অবশেষে হুয়াওয়ে নিজস্ব অপারেটিং সিস্টেম চালু করলো। নিজস্ব অপারেটিং সিস্টেম চালু করবে হুয়াওয়ে, এ নিয়ে গত কয়েক মাস ধরে কথা হচ্ছিল। হুয়াওয়ের উপর মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার পর থেকেই কোম্পানিটি তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরির চিন্তা ভাবনা করছিল। যদিও এই নিষেধাজ্ঞাটি পরবর্তীতে প্রত্যাহার করা হয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সব কোম্পানিকেই হুয়াওয়ের নিকট পণ্য বিক্রি ও কেনার অনুমতি দেয়। মূলত নিষেধাজ্ঞার সময় থেকেই হুয়াওয়ে নতুন অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করা শুরু করেছিল।
কোম্পানিটি দাবি করেছিল তারা এমন একটি অপারেটিং সিস্টেম তৈরি করতে যাচ্ছে যা অ্যান্ড্রয়েডের বিকল্প হিসাবে কাজ করবে এবং হুয়াওয়েকে আরও শক্তিশালী স্মার্টফোন হিসাবে রূপ দিবে। প্রথম দিকে অবশ্য এই অপারেটিং সিস্টেমটির নাম রাখা হয়েছিল ‘হংকমেং ওএস’। সেই প্রতিবেদনের পরপরই একটি নতুন প্রতিবেদন অনলাইনে প্রকাশিত হয়েছে যেখানে বলা হয় হুয়াওয়ে তাদের অপারেটিং সিস্টেমটি ‘হারমোনি’ নামে রেজিস্ট্রেশন করেছে।
হুয়াওয়ে নিজস্ব অপারেটিং সিস্টেম
সমস্ত জল্পনা কল্পনা শেষে, হুয়াওয়ে টেকনোলজিস তাদের স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইসের জন্য নতুন এই অপারেটিং সিস্টেমের নাম প্রকাশ করে। চীনের ডংগুয়ানে হুয়াওয়ে ডেভেলপার সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তার হারমোনিওএস কে পরিচয় করিয়ে দেয়। এছাড়া তারা টুইটারেও তাদের হারমোনি ওএস সম্পর্কে টুইট করেন।
হুয়াওয়ের দাবি হারমনিওএস প্রথম মাইক্রো কার্নেল ভিত্তিক ওএস। এর ফলে এই অপারেটিং সিস্টেমটি স্মার্ট টিভি, স্পিকার এবং স্মার্টফোনের মতো সকল ডিভাইসে কাজ করতে সক্ষম।
সিইও রিচার্ড ইউয়ের ভাষ্যমতে, ২০১৭ সাল থেকে তারা অপারেটিং সিস্টেম ডেভেলপ করা শুরু করেছে এবং তাদের আরেকটি ব্রান্ড হনরে হারমোনি ওএস প্রথমবারের মত ব্যবহার করেন।
রিচার্ড ইউ দাবি করেন যে হারমোনি ওএস তাত্ত্বিকভাবে অ্যান্ড্রয়েডকে প্রতিস্থাপন করতে পারে, তবে আপাতত হুয়াওয়ে ব্যবহারকারীদের সুবিধার্থে এবং অ্যাপ প্ল্যাটফর্মের কারণে অ্যান্ড্রয়েডের সাথে কাজ করবে।
মজার ব্যাপার হল রিচার্ড ইউ বলেন নতুন এই অপারেটিং সিস্টেমটিতে সব ধরণের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সাপোর্ট করবে। ফলে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করা নিয়ে হুয়াওয়ে ব্যবহারকারীদের খুব একটা চিন্তা করতে হবে না।
সংস্থাটি আরও জানিয়েছে যে তারা শিগগিরই ওপেন-সোর্স হারমোনি ওএস প্রস্তুত করবে। ততক্ষণে সংস্থাটি চীনা বাজারে তাদের নতুন অপারেটিং সিস্টেমের ভিত্তি স্থাপন করবে এবং পরবর্তীতে এটি তারা বিশ্বব্যাপী প্রসারিত করবে।
তো নতুন এই অপারেটিং সিস্টেম সম্পর্কে আপনার মতামত কি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।
Leave a Reply