অ্যান্ড্রয়েড গেইমিং দুনিয়াতে খেলার মত গেইমের অভাব নেই। অভাব থেকে গেছে শুধু গেইমারদের মনে। বিশেষ করে সেই সকল গেইমারদের মনে যারা কম্পিউটারে বিভিন্ন রেসিং গেইম খেলে অভ্যস্ত। এস্ফাল্ট এক্সট্রিম : অফ-রোড রেসিং এমন একটি গেইম যা শুধু গেইমারের মনই জয় করবে না, প্রতিদিনই আপনার রেসিং গেইমের প্রতি আকর্ষণ বাড়াবে।
২০১৬ সালের ২৭ই অক্টোবর গেইমটি প্রথমাবেরর মত লাউঞ্চ করা হয় এবং নভেম্বরের প্রথম সপ্তাহে গেইমটি প্রথম বারের মৎ গেইমিং দুনিয়ায় গ্লোবাল লাউঞ্চ করে। গেইমটির ডেভেলপার বিশ্বখ্যাত কোম্পানি গেইমলফট এবং এটি একটি এস্ফাল্ট সিরিজের গেইম। ESRB এর রেটিং এ গেইমটি রেটিং T অর্জন করেছে এবং এপলের রেটিং এ গেইমটির রেটিং 12+. এছাড়াও গুগলের রেটিং এ গেইমটি পায় 7+.
এস্ফাল্ট এক্সট্রিম : অফ-রোড রেসিং
গেইমটি খুব অল্প সময়ের মধ্যেই আপনার আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে যাবে। গেইমটি খেলতে আপনাকে কোন নির্দিষ্ট বা বাঁধা-ধরা নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে না। কারণ, গেইমটিতে সুনির্দিষ্ট কোন রাস্তা দেখিয়ে দেওয়া নেই। সামনের পথে অন্যদের ফলো করে আপনি আগাবেন, বন্ধুর পথ পুরোটাই থাকবে হাজারো রোমান্সে পরিপূর্ণ!
গেইমটি আসল আকর্ষণ কিন্ত গেইমটি খেলার লোকেশন। আপনি ১১টি ভিন্ন ভিন্ন লোকেশনে গেইমটি খেলতে পারেন।
মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে চারটি আলাদা ট্র্যাকে খেলতে পারবেন আপনি- লস্ট রোড, ড্রাই প্লেইন, এয়ারক্রাফট বেনোয়ার্ড, নো মেন্স ল্যান্ড।
এরপর থাকবে থাইল্যান্ডে খেলার সুযোগ এবং সেখানেও চারটি ভিন্ন ট্র্যাক- থাই বিচ, এমারাল্ড ল্যান্ড, এক্রোস ওয়াটারফল, টেম্পল রেস। মিশরের নীলনদ উপত্যকায় থাকবে আরো চারটি ট্র্যাক- লস্ট কারাকোম্ব, প্রাচীন রেলিক্স, ডেসার্ট স্যান্ডস্টোর্ম এবং ফরবিডেন ওয়েসিস।
নরওয়েতে পাবেন বারিড শিপ, বরফে ঢাকা আইস টানেল, আর্ক্টিক আউটপোস্ট এবং ফ্রোজেন লেইক।
আমেরিকার বিখ্যাত কার কারখানা ডেট্রয়েডের প্লেগ্রাউন্ডের পাশাপাশি থাকবে দ্য ফ্যাক্টরি, স্টিল রুইন্স এবং ইন্ড্রাস্ট্রিয়াল ডাউনটাউন।
ফ্রান্সের বিখ্যাত আল্পস পর্বতের পাদদেশ আপনাকে আরো চারটি আকর্ষণীয় ট্র্যাকের সন্ধান দেবে- মাউন্টেইন ভিলেজ, হাই অলটিটিউড, অফ পিস্ট রেস, থ্রু দ্য এভালান্স।
কোচালা উপত্যকায় পাবেন ডেজার্ট ড্যাশ এবং রিয়েল রেসিং এর আদলে গড়ে তোলা রেসিং ব্ল্যাস্ট। এছাড়াও আপনি মাল্টিপ্লেয়ারে খেলার সময় এশিয়ার নেপালের হিমালয় পর্বতের পাদদেশে পাবেন দুইটি ট্র্যাক- হিমালয় মাউন্টেইন এবং অটাম উইন্ডস।
খেলার ধরণের দিকে তাকালে দেখা যাবে, গেইমটি লিমিটেড টাইম, মাল্টিপ্লেয়ার এবং ক্যারিয়ার ক্যাটাগরিতে খেলা যায়। মাল্টিপ্লেয়ারে চ্যালেঞ্জ জানানো যায় বিভিন্ন দেশের দক্ষ গেইমারদের। এছাড়াও গেইমটি আপনাকে প্রতিদিন ছুঁড়ে দেবে ডেইলি মিশন এবং বেশি বেশি কয়েন, ক্রেডিট এবং ফ্রি বক্স জেতার সুযোগ।
৫টি আলাদা মুডে গেইমটি খেলতে পারেন একজন গেইমার। ক্ল্যাসিক, ইলিমিনেশন, নকডাউন, ভার্সেস এবং ইনফেক্টেড মুড।
গেইমটির আরেকটি মূল আকর্ষণ হচ্ছে গেইম খেলার জন্য প্রয়োজনীয় ভেহিকলের প্রাচুর্য। খেলার পথে আপনি ৭টি ক্যাটাগরির প্রায় ৬৬টি আলাদা আলাদা রকমের ভেহিকেলের সন্ধান পাবেন।
রেসিং রাজ্যে এস্ফাল্ট অনেকদিন ধরেই রাজত্ব করে আসছে। তারা এখন পর্যন্ত এমন কিছু গেইম উপহার দিয়েছে ভক্তদের যা প্রশংসার উর্ধ্বে। তবে যে গেইমটি নিয়ে আলোচনা করলাম তা ছাড়িয়ে গেছে আমাদের প্রত্যেকের চাহিদা। সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা গেইমটি আপনার একবার হলেও খেলে দেখা উচিৎ।
Leave a Reply