বিশ্বকাপ ফুটবলে বিপক্ষ দলের প্লেয়ার দ্বারা সামান্য চোটে অসামান্য আঘাত পাওয়ার অভিনয়টা নতুন নয়। তবে, এবারের রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের নেইমারের অভিনয়টা এতই বেশি হচ্ছে যে, সেটা সাধারণ দর্শকদের চোখে বারবার ধরা পড়ছে।
ফলে, দর্শকরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেইমারের অভিনয় নিয়ে তাদের প্রতিক্রিয়া ও প্রতিবাদ জানাচ্ছেন। বিশেষ করে মেক্সিকোর সঙ্গে খেলার দিন মিগুয়েল লিউনের সঙ্গে সংঘর্ষের পর নেইমারের পড়ে যাওয়া আর মারাত্মক আঘাত পাওয়ার দৃশ্যটা অনেকের কাছেই হাস্যকর লেগেছে।
ইউটিউবের কল্যানে বারবার ওই দৃশ্যটা ঘুরিয়ে ফিরিয়ে দেখেছেন অনেক দর্শক এবং নিশ্চিত হয়েছেন যে এটা নেইমারের চরম অভিনয় ছিল। এমন নিখুঁত অভিনয়ের কারণে ফুটবলপ্রেমীদের অনেকেই নেইমারকে তাদের মনের ভালবাসার জায়গাটা থেকে সরিয়ে দিচ্ছেন। ফলে, এ বিশ্ব তারকা হারাচ্ছেন তার জনপ্রিয়তা।
নেইমারের এমন অভিনয়ে অনেকেই তাকে অস্কার দেয়ার পক্ষে। আসুন, নেইমারকে নিয়ে টুইটারে ফুটবলপ্রেমীদের কিছু টুইট পড়ে নেয়া যাক-
নেইমারের চার্চে গিয়েছিল আর সেখানকার পবিত্র পানি নিয়েছিল।
অভিনয় দিয়ে নেইমারের আমাকে দারুণভাবে হাসালো। তারা তার গোড়ালিতে চোট দিয়েছে আর হোমবয়টা (অ্যামেরিকার গালি) যেন এমন আঘাত পেয়েছে যে তার সিজার করা লাগবে।
ব্রাজিল শুধু মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচই জিতেনি, তারা নেইমারের জন্যে অস্কারও জিতে নিয়েছে।
অ্যাওয়ার্ডটা নেইমারই পেল….
ওই অভিনয়টা সত্যিই নোংরা ছিল। তারা শুধু গোড়ালিতে চোট দিয়েছে আর সে কিনা অভিনয় করেই চলেছে….
গর্ডন হেওয়ার্ড তো অর্ধেক গোড়ালি ভেঙ্গেছে আর নেইমার তার মাত্র ১০ ভাগের ১ ভাগ দেখিয়েছে…
গড়াগড়ি দেখে মনে হচ্ছে নেইমারকে ১০০টি মৌমাছি ঘিরে ধরেছে। করুণা উদ্রেককারী গাধা…
সত্যিই, নেইমারকে কেউ এতক্ষণে অস্কার দিয়েছে….
এবং অস্কার কিন্তু নেইমারই পাচ্ছে….
রেফারি যখন নেইমারের পক্ষে ফ্রি কিক দিয়ে দেয়, তখনই যাদুকরীভাবে তার সব ব্যথা দূর হয়ে যায়।
নেইমারের প্রো রেসলিংয়ে যাওয়া উচিৎ। তার পড়ে যাওয়া আর গড়াগড়ি খাওয়া রেসলিংয়ের সবচেয়ে বাজে প্লেয়ারটির মধ্যেও দেখিনি আমি।
নেইমার অস্কার ডিজার্ব করে। কী অসাধারণ অভিনয়!
শাহরিয়ার আহমেদ says
এটা নেইমারের অভিনয় ছিলো না। অন্য ক্যামেরার সাহায্যে দেখা গিয়েছে, নেইমারের পায়ের গোড়ালির অংশে বুট দিয়ে পাড়া দেওয়া হয়েছিলো। কতিপয় আর্জেন্টিনা সাপোর্টার এটাকে নিয়ে বিভিন্ন ট্রল বানাচ্ছে, হাসি-ঠাট্টা তামাশা করছে। কিন্তু সত্য কখনো ঢেকে রাখা যায় না।
(বিঃদ্রঃ পোস্ট দেওয়ার আগে একটু সত্যতা যাচাই করে নেওয়া ভালো)
রাশেদুল ইসলাম পাভেল says
ব্যাক্তিগত ভাবে আমি নিজে আর্জেন্টিনার সার্পোটার কিন্তু কোন খেলোয়াড়কে উদ্দেশ্য করে কাউকে সেরা বলে দাবী করা কাউকে ছোট করাকে আমি সাপোর্ট করি না। নেইমার অভিনয় করুন আর না করুক সেটা প্রমানিত কোন সত্য নয়। এখনকার সত্যি একটাই আর সেটা হচ্ছে নিজের কাজে এবং তার দলকে এগিয়ে নিয়ে যেতে সে সফল। আমি জানি আমার কথা অনেক আর্জেন্টিনার সাপোর্টারের ইগোতে লাগবে। কিন্তু ভাইয়া যেটা সত্যি সেটা স্বীকার করতে ভয় কিসের? আর্জেন্টিনার সাপোর্টার হলেই যে ব্রাজিলের বদনাম করতে হবে বা নেইমারকে অভিনেতা বলতে হবে তার কি মানে? ব্রাজিল সাপোর্টাররাও একই কাজ করে থাকেন। প্লিজ এসব থেকে বিরত থাকুন।