অনলাইন এডুকেশন বিশ্ব জুড়ে বদলে দিচ্ছে পড়াশুনার ক্ষেত্র। আর সেই বদলে দেয়া শিক্ষা ব্যবস্থা এখন আপনার হাতের মুঠোয়, স্মার্টফোনের স্ক্রিনেই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আপনার স্মার্টফোনের মাধ্যমেই অনলাইন লার্নিং অ্যাপ দিয়ে অনায়াসে পড়াশুনা করতে পারেন।
যারা অনলাইনে পড়াশোনার জন্য কার্যকরী কোন অ্যাপের খোঁজ করছেন, তাদের সুবিধার জন্য আজ নিয়ে এলাম এমন কিছু অ্যান্ড্রয়েড লার্নিং অ্যাপ যেগুলো আপনার স্বপ্নকে করবে বাস্তব।
অনলাইন লার্নিং অ্যাপ
এই অ্যাপগুলোতে আপনি চাইলেই আপনার পছন্দের বিষয়ে পড়তে পারবেন। আমাদের চিন্তা-চেতনায় থাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশুনার চেয়ে এখানের পড়াশোনা কোন অংশে কম না। কারণ এ-সব অনলাইন লার্নিং প্লাটফর্ম বিশ্বের সেরা সেরা বিশ্ববিদ্যালয় দ্বারা স্বীকৃত।
তাহলে চলুন জানা যাক স্মার্টফোনের জন্যে ৫টি অসাধারণ লার্নিং অ্যাপ সম্পর্কে।
Coursera: Online courses
পড়াশোনার জন্য এই অ্যাপটি খুব দারুনভাবে সাহায্য করে। নামটা শুনেই বুঝতে পারছেন অ্যাপটি কোর্সের সাথে সম্পর্কীয়। ২০১২ সালে প্রতিষ্ঠিত এই অনলাইন প্লাটফর্মে প্রায় ৩৩ মিলিয়ন রেজিষ্টার্ড ইউজার রয়েছে যাদের জন্য প্রায় ৩০ থেকে ৪০টি কোর্স রয়েছে। যে কোর্সসমূহের কনটেন্ট খুব উন্নত মানের।
একেবারে কম্পিউটার থেকে শুরু করে ডিজাইনিং, মার্কেটিং এমনকি ভাষা শিক্ষা নিয়েও অনেক কোর্স রয়েছে এখানে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হল এখানে সব কোর্স অক্সফোর্ড, হার্ভাড বিশ্ববিদ্যালয়ের মত নামকরা প্রতিষ্ঠানের আদলে পড়ানো হয়।
এছাড়া আরো অনেক নামকরা বিশ্ববিদ্যালয়ের সাথে এরা কাজ করে থাকে। তাই আপনি যদি অনলাইনে কোর্স করে সার্টিফিকেট পেতে চান, তাহলে Coursera হতে পারে আপনার জন্য উপযুক্ত অ্যাপ।
Edx
এমআইটি আর হার্ভাড বিশ্ববিদ্যালয় দ্বারা প্রতিষ্ঠিত এটিও একটি অসাধারণ অনলাইন লার্নিং প্লাটফর্ম। প্রায় ১৪ মিলিয়ন শিক্ষার্থী এখানে নিয়মিত পড়াশোনা করছে। এরাও বিভিন্ন কোর্স অফার করে থাকে। কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ফটোগ্রাফি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, রসায়ন, জীববিজ্ঞান ইত্যাদি বিভিন্ন সাবজেক্টে এখানে পড়া যাবে।
কোর্স শেষে আপনাকে একটি একাডেমিক সার্টিফিকেট দেয়া হবে। ভিডিও কনটেন্ট আর অসংখ্য কনটেন্টের মাধ্যমে এখানে পড়ানো হয়। বিস্তারিত জানতে এখনই আপনি তাদের অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপের মধ্যেই সব বিস্তারিত নির্দেশনা পাবেন।
Udemy
