে দিন। ভেক্টর আর্টওয়ার্ক বিক্রির জন্যে অসংখ্য ওয়েবসাইট রয়েছে। এ-সব ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে নিন, প্রোফাইল সেট আপ করুন এবং বিক্রির জন্যে নিজের ড্রইং বা ভেক্টর ফাইলগুলোকে আপলোড করে দিন।
এক ক্রিয়েটিভ মার্কেটেই ৪ হাজারের উপরে হাতে আঁকা ছবি, স্কেচ ও ইলাস্ট্রেশন রয়েছে। অন্যান্য ওয়েবসাইটেও দেদারসে হাতে আঁকা বিভিন্ন চিত্র বিক্রি হচ্ছে। ভাবছেন কারা কিনছে? হুম, বহু কোম্পানী রয়েছে যারা নিজেদের ওয়েবসাইট, প্রিন্টিং মিডিয়া ও নানা রকম প্রচারণার জন্যে ইউনিক ডিজাইন খুঁজে থাকেন। এরাই মূলত এ-সব হ্যান্ড-ড্রইং প্রোডাক্টের ক্রেতা। সুতরাং, আঁকাআঁকি থেকে আয় করার জন্যে এদেরকে টার্গেট করুন।
এ-সব ক্রেতাদের কাছে নিজের কাজকে উপস্থাপন ও বিক্রি করতে যা যা করবেন-
- যে ড্রইংগুলো আপনি ফ্রিতে দিতে চান, সেগুলোর ভেক্টর ফাইল আপলোড না করে JPEG বা PNG ফাইল আপলোড করুন। আর যখন কেউ কাস্টোমাইজ করতে চাইবে তখন প্রিমিয়াম চার্জ ডিমান্ড করুন।
- প্রিমিয়াম ডিজাইনগুলোর ক্ষেত্রে প্রথম দিকে অন্যদের চেয়ে কম দাম নির্ধারণ করুন। গুরুত্ব দিন সৃজণশীলতার প্রতি। যদি আপনার কাজটি অসাধারণ সুন্দর হয়ে যায়, তখন সেটি বারবার বিক্রি হবে এবং আপনার পুষিয়ে যাবে।
- একই ড্রইং বিভিন্ন ওয়েবসাইট আপলোড করবেন না। বড়জোর ২ বা ৩টি ওয়েবসাইটে আপলোড দিতে পারেন।
- বায়ারদের প্রোপাইল লিংক একটা এক্সেল শিটে সংগ্রহ করে রাখুন। সম্ভব হলে ইমেল অ্যাড্রেস সংগ্রহ করুন এবং নতুন কোন ডিজাইন করলে তার একটা সেম্পল ফাইল মেইল করে দিন।
৩. আর্টওয়ার্কের আউটসোর্সিং করুন
আউটসোর্সিং ওয়ার্ল্ডে আর্টস্টদের দাম অনেক। কারণ, এটা সৃজণশীল পেশা। চাইলেই কেউ আর্টওয়ার্ক করতে পারেন না। তাই, রুচিশীল মানুষজন একজন আর্টিস্টকে অনেক মূল্যায়ণ করে থাকেন। সুতরাং, আপনি আর্টওয়ার্কের আউটসোর্সিং শুরু করতে পারেন।
আপওয়ার্ক, ফ্রিল্যান্সারসহ সব বিখ্যাত আউটসোর্সিং ওয়েবসাইটগুলোতে অ্যাকাউন্ট খুলুন, প্রোফাইল বিল্ড আপ করুন। যারা আর্টিস্ট চেয়ে জব পোস্ট দিচ্ছেন, তাদের পোস্টগুলোতে আবেদন করুন, নিজের যোগ্যতা তুলে ধরুন এবং জব পেলে সেটিকে সফলভাবে সম্পন্ন করুন।
দেখে নিন কোন আউটসোর্সিং ওয়েবসাইটে আপনার জন্যে কি কাজ রয়েছে-
৪. আর্ট ব্লগিং করুন
আর্ট ব্লগিং একজন আর্টিস্টের জন্যে অসাধারণ একটি মুক্ত পেশা হতে পারে। কারণ, এখানে শুধু ইনকামই নয়, রয়েছে সন্মান, রয়েছে মানুষের ভালবাসা পাওয়ার সুযোগ। কারণ, আপনার লেখা পড়ে নতুন নতুন আর্টিস্টরা উৎসাহিত হবে, নতুন নতুন টেকনিক শিখবে। আপনার ফলোয়ার বাড়বে, সেই সাথে আপনার জন্যে নতুন নতুন আয়ের রাস্তা খুলবে।
আর্ট ব্লগের জন্যে কিছু আইডিয়া দেখে নিতে পারেন-
- আর্টওয়ার্কের মাস্টার টেকনিকের উপর টিউটোরিয়াল বেইজড্ ব্লগিং।
- প্রতিদিন পাবলিশ হওয়া নতুন আর্টওয়ার্কের রিভিউ থাকতে পারে।
- বিশ্ব বিখ্যাত কিংবা লোকাল আর্টিস্টদের ইন্টারভিউ নিয়ে পাবলিশ করতে পারেন।
- আর্ট এক্সিবিশনের খবর, রিপোর্ট ও জয়েন করার যাবতীয় বিষয় নিয়ে লিখতে পারেন।
৫. ইনস্টাগ্রামে ড্রইং বিক্রি করুন
