প্রত্যেক আমাজন অ্যাফিলিয়েটর তার ওয়েবসাইটের মাধ্যমে সেল জেনারেট করার জন্য লাভজনক নিশ খুঁজে বের করার চেষ্টা করেন। একজন অ্যাফিলিয়েটর নতুন বা অভিজ্ঞ যেমনই হোক না কেন, উভয়ের কাছেই অ্যামাজন নিশ রিসার্চ সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এর উপরেই আপনার ওয়েবসাইটটি ভবিষ্যতে সার্থক হবে নাকি মুখ থুবড়ে পড়বে তা নির্ভর করে।
যে সকল প্রোডাক্টের চাহিদা অনেক বেশি কিন্তু তুলনামুলক কম্পিটিশন কম, তা থেকে অনেক দ্রুত রেভিনিউ জেনারেট করা সম্ভব হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে একটি নিশ কতটা লাভজনক এটা কিভাবে বোঝা যাবে? উত্তরটা হচ্ছে, এটা দুইভাবে করা সম্ভব। হয় এটা আপনাকে নিজ থেকেই করতে হবে, অথবা এটি অন্য কারো দ্বারা করিয়ে নেওয়ার জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হবে। তবে দ্বিতীয় পদ্ধতিটি কোন মতেই সমর্থন যোগ্য নয়।
অ্যামাজন অ্যাফিলিয়েশন ওয়েবসাইটের জন্য নিশ রিসার্চ করার সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে যদি আপনি সেটা নিজে নিজে করেন। তবে, অবশ্যই এর জন্য অনেক সময় এবং পরিশ্রম আপনাকে করতে হবে। অন্য উপায় হলো অনলাইনে থাকা বিভিন্ন টুলস ব্যবহার করে আপনি আপনার পরিশ্রম ও সময়কে কিছুটা বাঁচাতে পারেন। তবে, দিন শেষে সিদ্ধান্ত কিন্তু আপনারই গ্রহণ করতে হবে। কাজেই, নিচে দেয়া ৫টি টিপস্ দেখে নিন এবং নিজেই রিসার্চ করা শুরু করে দিন।
অ্যামাজন নিশ রিসার্চ টিপস্
আগ্রহ ধরে রাখুন:
আপনি যখন একটি নিশ খোঁজার চেষ্টা করবেন, চেষ্টা করুন এমন কোন কিছু নিয়ে কাজ করতে যার প্রতি আপনার নিজের আগ্রহ রয়েছে। কারণ, জোর করে কিছু নিয়ে কাজ করতে গেলে কিছু দিন পরই আগ্রহ হারিয়ে ফেলবেন। আর যদি এমন কিছু খুঁজেই পান, তাহলে ওই নিশের প্রোফিটেবিলিটি এবং কম্পিটিশন কেমন তা যাচাই করতে নেমে পড়ুন।
অনেকেই প্রশ্ন করে থাকেন, নিশ কিভাবে খোঁজা শুরু করবো? উত্তরটা খুব সোজা। নিজের আশ-পাশ দেখুন। আপনার বাড়ী, কর্মস্থল, পাবলিক প্লেস এবং যে-সব যায়গায় আপনি প্রতিনিয়ত যাতায়াত করেন, এমন সব জায়গা থেকে আইডিয়া নিন। অথবা ভেবে দেখুন আপনার, আপনার পরিবারের, আত্মীয় স্বজনের, বন্ধু-বান্ধবের কোন কোন জিনিসগুলি প্রয়োজন হয়।
এক কথায়, আপনার আশে-পাশে থাকা মানুষদের পর্যবেক্ষণ করা শুরু করুন। তারা কি করে, কি পরিধান করে, কিভাবে আনন্দ করে, সবকিছু। তাদের পছন্দ অপছন্দগুলি কি কি এটা জানার চেষ্টা করুন।