গতানুগতিক পড়াশোনার বাইরে একটু ব্যতিক্রমধর্মী পড়াশোনার জন্য এই অনলাইন প্লাটফর্মটি শিক্ষার্থীদের কাছে তুমুল জনপ্রিয়। সংস্থাটির দাবি প্রায় ২০ মিলিয়ন শিক্ষার্থী তাদের কোর্স করছে আর সকল কোর্স পরিচালনার জন্য রয়েছে অভিজ্ঞ পেশাদার ৩০ হাজারের অধিক শিক্ষক।
এখানে ওয়েব ডেভেলপমেন্ট, ফটোগ্রাফি, কম্পিউটার প্রোগ্রামিং, মিউজিক, অ্যানিমেশন, বিজ্ঞান বিষয়ে অনেক কোর্স রয়েছে।বিশ্বের যে কোন প্রান্ত থেকেই যে কেউ চাইলেই এই অ্যাপের মাধ্যমে এখানে কোর্স করতে পারবে।
এই অনলাইন প্লাটফর্মের প্রতিষ্টাতা কেবিন জনসন। ২০০৯ সালে এটি চালু হয়। অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই আপনি কোর্স করতে পারবেন। আপনার ইমেইলে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হবে।
KHAN ACADEMY
অনেকেই হয়তো এই নামটি শুনে থাকবেন। কারণ বিশ্বের এই জনপ্রিয় অনলাইন লার্নিং প্লাটফর্মের মালিক সালমান খান যিনি বাংলাদেশী বংশদূত। আর এটি সম্পূর্ণ নন প্রফিট এডুকেসশনাল অর্গানাইজেশন।
এই অ্যাপের মাধ্যমে আপনি খুব সহজে বিভিন্ন বিষয়ে কোর্স করতে পারবেন। গনিত, বিজ্ঞান, প্রোগ্রামিং, কমার্স, জীববিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, পদার্থবিজ্ঞানসহ নানা বিষয়ে এখানে পড়ার সুযোগ রয়েছে। তাদের ওয়েবসাইটে রয়েছে প্রায় ২০ হাজার ভিডিও। বাংলাদেশী সালমান খান ২০০৬ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া খান একাডেমী প্রতিষ্টা করেন।
Linkedin Learning
আমাদের অনেকেরই Linkedin প্রোফাইল রয়েছে। লিংকডইন একটি ক্যারিয়ার ভিত্তিক সোশ্যাল প্লাটফর্ম। কিন্তু অনেকেই জানেন না লিংকডইনের একটি লার্নিং অ্যাপ আছে।
বিশ্বের বেশিরভাগ শিক্ষার্থী এখানে তাদের প্রোফাইল তৈরী করে কারণ এই প্রোফাইল চাকরী পেতেও অনেক বেশি সাহায্য করে থাকে। তাদেরি একটি অনলাইন লার্নিং প্লাটফর্ম এই linkedin learnling। আপনি যদি নিজের কর্মদক্ষতা বাড়াতে চান, তাহলে এই অ্যাপ আপনার জন্য। এখানে ভিডিওর মাধ্যমে পড়ানো হয়, সাথে শিক্ষকদের বিভিন্ন পরামর্শতো আছেই।
অসংখ্য অনলাইন লার্নিং অ্যাপ রয়েছে গুগল প্লে-স্টোর জুড়ে। তবে আমি মাত্র ৫টি অ্যাপের লিস্ট করেছি। কারণ, অনলাইন এডুকেশন অ্যাপের জগতে এই ৫টিই সেরা। আশা করি, এই ৫টিতেই আপনি আপনার প্রয়োজনীয় অ্যাপটি পেয়ে যাবেন। যদি পান তো, কমেন্ট করে জানান আর আপনার বন্ধুদের অনলাইন এডুকেশনে সাহায্য করতে লেখাটি আপনার ফেসবুক প্রোপাইলে শেয়ার করুন।
Md. Shahin Islam says
বিসিএস, প্রাইমারি স্কুল টিচার ও ব্যাংক জবসহ প্রায় সকল ধরণের চাকরির পরীক্ষার জন্যে প্রস্তুতি নিতে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন।