অ্যান্ড্রয়েড ওরিও এর পর নতুন আরেক চমক হল অ্যান্ড্রয়েড পি। ব্যবহারকারীদের ডিজিটাল লাইফ আরো ডিলাইটফুল করতে অ্যান্ড্রয়েড তার প্রতিটি আপডেটে যোগ করছে নিত্য নতুন ফিচার। প্রতিবারের মত এবারও অ্যান্ড্রয়েড পি তে যোগ হয়েছে আরো আকর্ষণীয়, আরো চমৎকার কিছু ফিচার। অ্যান্ড্রয়েড পি এর নতুন ফিচার নিয়েই আজকের লেখা।
গুগলের অফিসিয়াল অ্যান্ড্রয়েড ইমপ্রোভাইজিং টিমের মাধ্যমে নতুন যোগ হওয়া এই ফিচারগুলো নি:সন্দেহে আপনাকে মুগ্ধ করবে। আপনার ডিজিটাল জীবন-যাত্রাকে আরো সহজ ও ইফেক্টিভ করে তুলবে। আসুন, জেনে নেই অ্যান্ড্রয়েড পি এর নতুন ফিচারগুলো সম্পর্কে বিস্তারিত।
অ্যান্ড্রয়েড পি এর নতুন ফিচার
লেখাটির টাইটেলে ১১টি ফিচারের কথা থাকলেও, নতুন ফিচার কিন্তু আরো বেশি। আমি আসলে গুরুত্বপূর্ণ ফিচারগুলোই তুলে ধরতে চাইছি, তাই সবগুলো সম্পর্কে বললাম না। তবে অ্যান্ড্রয়েড পি তে নতুন মাত্রা যোগ করেছ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সি। ভবিষৎ দুনিয়াকে সামনে রেখে আপডেট করা হয়েছে অ্যান্ড্রয়েড পি কে। অ্যান্ড্রয়েড পি এর ১১ টি নতুন ফিচারস নিয়ে আজকে আমার আলোচন।
অ্যান্ড্রয়েড পি এর ডিজাইন
সত্য কথা বলতে অ্যান্ড্রয়েডের প্রথম ভার্সনের ডিজাইনের সাথে বর্তমান ডিজাইনের আকাশ পাতাল পার্থক্য। প্রতিনিয়ত তাদের ডিজাইন আপডেট হচ্ছে আর যোগ হচ্ছে ডিজাইনে নতুন মাত্রা। আর সেই ধারায় অ্যান্ড্রয়েড পি এর ইউজার ইন্টারফেসে এসেছে নতুন মাত্রা। তারা তাদের টাইপোগ্রাফি, গঠন, রং মোটকথা সবকিছুতে যোগ করেছে নতুনত্ব।
অ্যান্ড্রয়েড পি এর ব্রাইটনেস
বর্তমানে স্মার্টফোনগুলো শুধু ফোন করা কিংবা মেসেজ করার জন্য ব্যবহার হয় না। এখন মানুষ ভিডিও দেখা, গেমস খেলা এবং অন্যান্য অনেক দরকারি কাজে স্মার্ট ফোন ব্যবহার করে। স্মার্টফোনগুলোতে বাড়ছে এখন হাই রেজুলেশনের ভিডিও দেখার চাহিদাও প্রচুর।
আর এই চাহিদার কথা মাথায় রেখে অ্যান্ড্রয়েড তাদের নতুন ভার্সনে যোগ করেছে Adaptive Brightness সুবিধা। ব্রাইটনেসের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড পি এর নতুন ফিচার এর ফলে খুব কম চার্জ ব্যবহার করে হাই রেজুলেশনের ভিডিও দেখা যাবে।
অ্যান্ড্রয়েড পি এর ব্যাটারি
স্মার্টফোন ব্যবহারকারীদের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের ব্যাটারির সমস্যা, চার্জ ফুরিয়ে যাওয়ার সমস্যা। অ্যান্ড্রয়েড তাদের নতুন ভার্সনে ব্যাটারির চার্জ রক্ষার জন্য যুক্ত করেছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স। এ সিস্টেম ব্যবহার করে আপনার ফোনটি বিশ্লেষণ করতে পারবে আপনি কোন কোন অ্যাপ্স বেশী ব্যবহার করেন এবং কোন কোন অ্যাপ্স কম ব্যবহার করেন।
তারপর বিশ্লেষণের উপর ভিত্তি করে এটি কম ব্যবহৃত অ্যাপ্লিকেশানগুলোকে চার্জ ব্যবহারের ক্ষমতা সীমাবদ্ধ করে রাখবে।মোটকথা আপনার ব্যাটারির কোন চার্জ আর অযথা খরচ হবে না।
অ্যান্ড্রয়েড পি এর গেশচার ভিত্তিক ন্যাভিগেশন
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের সুবিধার জন্য, তাদের প্রতিটি আপডেটে নতুন নতুন কিছু শর্টকাট যোগ করে। তবে অ্যান্ড্রয়েড পি এর ন্যাভিগেশন বারে তারা এক যুগান্তকারী পরিবর্তণ এনেছে। এখন আপনি সোয়াইপ করার দ্বারা খুব সহজেই ন্যাভিগেশন বার পাবেন।
