আপনি যদি বর্তমানে শিক্ষার্থী কিংবা শিক্ষক হন, তবে এই লেখাটি আপনার জন্য অনেক উপকারী হবে। আপনি যদি এদের কেউ না হন, তাহলে নিশ্চয়ই আপনার পরিবারের মধ্যে এদের কেউ একজন আছে। আপনি এই লেখাটি তাদের সাথে শেয়ার করতে পারেন, কেননা এই লেখাটি তাদের অনেক প্রয়োজন পূরণ করতে সাহায্য করবে।
গণিত নিয়ে আমাদের সবার কম বেশী ভয় রয়েছে আর সে ভয় দূর করারও উপায় রয়েছে। আর সবচেয়ে ভাল উপায় হচ্ছে স্মার্টফোনে গণিত সমাধানের অ্যাপ ব্যবহার করা। এখানে দেয়া অ্যাপগুলো গণিত সমাধানের পাশাপাশি আপনার গণিত ভীতি দূর করতে সাহায্য করবে।
তাই আর দেরী না করে আসুন জানি অ্যান্ড্রয়েডের জন্য সেরা ৫টি গণিত সমাধানের অ্যাপের নাম ও সেগুলোর ফিচার।
গণিত সমাধানের অ্যাপ
এখানে যে ৫টি অ্যাপ নিয়ে আলোচনা করা হচ্ছে, এগুলোর প্রায় সবটিই বড়দের জন্যে। তাই বলে ছোটরা কি বঞ্চিত হবে স্মার্টফোনে গণিত শেখার এই অসাধারণ সুযোগ থেকে? না, ছোটদের জন্যেও রয়েছে ১০টি অংক শেখার অ্যাপ। লিংকে গিয়ে আপনার ছোট সন্তান বা ভাই-বোনকে ডাউনলোড করে দিন খেলতে খেলতে অংক শেখা যায় এমন যে কোন অ্যাপ। আর আপনার নিজের জন্যে তো রয়েছে এই লেখার ৫টি ফেবিউলাস অ্যাপ, আসুন সেগুলো সম্পর্কে জানি।
১. Photomath
Photomath এর সাথে প্লে স্টোরের অন্য কোন অ্যাপের তুলনা হবে না। কারণ এই অ্যাপটিতে এমন কিছু সুবিধা রয়েছে যা অ্যাপটিকে অতুলনীয় করেছে। এই অ্যাপটি দিয়ে গণিত সমাধানের জন্য কষ্ট করে প্রশ্ন লিখতে হবে না বরং প্রশ্নের উপর ক্যামেরা ধরলে অটো সমাধান দেখাবে।
প্রশ্নটি আপনার বইয়ে থাকুক কিংবা হাতে লেখা খাতায় থাকুক, Photomath আপনাকে অটো সমাধান করে দিবে। আর প্রতিটি গণিত সমাধানের বিস্তারিত দেখতে পারবেন অ্যাপটির মাধ্যমে। আপনি চাইলে প্লে স্টোর থেকে এখুনি ডাউনলোড করে দেখতে পারেন Photomath।
২. All Math Formula
যেকোন গণিত সমাধান করার জন্য অবশ্যই সূত্রের প্রয়োজন হবে। আর যখনই আপনার কোন সূত্রের প্রয়োজন হবে, তখন সরাসরি এই অ্যাপে চলে যান আর আপনার কাঙ্ক্ষিত সূত্রটি খুঁজে নিন। এই অ্যাপটিতে সহজ থেকে কঠিন প্রায় সকল ধরণের সূত্র বিদ্যমান। এটাতে প্রায় ১,০০০ সূত্রের তালিকা রয়েছে।
বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, ভেক্টর ক্যালকুলাস, সিরিজ, বিটা গামা সহ সকল গণিতের সূত্র আপনি এখানে পাবেন। অ্যাপ ডেভলোপাররা অ্যাপটিকে নিয়মিত আপডেট করার পাশাপাশি এরা ইউজার ইন্টারফেসকেও আপডেট করে।
৩. MyScript Calculator
এটাতে আপনি স্ক্রিনের উপর নিজের হাতে লিখে গণিতের সমাধান করতে পারবেন। অর্থাৎ আপনি আঙ্গুল দিয়ে লিখবেন আপনার ফোনের স্ক্রিনে আর সমাধানও পাবেন স্ক্রিনে।
অ্যাপটি খুব দ্রুত আপনার প্রশ্নের সমাধান করে নিচে তার বিস্তারিত ব্যাখ্যাও দিবে। তাই আপনার নিজের কিংবা আপনার শিক্ষার্থীদের প্রশ্নের সমাধানও করে দিতে পারবেন অ্যাপটির মাধ্যমে।
৪. WolframAlpha
WolframAlpha এর অ্যাপ আছে তবে বাংলাদেশী হিসাব অনুযায়ী এর মূল্য ২৫০ টাকা। ভয় পাবার কারণ নেই। এর ওয়েবসাইট থেকে আপনি সকল সুবিধা ফ্রি পাবেন। তাই যদি অ্যাপ ডাউনলোড করে অর্থ খরচ করার ইচ্ছা না থাকে, তবে এর ওয়েবসাইটি ব্যবহার করে সকল সুবিধা ফ্রি ভোগ করতে পারবেন। এটা কতটা অসাধারণ তা আশাকরি এর দাম দেখে বুঝে গেছেন।
আপনি নিশ্চই অ্যাপেলের সিরির নাম শুনেছেন। WolframAlpha এই সিরির মস্তিষ্ক হিসাবে কাজ করে। WolframAlpha আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর একটি অ্যাপ। এটা গণিতের পাশাপাশি অনেক কঠিন ইঞ্জিনিয়ারিং সমস্যার সমাধান করতে সক্ষম।
৫. MalMath
তালিকার শেষে অ্যাপটিকে দেখে অবজ্ঞা করার অবকাশ নেই। কারণ এই অ্যাপ আপনার পার্সোনাল গণিত শিক্ষক হিসাবে কাজ করবে। কারণ এখানে প্রতিটি গণিতের ধাপে ধাপে ব্যাখ্যাসহ সমাধান পাবেন। মোটামুটি সব ধরনের গণিতের সমাধান করতে সক্ষম এই অ্যাপ।
যেহেতু এটা গণিত সমাধানের প্রতিটি ধাপ উল্লেখ এবং ব্যাখ্যা করে, তাই শিক্ষার্থীদের জন্য অতি প্রয়োজনীয় একটি অ্যাপ। আর সবচেয়ে বড় মজার ব্যাপার হল এই অ্যাপটি অফলাইনেও কাজ করে।
শেষ কথা
গণিতের ভয়কে জয় করতে উপরে উল্লেখিত অ্যাপগুলোর তুলনা হয় না। কঠিন কঠিন গণিত সমস্যাগুলোকে মুহূর্তের মধ্যে সমাধান করে দিতে সক্ষম অ্যাপগুলো। আশা করি আপনি অ্যাপগুলো ব্যবহার করলে অন্যরকম অনুভূতি পাবেন। আর আপনি যদি ইতোমধ্যে কোন গণিত অ্যাপ ব্যবহার করে থাকেন তবে কমেন্ট করে আমাদের জানান।
Leave a Reply