আপনি কি ওয়েবসাইট কিংবা অ্যাপের বিরক্তিকর অ্যাড তথা বিজ্ঞাপন দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছেন? আরও দুঃখজনক ব্যপার হল আপনার পাশাপাশি আপনার ফোনের পারফরমেন্স এবং ব্যাটারিও ক্লান্ত হচ্ছে এই অ্যাডের কারণে।
তবে এটা সত্য এই অ্যাডের মাধ্যমেই ওয়েবসাইট এবং অ্যাপ নির্মাতারা আয় করে থাকেন। এমনকি, স্মার্টফোনে অ্যাড দেখে আয় করার সুযোগ রয়েছে আপনার জন্যেও। আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা হাতের ফোনটি ব্যবহার করে অল্প হলেও কিছু আয় করছেন।
তবে, আমরা মোবাইল ব্যবহার করি মেইনলি কথা বলার জন্যে। হালকা বিনোদনের জন্যে এটি মাঝে মাঝে ব্যবহার করলেও অ্যাডের বাহুল্য আমাদের বিরক্ত করে তোলে। বিশেষ করে যখন কোন ওয়েবপেজ ব্রাউজ করি কিংবা কোন অ্যাপ ব্যবহার করি অথবা গেম খেলি। যে কাজেই ফোন ব্যবহার করি না কেন, অ্যাড বন্ধ করে দেয়ার উপায় আছে।
এতে অবশ্য কিছু ওয়েবসাইট মালিক ও অ্যাপ নির্মাত ক্ষতিগ্রস্থ হবে। আপনি তাদের অ্যাড দেখা বন্ধ করলে তাদের আয়ও বন্ধ হয়ে যাবে। আয় বন্ধ হয়ে গেলে তাদের ওয়েবসাইট বা অ্যাপের সেবাও বন্ধ হয়ে যাবে। তাই, আপনি চাইলে আপনার পছন্দের ওয়েবসাইটগুলোকে হোয়াইট লিস্টে যুক্ত করে রাখতে পারেন, যাতে তাদের অন্তত আয়ের পথ বন্ধ না হয়।
কিছু কিছু ক্ষেত্রে ওয়েবসাইট বা অ্যাপে এত বেশী পরিমাণ বিজ্ঞাপন থাকে যে, ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। তাই এসব যন্ত্রণা থেকে মুক্তি দেয়ার জন্য ৪টি ফ্রি অ্যাড ব্লকার নিয়ে হাজির হলাম। আর আনন্দের ব্যাপার হল এই অ্যাড ব্লকার ব্যবহার করতে আপনার ফোন রুট করার প্রয়োজন নেই।
অ্যান্ড্রয়েডের জন্য ফ্রি অ্যাড ব্লকার
১. Blokada
Blokada একটি ফ্রি এবং ওপেন সোর্স অ্যাপ। শুধু ব্রাউজার নয়, আপনার সব অ্যাপের অ্যাড ব্লক করতে সক্ষম। এটি ব্যবহার করতে রুট করার প্রয়োজন হয় না। ওয়াইফাই এবং মোবাইল উভয় নেটওয়ার্কে অ্যাড ব্লক করতে পারে।
Blokada পুরোপুরি নিরাপদ এবং ব্যবহার করা সহজ। শুধু একবার চালু করবেন তারপর এটা চুপচাপ আপনার ফোনে কাজ করবে।
২. Block This
জার্মানির মিউনিখের সাভা জর্জেভ নামে একজন ডেভেলপার এবং নিরাপত্তা গবেষক অ্যাপটি তৈরি করেন। সব ধরনের অ্যাড ব্লক করে। ভিডিও এবং অডিও অ্যাড, পপআপ অ্যাড, ব্যানার, ট্র্যাকিং কুকি সহ সমস্ত অ্যাপ এবং ব্রাউজার অ্যাড ব্লক করতে পারে।
এছাড়া এটি আপনাকে অ্যান্টিভাইরাসের সেবাও প্রদান করবে। এটি আপনাকে ভাইরাস এবং ম্যালওয়্যার থেকে রক্ষ করবে। এটি আপনার ইন্টারনেট ডেটা প্ল্যানের ৩৫% পর্যন্ত সেভ করবে। আপনি যদি এই অ্যাপের সিকিউরিটি সেবাটি ব্যবহার করতে না চান, তবে স্মার্টফোনের জন্যে এই ২টি এন্টিভাইরাসের যে কোনটি ব্যবহার করতে পারেন।
৩. AdClear
সেভেন নেটওয়ার্ক এই অ্যাপটি তৈরি করেছে। ইউটিউব অ্যাড, এনক্রিপ্ট করা অ্যাড, ক্লিকবাইট অ্যাড সহ সবধরনের অ্যাড করতে সক্ষম এই অ্যাপ।
আপনাকে নিরাপদ রেখে এটা ব্রাউজার এবং অ্যাপের অ্যাড ব্লক করতে সক্ষম। এটা ব্যবহারের কারণে আপনার ফোন স্লো হবে না। এছাড়া এর মধ্যে ফায়ারওয়াল সুবিধাও পাবেন।
৪. Adblock
ব্যানার, পপ-আপ সহ সবধরনের অ্যাড ব্লক করতে পারে। ওয়াইফাই এবং মোবাইল উভয় নেটওয়ার্কে অ্যাড ব্লক করতে পারে। এছাড়া ট্র্যাকিং ব্লক করে আপনার গোপনীয়তা রক্ষা করতে পারে। ট্রাফিক সেভ করে ওয়েবসাইট দ্রুত লোড করে।
এটাতে ৫০টিরও বেশি অ্যাড ফিল্টার অপশন রয়েছে, যার ফলে আপনি আপনার পছন্দ অনুযায়ী ফিল্টারিং করতে পারেন।
শেষ কথা
লেখাটি পড়ার পর আপনার মনে প্রশ্ন তৈরি হতে পারে অ্যাপগুলো কেন প্লে স্টোরে নেই। আসলে অ্যাপ বা ওয়েবসাইট নির্মাতারা যাতে তাদের কাজের মূল্য পায় এজন্য তারা এসব অ্যাপ প্লে স্টোরে রাখে না। কেননা প্রতিটি ডেভলপার অ্যাপ বা ওয়েবসাইট তৈরির পেছনে সময় এবং অর্থ ব্যয় করে। তাই এর থেকে অায় করাটা তাদের অধিকার।
rayan nawaz says
অ্যাডের যন্ত্রনায় মোবাইলে নেট ব্যবহার করাই দুস্কর হয়ে উঠেছে। তাই, এর থেকে মুক্তির উপায়টিই খুঁজছিলাম। আপনার লেখায় সেটি পেয়ে গেলাম। আপনাকে অনেক ধন্যবাদ, ওমর ফারুক স্যার।
ওমর ফারুক says
ধন্যবাদ নেওয়াজ