চাকরির ইন্টারভিউের ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটা সবার আগে দরকার তাহলো একটা ভালো সিভি। এই সিভি তৈরি করতে গিয়ে অনেকেই হয়ে পড়েন দিশেহারা। বুঝতেই পারেন না কীভাবে কি করলে একটা ভালো সিভি তৈরি করা সম্ভব। এই আর্টিকেলে আমরা জানবো সিভি তৈরির ৮টি ওয়েবসাইট সম্পর্কে। যেগুলো ব্যবহার করে অনলাইনেই আমরা একটি স্মার্ট সিভি তৈরি করতে পারি।
গত কয়েক বছরে চাকরির বাজারে যেমন ব্যাপক পরিবর্তণ এসেছে, তেমনি পরিবর্তণ এসেছে সিভির ফরমেটেও। এখন আর যেন তেন টাইপের একটা সিভি বানিয়ে চাকরিদাতার কাছে পাঠালে ইন্টারভিউর জন্যে ডাক পাওয়া যায় না। কাজেই, অন্তত পক্ষে ইন্টারভিউতে ডাক পেতে আপনার প্রয়োজন একটি স্মার্ট সিভি। আর এখন ওয়েবসাইটের মাধ্যমেই স্মার্ট সিভি তৈরি করা যায়।
স্মার্ট সিভি তৈরির ওয়েবসাইট
আপনি যদি প্রতিটা কোম্পানিতে একই রকমের সিভি সাবমিট করতে করতে ক্লান্ত হয়ে থাকেন এবং ভাবতে থাকেন কীভাবে একটি পেশাদারী সিভি তৈরি করা যায় যা নিয়োগকর্তাকে আশ্চর্যান্বিত করবে, তাহলে অবশ্যই এই আর্টিকেলটি আপনার জন্য। ইন্টারনেটে আপনি অনেক ধরণের সিভি তৈরির টেম্পলেট পাবেন যার মাধ্যমে আপনি প্রফেশনাল সিভি তৈরির ধারণা লাভ করতে পারবেন।
আমি এখানে ৮টি সিভি তৈরির ওয়েবসাইটের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। যেগুলোতে গিয়ে আপনি দেখবেন যে আপনার সিভি তৈরি করাই আছে। মানে, ওয়েবসাইটগুলোতে আপনি প্রিতে সিভির জন্যে অনেক ফ্রি আর স্মার্ট টেমপ্লেট পাবেন। যেখান থেকে পছন্দ করে যে কোন টেমপ্লেট নিয়ে শুধু নিজের তথ্যগুলো বসিয়ে দিয়ে অনলাইনেই স্মার্ট তৈরি করতে পারবেন।
অনলাইনেই তৈরি করুন স্মার্ট সিভি
বুঝতেই পারছেন, আপনার সিভি এখন তৈরি হবে অনলাইনে। কিন্তু তারপর? না, কোন কিন্তুর ব্যাপার নেই, অনলাইনে সিভি তেরির পর আপনি যা যা করতে পারেন-
- ১. আপনার নিজের কম্পিউটারে সিভিটি এক্সপোর্ট করতে পারবেন।
- ২. আপনার ইমেলে সিভিটি সেন্ড করে রাখতে পারবেন। কিংবা যে কোন ইমেলেই পাঠিয়ে রাখতে পারবেন।
- ৩. যে ওয়েবসাইটে সিভি তৈরি করবেন, সেই ওয়েবসাইটেই সিভিটি আজীবনের জন্যে সেভ করে রাখতে পারবেন।
- ৪. ওয়েবসাইট থেকেই যে কোন নিয়োগকর্তাকে সিভিটি পাঠাতে পারবেন।
- ৫. অনলাইনে চাকরির ওয়েবসাইটগুলোতে সিভিটি সাবমিট করতে পারবেন, যেখান থেকে নিয়োগকর্তারা আপনার সিভিটি দেখতে পাবে।
তাহলে চলুন, অনলাইনেই স্মার্ট সিভি তৈরি করার এই স্মার্ট ওয়েবসাইটগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাক।
