কাজের প্রয়োজনে বাইরে আছেন কিন্তু মন পড়ে রয়েছে বাসার টিভিতে। কারণ, টিভিতে চলছে প্রিয় দলের খেলা। আশে-পাশে এমন ব্যবস্থা নেই যে কোন টিভির সামনে দাঁড়িয়ে পড়বেন। এখন কি করবেন, কিভাবে খেলা দেখবেন?
সমস্যা নেই, হাতে তো মোবাইল রয়েছে আর তাতে ইন্টারনেট কানেকশনও আছে। দরকার এখন বিশ্বস্ত একটি ওয়েবসাইট যেটি ফুটবল বিশ্বকাপ লাইভ স্ট্রিমিং করছে। হ্যাঁ, এমন একটি ওয়েবসাইট হচ্ছে ফক্স স্পোর্টস্।
ফক্স স্পোর্টস্ মূলত ফক্স স্পোর্টস্ ইন্টারন্যাশনাল মিডিয়ার একটি ওয়েবসাইট যেখানে ফক্স টিভি থেকে সরাসরি ফিফা ওয়ার্ল্ড কাপ রাশিয়া ২০১৮ এর সব খেলাই সম্প্রচার করা হচ্ছে। সুতরাং, পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যে কোন অবস্থায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে ভিজিট করুন ফক্স স্পোর্টস্।
তবে, এ ওয়েবসাইট সরাসরি খেলা সম্প্রচার করছে না। কয়েকটি থার্ড পার্টির প্লাটফর্মের মাধ্যমে লাইভ খেলা দেখাচ্ছে। আপনাকে এ ওয়েবসাইটে খেলা দেখতে হলে কোন না কোন থার্ড পার্টির প্লাটফর্মের মাধ্যমে দেখতে হবে। আর শুরুতেই ওদের প্লাটফর্মে একটা ইউজার অ্যাকাউন্ট খুলতে হবে।
উপরের ছবিতে দেখুন বিভিন্ন প্লাটফর্মের লোগো। আপনি যে প্লাটফর্মের মাধ্যমে খেলা দেখতে চান, সেটির উপর ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে ওই প্লাটফর্মের অ্যাকাউন্ট ওপেনিং পেজে নিয়ে যাবে। সেখানে প্রয়োজনীয় ইনফর্মেশন দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে নিন আর অনলাইনে ক্লিয়ার ভিউতে খেলা দেখুন।
আপনি যদি এই বাড়তি ঝামেলা পোহাতে না চান আর ক্লিয়ার ভিউ না পেলেও খেলা দেখায় আপনার সমস্যা না হয়, তবে খেলা দেখুন অনলাইনে টিভিতে। এখানকার অনলাইন টিভিগুলোর তালিকায় বাংলাদেশী টিভিও আছে। যেমন, মাছরাঙা টিভি, নাগরিক টিভি, ইচ্ছে মত যে কোনটিতেই খেলা দেখতে পারেন।
Leave a Reply