বর্তমানে মেয়েদের নিরাপত্তা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দৈনন্দিন জীবনে মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ঘটনার সম্মুখীন হয়। সেই সময়ে তার স্মার্টফোনটি হয়ে যেতে পারে তার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার অস্ত্র। স্মার্টফোন যেহেতু এখন আমাদের জীবনের একটি অংশ হয়ে পড়েছে, তাই গুরুত্বপূর্ণ এই নারী নিরাপত্তা বিষয়েও আমরা বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করতে পারি। বিভিন্ন ধরনের অ্যাপস থেকে বেছে এখানে একটি জনপ্রিয় ব্যক্তিগত নারী নিরাপত্তা অ্যাপ নিয়ে আজকের আমাদের এই আলোচনা।
নারী নিরাপত্তা অ্যাপ
SOS – Stay Safe! একটি শক্তিশালী ব্যক্তিগত নিরাপত্তা অ্যাপ্লিকেশন যা আপনাকে বিভিন্ন সহিংসতা থেকে নিরাপদ রাখবে এবং যে কোন জরুরী অবস্থায় আপনাকে সাহায্য করবে। নারীদের নিরাপত্তার ক্ষেত্রে এই অ্যাপটি অনেক উদ্ভাবনী এবং সময়োপযোগী। এই অ্যাপটি বিভিন্ন ক্ষেত্র যেমন নারীর প্রতি সহিংসতা, নির্যাতন এবং বিভিন্ন অপরাধের শিকার হওয়া থেকে নারীদের রক্ষায় ভূমিকা রাখতে পারে।
যেভাবে কাজ করেঃ
অ্যাপটি চালু করার জন্য আপনাকে শুধু ডিভাইসের পাওয়ার বাটন ২ বার প্রেস করতে হবে। অ্যাপটি চালু হয়ে গেলে সাথে সাথেই আপনার পরিবার এবং বন্ধু যাদেরকে আপনি আগে থেকেই সিলেক্ট করে রাখবেন, তাদের কাছে মেসেজ অ্যালার্ট পাঠাবে। জিপিএস ট্রাকিং এক্ষেত্রে আপনার লোকেশন জানাতে সাহায্য করবে।
বৈশিষ্ট্যঃ
১। পাওয়ার বাটন দুই বার প্রেস করলেই অ্যাপটি চালু হয়ে যায়, এমনকি ফোন লক করা অবস্থাতেও এই বৈশিষ্ট্যটি কাজ করে।
২। অ্যাপটি চালু হয়ে গেলে সাথে সাথেই এটি সেট করা কন্টাক্টে মেসেজ পাঠিয়ে দেয়।
৩। আপনার সঠিক লোকেশন অ্যালার্ট মেসেজের সাথে পাঠানো হবে।
৪। আপনার ডিভাইসে কতটুকু চার্জ রয়েছে সেটিও মেসেজে পাঠানো হবে।
৫। মেসেজগুলো কিছুক্ষন পরপরই পাঠানো হবে, যার মাধ্যমে আপনি জায়গা পরিবর্তণ করেছেন কিনা, সে সম্বন্ধেও সঠিক ধারণা পাওয়া যাবে।
SOS – Stay Safe! অ্যাপটির দুটি ভার্সন রয়েছে- ফ্রি এবং প্রো।
ফ্রি ভার্সনের বৈশিষ্ট্যঃ
১। ইমার্জেন্সী কন্টাক্টে ২ জনের বেশি ইমেইল কন্টাক্ট সেট করা যাবে না।
২। ইমার্জেন্সী কন্টাক্টে ২ জনের বেশি এসএমএস কন্টাক্ট সেট করা যাবে না।
প্রো ভার্সনের বৈশিষ্ট্যঃ
১। আনলিমিটেড এসএমএস ও ইমেইল কন্টাক্ট যোগ করা যায়।
২। বিপদের সময় আপনার পরিস্থিতির একটি ভিডিও মেসেজ ও অ্যালার্ট মেসেজের সাথে পাঠানো হয়।
৩। প্রো ভার্সনে বিজ্ঞাপন ছাড়া অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা যায়।
এই অ্যাপটি কোন তথ্য ধারণ করে রাখতে পারে না। অর্থাৎ এটি বিপদের সময় যে ইমেইল, মেসেজ, অডিও রেকর্ড কিংবা ব্যাটারির পরিমাণ ইমার্জেন্সী কন্টাক্টে সেন্ড করে তা সেভ করে রাখে না। সেন্ড করার পরপরই সেই তথ্য ডিলেট হয়ে যায়। এছাড়া কোন ব্যক্তিগত তথ্যও এটি ধারণ করতে পারে না।
অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এটির সাইজ মাত্র ৬ এমবি এবং এটি ১০,০০০ এর অধিকবার ডাউনলোড করা হয়েছে।
জনপ্রিয় এই নিরাপত্তা অ্যাপটি আপনিও ব্যবহার করে দেখতে পারেন। ব্যবহার করে কেমন লাগলো তা নিচের কমেন্টে আমাদের জানিয়ে দেন।
Leave a Reply