১. CV Maker
এই ওয়েবসাইটটি একটি সর্বোচ্চ সিভি জেনারেটর, যা মিনিটের মধ্যে প্রফেশনাল সিভি তৈরি করতে পারে। এই সাইটটির মাধ্যমে এখন পর্যন্ত 2,288,041 সিভি জেনারেট করা হয়েছে এবং এটি বিশ্বের সবচেয়ে বৈশিষ্ট্যযুক্ত সাইটের একটি।
ওয়েবসাইটটির মাধ্যমে আপনি আপনার মৌলিক তথ্য, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা, আগ্রহের ক্ষেত্র এবং রেফারেন্সসহ আপনার কাজের অভিজ্ঞতা লিখতে পারবেন। সিভিটি সাইটে নিরাপদে সংরক্ষিত হবে এবং এটি আপনি বিনামূল্যে তৈরি করতে পারবেন।
২. VisualCV
আপনি আপনার সিভির সাথে আপনার পোর্টফোলিও তৈরি করতে পারবেন এই ওয়েবসাইটটির মাধ্যমে। একই সাথে সিভিটি উপস্থাপন করতে পারবেন ইন্টারভিউেতে। ওয়েবসাইটটিতে রয়েছে সমস্ত পেশাদার ক্ষেত্রের সিভি টেমপ্লেট, যা আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
এই টুলটি একটি প্রিমিয়াম প্ল্যান অফার করে। যা সমস্ত সিভি টেমপ্লেট এবং ওয়েব ডিজাইনের মতো বৈশিষ্ট্যগুলো অন্তর্ভুক্ত করে। এছাড়াও একাধিক সিভি সংস্করণ পিডিএফ, ডক্স এবং Google ডক্সের মতো ফরম্যাটের সিভিও এতে এক্সপোর্ট করা যায়।
৩. SlashCV
একটি সহজ রিজ্যুম বিল্ডার, যা আপনাকে কোন প্রকার ঝামেলা ছাড়াই আপনার সিভি তৈরি এবং শেয়ার করতে সাহায্য করে। এই ওয়েবসাইটের সাহায্যে আপনি আপনার সিভিটি কাস্টমাইজ করতে পারবেন এবং শিরোনাম বিভাগগুলো সম্পাদনা করতে পারবেন।
এছাড়াও তাদের পুনরায় অর্ডার এবং এমনকি নতুন বিভাগ যোগ করতে পারবেন। তাছাড়াও আপনাকে আপনার সিভি ডাউনলোড করতে এবং 28 টি পূর্বনির্ধারিত PDF টেমপ্লেট থেকে ইচ্ছামত নির্বাচন করতে দেয়, যার সবগুলোই বিনামূল্যে। আপনি সহজেই আপনার সিভিটি ক্লাউডে সঞ্চয় করতে পারবেন এবং যে কোনো ডিভাইস থেকে সহজেই অ্যাক্সেস করতে পারবেন।
৪. Resumonk
এটি একটি বিনামূল্যের পরিষেবা যা কিছু উন্নত প্রিমিয়াম প্ল্যান সহ PDF ও HTML ফরম্যাটে রিজ্যুম ডাউনলোড করা, লিঙ্কডিন হতে রিজ্যুম ইমপোর্ট করার সুযোগ দেয়। 10 টি প্রিমিয়াম টেমপ্লেট, কভার লেটার, মাল্টিপল রিজ্যুম তৈরি করাসহ ফন্ট এবং কাস্টমাইজেশন অপশন, কাস্টম URL এবং ট্র্যাকিং সুবিধাও রয়েছে এখানে। এছাড়াও কে আপনার সিভি ভিউ করলো, তাও বিশ্লেষণ করা যায় এই সাইটটির মাধ্যমে।
৫. Vizualize.me
এই ওয়েবসাইটটিকে ইনফোগ্রাফিক সিভি তৈরির ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসাবে বিবেচনা করা হয়। সাইটটি সুন্দর সিভি টেমপ্লেট, ল্যাঙ্গুয়েজ ম্যাপস, এক্সপেরিয়ান্স টাইমলাইন, স্কিলস বাবল চার্ট, ডাউনলোড / মুদ্রণ মানের এবং বিন্যাসসহ আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে।
