বর্তমান যুগ ইন্টারনেটে যুগ এবং বর্তমান সময়ে ইন্টারনেটে আয় করার ব্যাপারটি অনেক সহজ হয়ে এসেছে। আপনি যদি আপনার সময় এবং মেধা দক্ষতার সাথে ব্যবহার করতে পারেন তাহলে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব অনলাইনের সেরা কাজ সম্পর্কে যা করলে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার ইনকাম হতে থাকবে।
অবাক হওয়ার মত কিছু নেই। কারণ ইন্টারনেটে এমন বহু কাজ কাজ রয়েছে এবং সবাই কম-বেশি কাজগুলি সম্পর্কে অবগত। আজকের পোষ্টটির মূল উদ্দেশ্য হলো কাজগুলিকে একত্রে এবং বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরা।
অনলাইনের সেরা কাজ
মূল আলোচনায় আসার আগে কিছু কথা বলে নেওয়া প্রয়োজন:
- ঘুমিয়ে ঘুমিয়ে টাকা আয় করা কথাটির মানে আপনি হঠাৎ করেই কোন লটারী পেয়ে যাবেন তা নয়।
- এমনটি কখনোই হবে না যে ঘুম থেকে উঠেই আপনি আপনার কম্পিউটারে টাকা গোনা শুরু করবেন।
- আমি আপনাদের এমন কোন কাজের কথা বলবো না যা অবৈধ। কারণ অনেকেই ভাবতে পারেন যে একমাত্র অবৈধ পথেই ঘুমিয়ে ঘুমিয়ে আয় করা সম্ভব।
- কখনোই ভাববেন না যে কোন অভিজ্ঞতা দক্ষতা, ইংরেজীতে পারদর্শীতা বা ইন্টারনেটের জ্ঞান ছাড়াই আপনি কাজগুলি করতে পারবেন।
- এটা মেনে নেবেন না যে কাজগুলি শুরু করার সাথে সাথেই আপনি টাকা পেতে শুরু করবেন। অনলাইনে যেকোন কাজের থেকে অর্থ আসতে সময়ের প্রয়োজন।
উপরের পয়েন্টগুলি পড়ার পর আপনি অবশ্যই ভাবছেন যে তাহলে এই আর্টিকেলটির টাইটেল এ কেন বলা হয়েছে যে ঘুমিয়ে ঘুমিয়েও আয় করা সম্ভব? চিন্তার কোন কারণ নেই আর্টিকেলের টাইটেলে যা বলা হয়েছে তা সত্য এবং সম্পূর্ণ আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করব অনলাইনের সেরা কাজ সম্পর্কে যা থেকে আসলেই ঘুমিয়ে ঘুমিয়েও উপার্জন করা সম্ভব।
যাইহোক, আপনি যদি এমন কোন কাজ করতে আগ্রহী হয়ে থাকেন যা করলে আপনি ঘুমানোর সময়ও টাকা ইনকাম হতে থাকবে, তাহলে তার জন্য আপনাকে প্রথমেই দিন-রাত পরিশ্রম করতে হবে, সেই সিস্টেমটি তৈরী করার জন্য। আপনাকে এমন একটি সিস্টেম তৈরী করতে হবে যা দিন-রাত সমানভাবে রেভিনিউ জেনারেট করতে সক্ষম। তাহলে চলুন আর দেরী না করে শুরু করা যাক।
ব্লগ তৈরী করুন এবং অ্যাফিলিয়েট পণ্য বিক্রয় শুরু করুন
ঘুমিয়ে ঘুমিয়ে অনলাইনে আয় করার জন্য আমার প্রথম পছন্দের পদ্ধতিটি হলো একটি ব্লগ তৈরী করা এবং সেখানে অ্যাফিলিয়েট পণ্য বিক্রয় শুরু করা। এখানে আপনাকে খুব বেশি কিছু করতে হবে না। আপনি শুধু একটি ব্লগ তৈরী করবেন এবং এর মাধ্যমে মানুষকে বিভিন্ন পণ্য ক্রয় করতে সহায়তা করবেন। যদি আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে ধারণা না থাকে তাহলে এখানে ক্লিক করে অ্যাফিলিয়েট মার্কেটিং গাইডটি পড়ে নিন। বাংলাদেশেও বর্তমানে জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইটগুলিরও অ্যাফিলিয়েট প্রোগ্রাম রয়েছে যার মধ্যে দারাজ ডটকম অন্যতম। এখানে ক্লিক করে দারাজ ডটকম থেকে আয় করার দারুন উপায়গুলি সম্পর্কে জেনে নিন।
