ব্যবহাকারীদের নিত্য নতুন প্রযুক্তিগত সেবা আর অসাধারণ অ্যাপ নিয়ে হাজির হওয়া গুগলের অন্যতম বৈশিষ্ট। শুধু তাই নয়! স্মার্টফোন কেন্দ্রীক এই প্রযুক্তি নির্ভর যুগেও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমসহ এর নিত্য নতুন আপডেট এর কারণে গুগল ছাড়া আমাদের ইন্টারনেট জীবনের একটি মুহুর্তও কল্পণা করা কষ্টকর। গুগল সার্চ, ম্যাপ, ট্রান্সলেটর, জিমেইলের মত অসংখ্য ফ্রি সেবা প্রদানের মাধ্যমে আমাদের ইন্টারনেট জীবনকে গুগল সহজ থেকে সহজতর করে তুলেছে। যার ধারাবাহিকতায় স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য গুগলের সেরা উপহার হলো গুগল অ্যাসিসটেন্ট। অ্যান্ড্রয়েড ফোনে গুগল অ্যাসিস্টেন্ট ব্যবহার করে আপনি আপনার দৈনন্দিন অনেক কাজ সেরে ফেলতে পারেন অনায়াসেই।
২০১৬ সালে সর্ব প্রথম গুগল অ্যাসিস্টেন্ট রিলিজ দেয়া হয়, বিগত দুই বছরের ব্যবধানে এর ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। প্রথমদিকে শুধুমাত্র গুগল পিক্সেল এবং পিক্সেল এক্সএল ফোনগুলিই গুগল অ্যাসিস্টেন্টকে সমর্থন করতো। বর্তমানে বাজারে গুগল অ্যাসিস্টেন্ট সমর্থিত অসংখ্যা ফোন এবং স্মার্ট ডিভাইসও পাওয়া যায়। সর্বশেষ আপডেট অনুযায়ী গুগল ইতিমধ্যেই গুগল অ্যাসিস্টেন্ট মিনি নামে একটি মিনি স্মার্ট ডিভাইস বাজারজাত করেছে যা আপনার দৈনন্দিন কাজে আপনাকে সহযোগীতা করে থাকে।
অ্যান্ড্রয়েড ফোনে গুগল অ্যাসিস্টেন্ট
গুগল অ্যাসিস্টেন্ট হচ্ছে টেক জায়ান্ট গুগল কর্তৃক ডেভেলপকৃত একটি ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট। একটি ভয়েস মডিউলের দ্বারা এটি ব্যবহারকারীর ইন্টারনেট সার্চ, কল, ম্যাসেজিংসহ বিভিন্ন কাজ সম্পন্ন করে থাকে। কিন্তু দুঃখের বিষয় হলো হাতে গোনা কয়েকটি স্মার্টফোন ছাড়া অধিকাংশ হ্যান্ডসেটই এখনো গুগলের এই সেবাকে সমর্থন করে না।
তবে খুশির খবর এই যে কিছু কৌশল অবলম্বন করে আপনিও চাইলে আপনার স্মার্টফোনে গুগল অ্যাসিস্টেন্ট ব্যবহার করতে পারেন। তাই দেরি না করে চলুন এক নজরে দেখে আসি এই অসাধারণ অ্যাপটি আপনার জন্য যা যা করতে পারবে তার প্রধান কয়েকটি সুবিধাসমূহ।
ফিচার সমূহ:
- ডেডিকেটেড ভয়েস কমান্ড
- ফোন লক এবং আনলক করা
- ডাটা এবং ওয়াইফাইট সংযোগ অফ/অন করা
- যে কোন অ্যাপ ওপেন করা
- গুগল এবং ইমেজ সার্চ করা
- প্রয়োজনীয় বিভিন্ন স্থান সম্পর্কে সাজেশন পাওয়া
- শো এবং মুভির টিকিট বুক করা
- ইমেইল চেক করা
- রিমাইন্ডার পাওয়া
- শপিং লিস্ট তৈরী করা
- ম্যাসেজ পাঠানো
- এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ
- ভয়েস টাইপিং
আপনার যা যা প্রয়োজন হবে
গুগল অ্যাসিস্টেন্ট সেটআপের জন্য অবশ্যই আপনার একটি স্মার্টফোন থাকতে হবে এটি নিশ্চয় বলার অপেক্ষা রাখে না। তবে আপনি চাইলে অ্যান্ড্রয়েড সমর্থিত অন্যান্য স্মার্ট ডিভাইসেও এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। এছাড়া লাগবে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ। আর হ্যাঁ আপনার অপারেটিং সিস্টেম নূন্যতম পক্ষে অ্যান্ড্রয়েড মার্শম্যালো হতে হবে।