হয়তো ভাবতে পারেন এসব জেনে আমি কি করবো? মার্কেটিং রিসার্চে দেখা যায়, মানুষ সবচেয়ে বেশি খরচ নিজের শখ পুরনের জন্য। কিংবা বলা যায়, আনন্দ উপভোগ করার জন্য করে থাকে। এ-সব ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করা সবচেয়ে লাভজনক। কারণ, এগুলো কিনে মানুষ আনন্দ পান আর তার জন্য যে কোন অংকের টাকা খরচ করতেও তারা প্রস্তুত। উত্তরটা পেয়ে গেলেন নিশ্চয়ই।
সমস্যার সমাধান খুঁজে বের করুন:
এবার একটু অন্যভাবে গবেষণা চালান। মানুষের দৈনন্দিন জীবনে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা ভাবুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেগুলি তারা কিভাবে সমাধান করেন। রান্নাঘরের পাইপ লিক হওয়া, টিভির এন্টেনা অকেজো হয়ে যাওয়ার মত ছোট ছোট সমস্যাগুলিকে বেশি প্রাধান্য দিন।
১০০টা সমস্যা খুঁজে বের করুন, দেখবেন এর মধ্যে ৮০ ভাগ সমস্যাই মানুষ কোন না কোন জিনিসের মাধ্যমে সমাধান করেন। আর যাদের কাছে সেটি নেই, সেটি তারা ক্রয় করে নেন। এভাবে প্রয়োজনীয় সব জিনিসের একটি তালিকা তৈরী করুন আর প্রোফিট এবং কম্পিটিশন অ্যানালাইজ করে আপনার পছন্দের নিশটি বেছে নিন।
প্রোডাক্টের বিক্রয় সম্ভাবনা যাচাই করুন:
ধরুন, উপরের সবগুলো পদ্ধতিতে অ্যামাজন নিশ রিসার্চ করে আপনি ২০০টার মতো প্রোডাক্ট খুঁজে পেলেন। এবার এগুলো বাছাই করবেন কিভাবে? এর জন্য একটি প্রোডাক্টের সাথে অন্যটির তুলনা ও বিক্রয়ের সম্ভাবনা যাচাই করতে হবে।
ধরে নিন, আপনি যে প্রোডাক্টগুলি নির্বাচন করেছেন, তার মধ্যে একটি ক্যাটাগরিতে রয়েছে পোশাক। এখন এটা আপনাকে বুঝতে হবে যে, পোশাক ক্রয়ের ক্ষেত্রে মানুষ সব সময় লোকাল কোন দোকান থেকে সেটি ট্রাই করে তাকে কেমন দেখাবে বা পোশাকটি কেমন ফিট হয়েছে তার শরীরে এটি পর্যবেক্ষণ করেই নিতে চাইবে।
কিন্তু অপরপক্ষে তার যদি একটি নাইট ভিশন ক্যামেরার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু সে কোন যাচাই ছাড়াই সেটাকে অনলাইনে কিনতে চাইবে। একই সাথে, অন্যান্য যে-সব সাইট অ্যাফিলিয়েট মার্কেটিং এ ভালো করছে, তাদের কেস ষ্ট্যাডি করুন।
মনে রাখবেন, সফল হওয়ার জন্য আপনার এমন কিছু সফল ব্যক্তি প্রয়োজন, যারা ভুল করে শিখেছেন, যাতে আপনি সেই ভুলগুলি না করেন। অ্যাফিলিয়েশনে সফল হওয়া এমনই ২টি ওয়েবসাইটের কেস ষ্ট্যাডি রইল আপনাদের জন্য। যাদের একটি হচ্ছে Consumer Search এবং অন্যটি হচ্ছে Trip Advisor।
অ্যামাজন নিশ ফাইন্ডার:
এ পদ্ধতিতে অ্যামাজনকে ব্যবহার করেই নিশ খুঁজে বের করা সম্ভব। তবে এটা নিশ্চয়ই কারো অজানা থাকার কথা না যে, অ্যামাজনে থাকা হাজারো ক্যাটাগরি ও সেই ক্যাটাগরির শতখানেক সাব-ক্যাটাগরির মধ্য থেকে নিশ খুঁজে বের করা কতটা কষ্টসাধ্য।
চলুন, আপনাদের কষ্টকে কিছুটা সহজ করে দেই। আমি কিছু ট্রিক শেয়ার করছি যা থেকে আপনি কম কষ্টে পছন্দের নিশ বের করে ফেলতে পারবেন। নিশ সিলেক্ট করার জন্য নিচের বিষয়গুলির দিকে লক্ষ্য রাখুন।