আপনি যেকোন বিষয়ের উপর ব্লগ তৈরী করতে পারেন। যেমন মিউজিক, স্বাস্থ্য, টেকনলোজি ইত্যাদি। তারপর আপনার ব্লগের বিষয়ের সাথে সম্পৃক্ত পণ্যগুলি বেছে নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করা শুরু করতে পারেন। আপনার ব্লগটির কন্টেন্ট যদি ভালো মানের হয়, তাহলে ভিজিটর বার বার আপনার ব্লগে বিভিন্ন পণ্য সম্পর্কে জানতে আসবে এবং সেগুলো ক্রয় করবে এবং এর জন্য আপনাকে সব সময় অনলাইনে থাকতে হবে না। আপনি ঘুমিয়ে থাকুন আর অন্য কোন কাজে থাকুন, টাকা ইনকাম হতে থাকবে।
ইবুক লিখুন এবং অনলাইনে বিক্রয় করুন
আপনার যদি কোন বিষয়ে ভালো ধারণা থেকে থাকে, তাহলে আপনি ঐ বিষয়ে একটি বই লিখে ফেলতে পারেন। আপনাকে প্রকাশনা নিয়ে কোন চিন্তা করতে হবে না। কারণ বইটি আমরা ছাপাবো না বরং ই-বুক হিসাবে ইন্টারনেটে পাবলিশ করবো।
আপনি ইচ্ছা করলে আপনার নিজস্ব ব্লগের মাধ্যমেই সেটি বিক্রি করতে পারেন। তাছাড়া ক্লিকব্যাংক এর মত ওয়েবসাইটগুলোর মাধ্যমেও আপনি আপনার বই বিক্রয় করতে পারবেন। ক্লিকব্যাংকে যে ই-বুকগুলি বিক্রয় হয় তার গড় মূল্য কপি প্রতি ১০ থেকে ২০ ডলার হয়ে থাকে।
কি বই কিভাবে বিক্রী হবে তা নিয়ে ভাবছেন? চিন্তার কারণ নেই। আপনার বই যদি স্বাভাবিকভাবে খুব বেশি বিক্রী না হয়, তাহলে আপনি বইটির অ্যাফিলিয়েশন প্রোগ্রাম তৈরী করুন এবং অ্যাফিলিয়েট কমিশন হিসাবে ৫০% মূল্য নির্ধারণ করুন। তাহলে দেখবেন ইন্টারনেটে বহু অ্যাফিলিয়েট মার্কেটার আপনার বইটি বিক্রয় করে দিতে আগ্রহী হয়ে উঠবে এবং আপনার বইটির প্রতিদিন বেশ কিছু কপি বিক্রয় হতেই থাকবে।
অনলাইনে ইনকাম করা অফলাইনে ইনকাম করার চাইতে অনেক সহজ। কিন্তু অনলাইনে ইনকাম করার জন্য যথেষ্ট মেধা খাটাতে হয় এবং পরিশ্রম করতে হয়। ইন্টারনেটের প্রাথমিক ধারণা এবং অনলাইনে কিভাবে আয় করতে হবে তা সম্পর্কে আপনার সম্যক ধারণা থাকা খুবই জরুরী।
আপনাকে আপনার ওয়েবসাইটের ভিজিটরদের যদি কাস্টমারে রুপান্তর করতে হয়, তাহলে অবশ্যই তারা কোন বিষয়ের প্রতি বেশি আগ্রহী সেদিকে আপনার লক্ষ্য রাখতে হবে, যাতে তারা বার বার আপনার ওয়েবসাইটে আসে। উপরে বর্ণিত অনলাইনের সেরা কাজ ছাড়াও আরও বহু উপায় রয়েছে, যার মাধ্যমে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করা সম্ভব যাকে আমরা প্যাসিভ ইনকাম বলে থাকি। আপনি চাইলে আপনার ব্লগে গুগল অ্যাডসেন্স বা অন্যান্য নেটওয়ার্কের বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করতে পারবেন। তবে যাই করুন, মনোযোগ এবং ধৈর্য্য সহকারে করুন, ফল আসবেই।
Leave a Reply