২০২১ সালের অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ এর জন্যে দেশটির সরকার ১ হাজার ৯শ ৮২টি স্কলারশিপ ঘোষণা করেছে। অর্থাৎ, এ বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় ২ হাজার ছাত্র-ছাত্রী স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়ায় পড়তে যেতে পারবে। অস্ট্রেলিয়ান সরকারের ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স এন্ড ট্রেড এ বছরের জন্যে ২৮০ মিলিয়ন ডলার বাজেট করেছে। অর্থাৎ, এ বছর তারা বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রীদেরকে ২শ আশি মিলিয়ন ডলার মূল্যের স্কলারশিপ দেবে।
তবে, এই স্কলারশিপের আওতায় কোনও উন্নত দেশ নেই, শুধুমাত্র উন্নয়নশীল দেশের স্টুডেন্টরাই অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপের জন্যে আবেদন করতে পারবে। আর উন্নয়নশীল দেশ হিসেবে এর মাঝে রয়েছে বাংলাদেশও। সুতরাং, বাংলাদেশ থেকে চাইলে আপনিও অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ এর জন্যে আবেদন করতে পারেন এবং উচ্চ শিক্ষার লাভের জন্যে অস্ট্রেলিয়ায় পাড়ি দিতে পারেন।
বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের জন্যে চলতি বছরের ফ্রেব্রয়ারীর ১ তারিখে আবেদন ওপেন করা হয়েছে। আর এটি ক্লোজ করা হবে এই বছরের ৩০শে এফ্রিল। অর্থাৎ, এর মাঝে আপনি বাংলাদেশ থেকে যে কোন সময় অস্ট্রেলিয়ার এই স্কলারশিপটির জন্যে আবেদন করতে পারবেন। আর আপনার যদি আরো কোন কিছু জানার প্রয়োজন হয়, তবে inquiries@australiaawardsbangladesh.org এই ঠিকানায় মেইল করতে পারেন।
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ পরিচিতি
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ প্রকৃতপক্ষে অস্ট্রেলিয়ায় বিনা খরচে পড়াশুনা করার সুযোগ। একজন বাংলাদেশী হিসেবে আপনি চাইলে এ সুযোগটি গ্রহণ করতে পারেন।
এটি অস্ট্রেলিয়া সরকারের একটি দীর্ঘ মেয়াদী বৃত্তি প্রোগ্রাম যা পরিচালনা করছে সে দেশের ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স ও ট্রেড। অস্ট্রেলিয়ার সাথে দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক চুক্তিতে আবদ্ধ উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে ভূমিকা রাখার উদ্দেশ্যে অস্ট্রেলিয়া এই স্কলারশিপটি চালু করে। এ যাবৎ অস্ট্রেলিয়া উন্নয়নশীল দেশগুলির, বিশেষত ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত দেশের প্রায় ৩ লক্ষ ছাত্র-ছাত্রীকে এই স্কলারশিপ প্রদান করেছে।
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপের সুবিধা
অস্ট্রেলিয়া উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান যে কোনও গ্র্যাজুয়েট বা পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রির জন্যে এই স্কলারশিপ প্রদান করা হয়। এছাড়াও, যে কোন প্রস্তুতিমূলক প্রশিক্ষণসহ অস্ট্রেলিয়ান উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের দ্বারা নির্দিষ্ট করা একাডেমিক প্রোগ্রামও সম্পূর্ণ করা যাবে এই স্কলারশিপের আন্ডারে। এই স্কলারশিপটি পেলে আপনি যে সকল সুবিধা পাবেন-
- টিউশন ফি সম্পূর্ণ ফ্রি
- রিটার্ন এয়ার টিকেট – পেমেন্ট অব অ্যা সিঙ্গেল রিটার্ন
- বই ও আনুসঙ্গিক ভাতা – পাঠ্য বই এবং প্রয়োজনীয় উপকরণের জন্যে এককালীন পেমেন্ট
- আবাসন ভাতা – অস্ট্রেলিয়ায় থাকার জন্যে বেসিক জীবন-যাত্রার ব্যয়
- অস্ট্রেলিয়া থাকা এবং পড়াশুনার বিষয়ে একটি বাধ্যতামূলক কোর্সের ব্যয় বহন
- স্বাস্থ্য ভাতা – বেসিক মেডিকেল কস্ট
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপের জন্যে যেভাবে আবেদন করবেন
আপনি যদি আবেদন করার ইচ্ছা পোষণ করেন, তবে প্রথমে Australia Awards Scholarships Policy Handbook টি পড়ে নিন। এটি আপনাকে নানা রকম তথ্য দিয়ে সাহায্য করবে। সুতরাং, নিচের বাটনে ক্লিক করে বুকলেটটি ডাউনলোড করে নিন।
অনলাইনে আবেদন করার জন্যে Online Australia Scholarships Information System পেজটিতে যান। আপনি যখন স্কলারশিপটির জন্যে রেজিস্ট্রেশন করবেন, আপনাকে অনলাইনে কিছু প্রশ্ন করা হতে পারে, সেগুলোর উত্তর দিন।
প্রশ্নোত্তর পর্বে উত্তীর্ণ হলেই আপনি একটি ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার, ইউজার নেম ও পাসওয়ার্ড দেয়া হবে। এরপরই আপনাকে আবেদনের ফর্ম দেয়া হবে। তবে, আপনাকে প্রথমেই আবেদন পত্র পাঠাতে হবে না। বরং, আবেদন পত্রের একটি ড্রাফট্ ফর্ম পূরণ করতে হবে। আর পরবর্তীতে সেটি কেবল আপডেট করে দিলেই হবে। তবে, ড্রাফট্ ফর্মটিই যেহেতু আপনার ফাইনাল আবেদন পত্র হিসেবে গণ্য হবে, সেহেতু খুব সতর্কতার সহিত এটি পূরণ করতে হবে। সঠিকভাবে পূরণের সহযোগীতার জন্যে Applicant’s Online User Manual টি পড়ে নিতে পারেন।
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে Australia Award পেজটি পড়ে নিতে পারেন।
Leave a Reply