- বেষ্ট সেলার: এটা অ্যামাজন নিশ রিসার্চ করার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। অ্যামাজনের বেষ্ট সেলিং প্রোডাক্টের লিষ্ট দেখুন। এই লিষ্টের সব ক্যাটাগরি এবং সাব-ক্যাটাগরি কাজ করার উপযুক্ত। কারণ, বুঝতেই পারছেন এগুলোর ডিমান্ড খুবই বেশি।
- মুভার এন্ড শেকার: অ্যামাজনে সর্বশেষ ২৪ ঘন্টায় কোন কোন প্রোডাক্ট সবচেয়ে বেশি বিক্রয় হয়েছে তার তালিকা থেকে লাভজনক নিশ খুঁজে বের করাকে বলা হয় মুভার এন্ড শেকার মেথড। এই লিষ্টগুলি কিছুদিন পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন কেমন প্রোডাক্ট নিয়ে আপনার কাজ করা উচিত।
- হট নিউ রিলিজ: এই পেজে গেলে আপনি দেখতে পারবেন কোন প্রোডাক্টগুলি বাজারে নতুন এসেছে কিন্তু তারা রিলিজের সাথে সাথেই ডিমান্ডে রয়েছে। যেহেতু প্রোডাক্ট নতুন, তাই এগুলিতে কম্পিটিশন কম থাকবে এবং আপনার ওয়েবসাইট র্যাংক করার সম্ভাবনাও বেড়ে যাবে।
- গিফট ফাইন্ডার: যদি গিফট সম্পর্কিত নিশ নিয়ে কাজ করতে চান, তাহলে এই পেজে সব বয়সের মানুষের জন্যে ভালো ভালো নিশ পেয়ে যাবেন।
- মোস্ট গিফটেড: এই পেজে মানুষ সবচেয়ে বেশি গিফট করার জন্য কোন কোন প্রোডাক্টগুলি কিনছে তার তালিকা পেয়ে যাবেন।
- মোস্ট উইশড ফর: এই পেজে কোন প্রোডাক্টগুলি মানুষ সবচেয়ে বেশি তাদের উইশলিষ্টে রেখে দিচ্ছে তার তালিকা দেখা যায়।
আমি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপর সম্পূর্ণ টিউটোরিয়াল তৈরী করতে চাই যেখানে আমি বিভিন্ন টিপস, ট্রিকস এবং ফ্রি টুলস নিয়ে আলোচনা করবো। তবে এর জন্য আপনাদের আগ্রহই সবচেয়ে বেশি প্রয়োজন।
আমি আশা করি, উপরের পদ্ধতিগুলির মাধ্যমে আপনি খুব সহজেই অ্যামাজন নিশ রিসার্চ করতে পারবেন। আপনাদের একটি কমেন্ট কন্টেন্ট পাবলিশ করার আগ্রহ বহুগুনে বাড়িয়ে দেয়। আপনারা যদি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর এ টু জেড সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন এবং চান যে আমি এই টিউটোরিয়ালগুলি চালিয়ে যাই, তবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
Niloy says
আমাজন নিশ রিসার্চ নিয়ে অনেক সুন্দর আর গোছানো একটি লেখা পেলাম, এ-রকম আরো লেখা চাই লেখকের কাছ থেকে।
Md Mirag says
আমাজন নিশ রিসার্চ নিয়ে অনেক গাইডলাইন মুলক একটি পোষ্ট, আশা করি কাজে লাগাতে পারবো।
Moshnod Sagor says
যারা আমাজন এফিলিয়েট নিয়ে কাজ করতে চান, তাদেরকে প্রথমেই নিশ রিসার্চ করে নিতে হবে। আর নিশ রিসার্চের উপর দারুণ কিছু টিপস পেয়ে ভাল লাগলো।