সংক্ষেপে, রিজ্যুমটি কালারফুল হবে এবং আপনার অভিজ্ঞতা এবং দক্ষতা সম্পর্কে সমস্ত বিবরণ এবং পরিসংখ্যান অন্তর্ভুক্ত করবে, যা নিয়োগকর্তাকে ইম্প্রেস করতে বাধ্য।
৬. ResumeBucket
হাজার হাজার পেশাদারদের নিযুক্ত করেছেন এমন বিশেষজ্ঞদের দ্বারা সেরা রিজ্যুম বিল্ডারের রিভিউ পেয়েছে এই ওয়েবসাইটটি। এটি সবচেয়ে কার্যকর অনলাইন রিজ্যুম জেনারেটরের মধ্যে একটি। এতে রয়েছে প্রায় 2,644,651 টি অনলাইন রিজ্যুম। খুব সহজেই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি আপনার সিভি তৈরি করতে পারবেন।
৭. Resume Companion
এই সাইটটি সেরা রিজ্যুম বিল্ডার এবং একটি প্রিমিয়াম রিজ্যুম জেনারেটিং সার্ভিস যা আপনার জন্য পুরো লেখাটি তৈরি করে করে দেবে। এমনকি, তা মিনিটের মধ্যে একটি পেশাগত রিজ্যুমে পরিণত করে দেবে। সাইটটি প্রিমিয়াম রিজ্যুম টেমপ্লেট এবং ডিজাইন সরবরাহ করে, যা আপনি এমএস ওয়ার্ডে ডাউনলোড করতে পারবেন।
এছাড়াও আপনি আরও কয়েকটি শক্তিশালী বাক্যাংশ খুঁজে পাবেন যা আপনার রাইটিং কোর্সকে আরও সহজ করে দেবে। সেই সাথে একটি শীর্ষ স্তরের ফরম্যাট তৈরিতে সাহায্য করবে। যার ফলে এইচআর পরিচালকদের কাছে এটি প্রদর্শনযোগ্য করে তোলে। আপনি আপনার পেশার উপর ভিত্তি করে একটি টেমপ্লেট খুঁজে পেতে পারেন এবং বিকল্প তালিকা থেকে চাকরীর বিবরণ বাছাই করতে পারেন।
৮. Canva
আপনি 30 টিরও বেশি বিদ্যমান টেমপ্লেট থেকে বাছাই করতে পারেন আপনার পছন্দের সিভি ফরমেট। এছাড়াও, যদি আপনি নিজেকে ডিজাইনার মনে করেন, তবে আপনি বিভিন্ন গ্রিডগুলো থেকে নির্বাচন করতে পারবেন। যার মাধ্যমে আপনাকে আপনার সিভিটি কিভাবে শুরু হবে তা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে দিবে।
যদি আপনি একটি প্রাক-ডিজাইন লেআউট বাছাই করেন, তাহলে ডামি টেক্সট সম্পাদনা করতে পারবেন আপনার নিজের তথ্য দিয়ে। এছাড়াও আপনি অতিরিক্ত নকশা যোগ করতে পারেন, পটভূমি পরিবর্তণ করতে এবং ছবি আপলোড করতে পারবেন।
এখানে আলোচিত সিভি বানানোর ওয়েবসাইটগুলোকেই টপ ওয়েবসাইট হিসাবে ধরা হয়। আপনি খুব সহজেই বর্ণিত ধাপগুলো পূরণ করলেই ওয়েবসাইটে আপনার নিজের সিভিটি তৈরি হয়ে যাবে। এবার আপনি ইচ্ছা করলে সেটা ডাউনলোড করে নিতে পারেন। আবার পরবর্তীতে কোন রকম পরিবর্তণ করার প্রয়োজন হলে, তাও করতে পারবেন খুব সহজেই। তাই এবার আর কষ্ট না করে জাস্ট ওয়েবসাইটেই বানিয়ে ফেলুন আপনার পছন্দ মতো সিভি।
Leave a Reply