অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে আয় করার কথা আপনি হয়তো কখনো ভেবে দেখেননি। আসলে তো কখনো ভেবে দেখার প্রয়োজনও হয়নি। কারণ, অ্যাপ তো আপনি নিজের প্রয়োজনেই ব্যবহার করে থাকেন।
কিন্তু যে অ্যাপগুলো আপনি প্রয়োজনে ব্যবহার করেন, এগুলো সেগুলো থেকে কিছুটা ভিন্ন। এই অ্যাপগুলোকে তৈরিই করা হয়েছে আয় করার জন্যে। অ্যাপ মালিকের আয়, আবার ব্যবহারকারীর আয়; উভয়েই লাভবান।
আসলে, এক্সট্রা কিছু আয় সবারই প্রয়োজন। যারা চাকরি করেন কিংবা পড়াশুনা, অথবা যারা গৃহিনী, সবারই রয়েছে হাত খরচ। আর অ্যাপ থেকে যে আয় হয়, সেটা মূলত হাত খরচের জন্যেই। কারণ, কেউ-ই এতটা বোকা নয় যে এটা বিশ্বাস করবে না যে অ্যাপ থেকে জীবন যাপনের জন্যে যথেষ্ট্য পরিমাণ আয় করা যাবে।
আপনি যদি বেশি পরিমাণে আয় করতে চান যা আপনাকে একটি স্বচ্ছল জীবনের নিশ্চয়তা দেবে, তাহলে আপনাকে গুগল থেকে আয় করার ৫টি পারফেক্ট উপায় জানতে হবে। এগুলো হচ্ছে এমন উপায় যা দিয়ে শুধু স্বচ্ছলতাই নয়, বরং আরো বহু কিছু করা যাবে। কারণ, এগুলো থেকে প্রচুর পরিমাণে ইনকাম হয়। যাইহোক, আমাদের মূল টপিক অ্যাপের মাধ্যমে আয়।
আসুন, এমন কিছু অ্যাপের সঙ্গে পরিচিত হওয়া যাক, যেগুলো থেকে আয় করা যায়-
অ্যাপ থেকে আয় করার উপায়
এর আগে আমরা গান শুনে আয় করার কিছু অ্যাপ সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকের টপিকের সঙ্গে যার বেশ মিল রয়েছে। আজকের লেখাটির সাথে সেটির মিল থাকলেও রয়েছে অনেক ভিন্নতা। আগের অ্যাপগুলো সম্পূর্ণ রূপে মিউজিক রিলেটেড ছিল, আর আজকের অ্যাপগুলোর টাস্ক হচ্ছে নানামূখী। এগুলোতে আপনাকে ভিন্ন ভিন্ন কাজ করতে হবে। আসুন, ভিবিণ্ন অ্যাপ এবং সেগুলোর কাজ ও আয়ের উপায় সম্পর্কে জানা যাক।
Google Opinion Rewards
নাম দেখেই বুঝতে পারছেন এটি গুগলের নিজস্ব অ্যাপ যে গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, এমনকি প্লে স্টোরের মালিক। কাজেই, আপনার কোনভাবেই এই ভেবে সন্দেহ থাকা সম্ভব নয় যে অ্যাপ থেকে কি আসলেই আয় করা যায়! কিংবা অ্যাপগুলো কি সত্যি সত্যিই পেমেন্ট দেয়?
Google Opinion Rewards মূলত মানুষের ওপিনিয়ন নিয়ে থাকে। অর্থাৎ, এটি একটি অনলাইন সার্ভে অ্যাপ যেখানে জয়েন করে আপনি গুগল প্লে ক্রেডিট অর্জণ করতে পারবেন। আর সেই ক্রেডিট দিয়ে গুগলের প্লে স্টোর থেকে আয় করতে পারবেন, কেনা-কাটা করতে পারবেন, এমনকি উইথড্র দিতে পারবেন।
প্রথমে নিচের অ্যাপ লিংকে ক্লিক করে Google Opinion Rewards অ্যাপটি ডাউনলোড করে নিন। এরপর আপনার নিজের সম্পর্কে কিছু ব্যাসিক প্রশ্নের উত্তর দিন। এরপর অ্যাপটি আপনাকে প্রতি সপ্তায় একবার, কিংবা আরো কম সময়ের মধ্যে নিয়মিত সার্ভে পাঠাতে থাকবে।
ভাবছেন, কী ধরণের সার্ভে! খুবই সাধারণ কিছু প্রশ্নের উত্তর দেয়া। যেমন, কোন লোগোটি সবচেয়ে ভাল? কিংবা, কোন প্রমোশনটি বেশি কার্য্যকর? বুঝতেই পারছেন, এ জাতীয় প্রশ্নের উত্তর দেয়া আপনার জন্যে পান্তা ভাত। কাজেই, আজই অ্যাপটি ডাউনলোড করে নিন নিচের লিংক থেকে।
Make Money – Free Cash Rewards
এই অ্যাপটি থেকে আয় করতে হলে আপনাকে নানা রকম কাজ করতে হবে। যার মাঝে রয়েছে অ্যাপ টেস্টিং সার্ভিস, এক্সপ্রেসিং ওপিনিয়ন ও সার্ভে। পাশাপাশি, আপনি অ্যাপটি অন্যদের রেফার করেও আয় করতে পারবেন।
অ্যাপটির একটি বিশেষ ফিচার হচ্ছে Check in Rewards যার মাধ্যমে আপনি প্রতিদিনই কিছু না কিছু আয় করতে পারবেন। Make Money – Free Cash Rewards সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করে প্লে স্টোরে গিয়ে অ্যাপটির ডেসক্রিপশন পড়ে নিন।