সেটআপ প্রক্রিয়া
কাজটি করার জন্য আপনার ফোনে অবশ্যই গুগল প্লে সার্ভিস এবং গুগল অ্যাপের বেটা ভার্সন ইনস্টল থাকতে হবে। এটি করার জন্য আপনার ফোনের সেটিংস থেকে গুগল অপশনে ট্যাপ করুন। এরপর স্ক্রিনের ডান কোণায় থাকা ডট মেন্যু থেকে Help & Feedback অপশনটি নির্বাচন করুন।
হেল্প মেন্যু ওপেন হওয়ার পর, আবার স্ক্রিনের ডান কোণায় থাকা ডট মেন্যুতে ট্যাপ করুন। এরপর সেখান থেকে View in Google Play Store অপশনটি নির্বাচন করুন। এখন আপনার ফোনে গুগল প্লে-ষ্টোর স্বয়ংক্রিভাবে ওপেন হয়ে যাবে। নিচে স্ক্রল করতে থাকুন এবং Become a beta tester সেকশন থেকে I’m in বাটনে ট্যাপ করুন।
I’m in বাটনে ট্যাপ করার পর একটি পপ-আপ বক্স আসবে। সেখান থেকে Join অপশনটি ট্যাপ করুন। ট্যাপ করার সাথে সাথে একজন বেটা টেষ্টার হিসেবে আপনার সাইন আপ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েক মিনিট সময় লাগতে পারে। এরপর প্লে ষ্টোরে গুগল অ্যাপটি সার্চ করুন এবং একইভাবে বেটা টেষ্টার প্রোগ্রাম জয়েন করুন।
দুইটি অ্যাপেই বেটা টেষ্টার হিসেবে জয়েন করার কয়েক মিনিট পর প্লে ষ্টোর পুনরায় ওপেন করে My apps & games এর বেটা ট্যাব ব্রাউজ করলে দেখবেন প্লে ষ্টোরে উপরের দুইটি অ্যাপেরই আপডেট অপশনটি চলে এসেছে। এবার অবশ্যই অ্যাপ দুইটি আপডেট করে নিন।
অ্যাপ দুইটি আপডেট হয়ে যাওয়ার পর ফোনের সেটিংস থেকে অ্যাপ অপশনে যান। সেখান থেকে গুগল অ্যাপের ষ্টোরেজ অপশনে ট্যাপ করে ম্যানেজ স্পেস অপশনে যেয়ে Clear All Data বাটনে ট্যাপ করে গুগল অ্যাপের পূর্ববর্তী সকল ডাটা মুছে ফেলুন।
সফলভাবে ডাটা মুছে ফেলার পর গুগল অ্যাপটিকে পুনরায় ওপেন করুন এবং সবকিছু নতুন করে সেটআপ করে নিন। সঠিকভাবে সেটআপ হয়ে গেলে আপনি গুগলের সার্চ পেজের মত একটি স্ক্রিন দেখতে পাবেন। এবার অ্যাপের বাম কোণার মেন্যু থেকে সেটিংস এ ট্যাপ করুন।
সেটিংস এ প্রবেশের পর আপনি সেখানে গুগল অ্যাসিস্টান্ট এর সেটিংসগুলি দেখতে পাবেন। এবার গুগল অ্যাসিস্টান্ট এর সেটিংস এ ট্যাপ করে Continue অপশনে ট্যাপ করুন। আর হোম বাটন চেপে ধরে আপনার গুগল অ্যাসিস্টেন্টকে ট্রিগার করুন।
ব্যাস! এবার মনের খুশিতে আপনার ফোনে গুগল অ্যাসিস্টান্ট ব্যবহার করতে থাকুন। উপরে আমি যে সমস্ত প্রধান কাজগুলির কথা বলেছি তা ছাড়াও গুগল অ্যাসিস্টেন্ট প্রায় লক্ষাধিক কাজ করতে পারে। যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনার অ্যাসিস্টেন্টকে জিজ্ঞাসা করুন What can you I do। এই কমান্ডটি ব্যবহারের সাথে সাথে গুগল অ্যাসিস্টান্ট ব্যবহার করে যত ধরণের কাজ সম্পন্ন করা সম্ভব তার একটি লিষ্ট আপনাকে দেখানো হবে।
Leave a Reply