আর্টিস্ট এবং আর্ট লাভারদের কাছে এখন এক নাম্বার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম। ফলে, ইনস্টাগ্রামের মাধ্যমে একজন ডিজাইনার খুব সহজেই নিজের প্রপেশনাল অবস্থান তৈরি করে নিতে পারে। কারণ, এখানে প্রচুর আর্ট লাভার রয়েছে যাদের অধিকাংশই বায়ার। সুতরাং, পৃথিবী জুড়ে বিভিন্ন দেশের বায়ার আর আর্টিস্টদের মধ্যে এক দারুণ সেতু বন্ধন হিসেবে কাজ করছে ইনস্টাগ্রাম।
তবে, আর্টওয়ার্কের ক্রেতাদের নজর কাড়তে হলে আপনাকে অবশ্যই আপনার ফলোয়ার বাড়াতে হবে। ফলোয়াররা আপনার আর্টওয়ার্কের সাথে যত বেশি অ্যাংগেজ হবে, আপনার ড্রইং বা ডিজাইন বিক্রির সম্ভাবণা তত বেশি বেড়ে যাবে। ফলে, আপনি আঁকাআঁকি থেকে আয় করতে পারবেন ইচ্ছে মতো।
ফলোয়ার ও ক্রেতাদের আকৃষ্ট করতে যা যা করবেন-
- আপনার ড্রইং এর হাই কোয়ালিটি ইমেজ পোস্ট করুন
- যখন আপনার আর্টওয়ার্কের ফটোগ্রাফি করবেন, তখন অবশ্যই পরিস্কার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করুন।
- ফটোগ্রাফির সময় কৃত্রিম লাইট ব্যবহার করবেন না।
- সৃজণশীল ক্যাপশন ইউজ করুন যা আপনার আর্টওয়ার্কের স্টোরি বলবে।
- রিলিভ্যান্ট হ্যাশট্যাগ ব্যবহার করুন যা আপনার আর্টওয়ার্ককে রিপ্রেজেন্ট করে।
- সুন্দর সুন্দর আর্টওয়ার্ক দিয়ে নিয়মিত পোস্ট করুন
৬. আপনার আর্টওয়ার্ক বা ডিজাইন Sellfy-তে সেল করুন
Sellfy সৃজণশীল মানুষদের জন্যে একটি ই-কমার্স প্লাটফর্ম যেখানে সবচেয়ে বেশি বিক্রি হয় আর্টওয়ার্ক। বিশ্ব জুড়ে বিখ্যাত সব আর্টিস্টদের কাছে তুমুল জনপ্রিয় এই প্লাটফর্মে ইলাস্ট্রেশন, আইকন প্যাক, ক্যারেক্টার ডিজাইন, লোগো ডিজাইনসহ সব ধরণের আর্টওয়ার্কই বিক্রি করা যায়।
মজার বিষয় হচ্ছে, এই প্লাটফর্মে এমন অনেক আর্টিস্ট রয়েছেন যাদের আর্টওয়ার্ক বিক্রি হতে ৫ মিনিটের বেশি সময় লাগে না। শুরুর দিকে আপনার ড্রইং হয়তো এত দ্রুত বিক্রি হবে না। কিন্তু আপনি যদি ধৈর্য্য ধরে এই প্লাটফর্ম ইউজ করতে থাকেন, তবে এক সময় দেখা যাবে শুধু এই সাইটেই আপনি ডিজাইন বিক্রি করে শেষ করতে পারবেন না।
৭. আর্টওয়ার্কের ইউটিউব চ্যানেল খুলুন
আর্টওয়ার্কের উপর ইউটিউব চ্যানেল খুলুন। আঁকাআঁকি বিষয়ক টিউটোরিয়াল ভিডিও তৈরি করুন। বিশ্ববিখ্যাত আর্টিস্টদের আর্টওয়ার্কের রিভিউ করুন।
৮. আর্টিস্টদের জন্যে অনুদান গ্রহণ করুন
বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও এনজিওগুলো আর্টিস্টদের জন্যে অনুদান অফার করে থাকে। এ-সব অফার মূলত ক্রিয়েটিভ আর্টিস্টদের সহায়তা ও প্রমোট করার জন্যে। আপনিও এ-সব অনুদানের জন্যে আবেদন করতে পারেন।
কিন্তু কিভাবে খুঁজে পাবেন কারা অনুদান দিচ্ছে বা কারা আর্টিস্ট কনটেস্টের ব্যবস্থা করছে?
খুবই সিম্পল, জাস্ট artist contests কিংবা grants for artists লিখে গুগলে সার্চ দিন। আর যদি নিজের দেশ কিংবা বিশেষ কোনও দেশের ক্ষেত্রে সার্চ দিতে চান, তবে grants for artists এর সঙ্গে দেশের নাম লাগিয়ে দিন।
আঁকাআঁকি থেকে আয় কিংবা ড্রইং থেকে করে আয় করার আরো অনেক উপায় আছে। আপাতত উপরের ৮টি উপায় থেকে ২/১টি ব্যবহার করুন। কিংবা, সবক’টিই ব্যবহার করতে পারেন। আশা করি, আপনার ড্রইং কিংবা আর্টওয়ার্ক থেকে অনায়াসেই আপনি জীবনধারণের মতো কিংবা তারও বেশি আয় করতে পারবেন।
শুভ আঁকাআঁকি!
Leave a Reply