অ্যান্ড্রয়েড পি এর লঞ্চার
প্রায় প্রতিটি আপডেটে অ্যান্ড্রয়েড তাদের ডিফল্ট লঞ্চারে পরিবর্তণ আনে। সেই ধারাবাহিকতায় এবারও তাদের লঞ্চারে নতুন কিছু পরিবর্তণ এনেছে। নতুন ইউজার ইন্টারফেস এবং গেশচার সুবিধা অ্যান্ড্রয়েড পি কে আগের থেকে আরও বেশী স্মার্ট করেছে।
অ্যান্ড্রয়েড পি এর ভলিয়ম কন্ট্রোল
অ্যান্ড্রয়েড পি এর নতুন ফিচার হিসেবে আরেকটা আকর্ষণীয় আপডেট হচ্ছে তাদের ভলিয়ম কন্ট্রোল সুবিধা। এর ফলে এখন আরো বেশি সহজে অ্যান্ড্রয়েড ফোনের ভলিয়ম কন্ট্রোল করা যাবে। এখন ভলিয়মে ক্লিক করার সাথে সাথে স্ক্রিনের ডান পাশে ভলিয়মের বিস্তারিত দেখা যাবে। যা কিনা আগে স্ক্রিনের উপরে ছিল।
অ্যান্ড্রয়েড পি এর নোটিফিকেশন
অ্যান্ড্রয়েড ফোনের নোটিফিকেশন সিস্টেম অনান্য অপারেটিং সিস্টেম এর থেকে অনেক বেশি সহজ এবং আকর্ষণীয়। তবে নতুন আফডেট অ্যান্ড্রয়েড পি এর নোটিফিকেশন বারকে আরও বেশি আকর্ষণীয় এবং সহজ করে তুলেছে।
এখন ম্যাসেজ, কনভার্সেশন কিংবা মিডিয়া ফাইলের প্রিভিউ নোটিফিকেশন বারেই দেখা যাবে। যার ফলে যে কোনো কিছুকে এখন আরো সহজে কন্ট্রোল করা যাবে।
অ্যান্ড্রয়েড পি এর কুইক সেটিংস
অ্যান্ড্রয়েডের কুইক সেটিংসে যোগ হয়েছে নতুনত্ব। আগের থেকে কুইক সেটিংসকে আরো বেশি স্মুথ এবং সহজ করা হয়েছে। সেই সাথে কাস্টমাইজ করার সুবিধা তো থাকছেই।
অ্যান্ড্রয়েড পি এর অটো-রোটেট
অ্যান্ড্রয়েড ফোনের একটি বিরক্তিকর ফিচার হল অটো-রোটেট ফিচার। অনেক সময় রোটেট করতে না চাইলেও স্বয়ংক্রিয়ভাবে রোটেট হয়ে যায়। যেটা সত্যিকার অর্থেই অনেক বেশি বিরক্তিকর।
তবে অ্যান্ড্রয়েড তাদের নতুন ভার্সনে ব্যবহারকারীকে এই বিরক্তি থেকে মুক্তি দিয়েছে। এখন অটো-রোটেট হলেও স্ক্রিনের নিচের ডান পাশের ছোট একটা আইকনে ক্লিক করে খুব সহজে আবার পূর্বের অবস্থায় ফিরে যাওয়া যাবে।
অ্যান্ড্রয়েড পি এর স্ক্রিনশট
স্মার্টফোনের স্ক্রিনশট পাগলদের জন্য অ্যান্ড্রয়েড পি একটি আকর্ষণীয় ফিচার যোগ করেছে। এখন থেকে স্ক্রিনশট নেয়ার সাথে সাথে খুব সহজে অ্যান্ড্রয়েডের ডিফল্ট স্ক্রিনশট এডিটর ওপেন হবে। এই এডিটর দিয়ে খুব সহজেই স্ক্রিনশট এডিট করা যাবে।
অ্যান্ড্রয়েড পি এর অ্যাপ সেটিংস
অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসেও আসছে অনেক পরিবর্তণ। সেটিংস এর প্রতিটি অপশনকে হাইলাইট করে দেওয়া হয়েছে ভিন্ন ভিন্ন রং দিয়ে। ফলে খুব সহজেই যে কোনো কিছুকে শনাক্ত করা যায়। এছাড়া সার্চ বার যোগ করা হয়েছে একদম উপরে, যা কিনা অ্যান্ড্রয়েড ওরিও তে ছিল নিচে।
শেষ কথা
অ্যান্ড্রয়েড পি হল গুগল এর সবচেয়ে উচ্চাভিলাষী এবং ললিপপের পর অনেক ফিচার সমৃদ্ধে আপডেট। এই ভার্সনে শুধুমাত্র নতুন ফিচার অন্তর্ভুক্ত করা হয়নি। এটা এমন ভাবে তৈরি করা হয়েছে, যা কিনা আপনার দৈনন্দিন জীবনকে আরও বেশী সহজ করে তুলবে। উপরে উল্লেখিত ফিচারস ছাড়া আরও অনেক ফিচারস অ্যান্ড্রয়েড পি তে বিদ্যমান যা আগেই বলেছি।
Salman says
Awesome article. অল্প কথায় সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।
ওমর ফারুক says
ধন্যবাদ সালমান ভাই।
Md rajib alam khan says
ভাই থ্যাংকস্, আশা করি সামনে এ রকম আরো অনেক কিছু নিয়ে আমাদের মাঝে আসবেন।
ওমর ফারুক says
ধন্যবাদ রাজিব ভাই। ইন শা আল্লাহ