Surveys On The Go
মানি মেকিং অ্যাপগুলোর মূল আয়ের উপায় রিওয়ার্ড পয়েন্ট হলেও এই অ্যাপটি ভিন্ন। এই সার্ভে অ্যাপে কাজ করার মাধ্যমে আপনার অ্যাকাউন্টে পয়েন্ট নয়, বরং ডলার জমা হবে। বেশির ভাগ সার্ভে সম্পন্ন করলে আপনার অ্যাকাউন্টে ১ থেকে ৫ ডলার জমা হবে। কিছু কিছু সার্ভে পাবেন যেগুলো আপনাকে ১০ ডলার, এমনকি তারও বেশি পে করবে।
তবে, বেশি আয়ের সার্ভে পেতে হলে আপনাকে নোটিফিকেশন এবং লোকেশন অ্যানাবল করতে হবে। সেটিংস্ এ গিয়ে At All Times নামের একটি অপশন পাবেন, সেটাতে এটি অ্যানাবল করার অপশন রযেছে। আর ১০ ডলার জমা হলেই আপনি উইথড্র দিতে পারবেন।
eBay: Buy, sell, and save money
এটি একটি শপিং অ্যাপ যা অ্যামেরিকান ই-কমার্স প্লাটফর্ম eBay কোম্পানীর তৈরি। তুমুল জনপ্রিয় এই অ্যাপটি থেকে আয় করতে হলে যে আপনাকে অ্যামেরিকার নাগরিক হতে হবে এমন নয়। বরং, পৃথিবীর যে কোনও প্রান্ত থেকেই আপনি eBay অ্যাপের মাধ্যমে আয় করতে পারবেন।
তবে, এখানে অন্যান্য অ্যাপের মতো সার্ভে বা এ জাতীয় কোন কাজ নেই। মূল কাজ হচ্ছে এই অ্যাপের মাধ্যমে নিজে কেনা-কাটা করা কিংবা অন্যদের কাছে জিনিস-পত্র বিক্রি করা এবং সেই ক্রয়-বিক্রয়ের কমিশন থেকে আয় করা।
ভাবছেন, আমার তো কিছু কেনার নেই। তাহলে, তো বিক্রির আছে! ভাবছেন, সেটাও নেই! আছে, আপনি এই অ্যাপটিকে আপনার বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে প্রমোশন করে পণ্য বিক্রি করতে পারেন। যেমন, আপনার যদি Hubpages অ্যাকাউন্ট থাকে, তবে সেখানে অ্যাপটি নিয়ে লিখতে পারেন। Stumbleupon কিংবা Mix এও প্রমোট করে সেল করতে পারেন এবং সেল থেকে কমিশন পেতে পারেন।
MooCash – Earn Cash
সিম্পলি আপনার মোবাইলের স্ক্রিন লকার ইউজ করে MooCash এর মাধ্যমে আয় করতে পারেন। এই অ্যাপটি মূলত একটি স্ক্রিণ লকার অ্যাপ যা ব্যবহার করে আপনার ফোন আনলক করার জন্যে অ্যাপটি আপনাকে পেমেন্ট করে থাকে। অবাক হচ্ছেন!
আসলে, প্রতি বার স্ক্রিণ আনলক করার সাথে সাথে অ্যাপটি আপনাকে একটি টাস্ক দেবে। আপনি যখন সেটি সম্পন্ন করবেন, তখনই আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে। টাস্কগুলোর মধ্যে রয়েছে অ্যাপ ডাউনলোড, গান শোনা, ভিডিও দেখা, সার্ভে করা, ইত্যাদি।
MooCash ক্লেইম করছে যে, তাদের এই অ্যাপ দিয়ে প্রতিদিন ৫ ডলার আয় করা যায়। আপনাকে যাছাই করে দেখতে হবে, আদৌ আপনি দৈনিক এই পরিমাণ আয় করতে পারেন কিনা। সুতরাং, নিচের লিংকে ক্লিক করে MooCash এর অফিসিয়াল ওয়েবসাইটে যান, বিস্তারিত পড়ুন আর পছন্দ হলে অ্যাপটি ডাউনলোড করে কাজ শুরু করুন।
আশা করি, যে সকল অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে আয় করা যায়, সেগুলোর মধ্যে উপরোক্ত কয়েকটি আপনি যাছাই বাছাই করে দেখবেন। তবে, একটা কথা বলে রাখা প্রয়োজন যে, বেশিরভাগ অ্যাপেরই পেমেন্ট সিস্টেম পে-পাল। কাজেই, এগুলোতে কাজ করার আগে পেমেন্ট সিস্টেম দেখে নিন এবং নিশ্চিত হয়ে নিন যে ওই পেমেন্ট সিস্টেম আপনার জন্যে উপযোগী।
টমাস says
আমরা সবাই অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করি, এই ব্যবহারের মাঝ দিয়েই যে সেগুলো থেকে আয় করা যায় সেটা জানানোর জন্যে লেখককে ধন্যবাদ।
Shakib says
মোবাইল দিয়ে, বিশেষ করে স্মার্টফোন দিয়ে আয় করার উপায় খুঁজে থাকেন যারা তাদের জন্যে দারুণ উপকারী একটি পোস্ট।
আজগর says
বেশি ভাগ App গুলোই তো আমাদের দেশের জন্যে উপযোগী নয়।